Exness Updates ইমেইল সংক্রান্ত তথ্য।

0
45
সর্বশেষ আপডেট: September 13, 2020
You are here:
প্রত্যাশিত পড়ার সময়: 1 মিনিট

Exness Updates নামক একটি ইমেইল গতকাল সকল বাংলাদেশী ট্রেডারদের পাঠানো হয়েছে যার মধ্যে কিছু তথ্য ছিল যা অনেকেই হয়তোবা বুঝতে পারেন নি ফলশ্রুতিতে গতকাল রাত থেকে আমাদের সকল হটলাইন নাম্বার, ইমেইল এর মাধ্যমে আমরা আপনাদের কাছে এই সংক্রান্ত অভিযোগ পেতে শুরু করি। এই বিষয়টি নিয়ে আমরা ইতিমধ্যেই এক্সনেস এর সাথে কথা বলেছি এবং আলচনা থেকে প্রাপ্ত তথ্যাদি আপনার সুবিধার কথা মাথায় রেখে তুলে ধরছি। গতকাল যেই ইমেইলটি আপনারা এক্সনেস থেকে পেয়েছিলেন সেটির একটি স্ক্রিনশট আপনাদের সুবিধার কথা মাথায় রেখে উপস্থাপন করছি –

Exness Updates Email

Exness Updates ইমেইল এর ব্যাখ্যা – 

প্রথমেই বলে রাখি, এক্সনেস এর ইমেইল মুলত একটি রেগুলেটরি লাইসেন্স সংক্রান্ত অর্থাৎ ব্রোকার নতুন করে অর্থনৈতিক লেনদেন করার জন্য একটি রেগুলেটরি কমিটি এর কাছ থেকে লাইসেন্স সংগ্রহ করেছে যেটার নাম্বার হচ্ছে (Nymstar Ltd: SD025) । মুলত এই লাইসেন্সটি পূর্বে ব্রোকারের ছিল না এবং এক্সনেস সেটি গ্রহন করার জন্য এপ্লিকেশন করে রেখেছিল যা আগামি সেপ্টেম্বর এর ৯ তারিখ থেকে কার্যকর হচ্ছে।

সুতরাং, Exness Updates নামক ইমেইল এর কারনে ভয় পাওয়ার কিছু নেই। কেননা যেকোনো ভালো ফরেক্স ব্রোকার চিনার সবচেয়ে নির্ভরযোগ্য মাধ্যম হচ্ছে এই ব্রোকার এর রেগুলেশন আছে কিনা? থাকলে কি কি রেগুলেশন রয়েছে এবং সেগুলো প্রদান করেছেন কোন কোন অথোরিটি। ব্রোকার এই ইমেইলটি প্রদান করেছেন শুধুমাত্র আপনাকে নতুন প্রাপ্ত এই লাইসেন্স সম্পর্কে আপনাকে অবহিত করার জন্য। বিদ্যমান সকল সার্ভিস, ক্লায়েন্ট এগ্রিমেন্ট, সার্ভিস এগ্রিমেন্ট, সাপোর্ট সিস্টেম, ট্রেডিং এগ্রিমেন্ট ছাড়াও কোনও ধরনের কোনও পরিবর্তন আসছে না এবং সেটি পূর্বের ন্যায় সচল থাকবে। অর্থাৎ, আপনার ট্রেডিং, ফান্ড ডিপোজিট কিংবা উত্তোলন নিয়ে চিন্তিত হবারও কিছুই নেই। আশা করি বিষয়গুলো আপনাকে বোঝাতে পেরেছি। তারপরও যদি Exness Updates নামক ইমেইলটি নিয়ে আপনার কোনও প্রশ্ন কিংবা মতামত জানানোর থাকে তাহলে অবশ্যই আমাদের ইমেইল কিংবা ফোন করেও জানাতে পারবেন।

এক্সনেস ব্রোকার সম্পর্কিত সকল তথ্যাদি সম্পর্কে বিস্তারিত জানার জন্য অনুগ্রহ করে আমাদের ব্রোকার পোর্টাল এর Exness সেকশনে দেখুন।

ধন্যবাদ,
টীম | ফরেক্স বাংলাদেশ

আরটিকেল সম্পর্কে মতামত
খারাপ 0 0 of 0 found this article helpful.
Views: 48

কমেন্ট/প্রশ্ন করুন

Please enter your comment!
Please enter your name here