Forex Training

0
183
সর্বশেষ আপডেট: September 13, 2020
You are here:
প্রত্যাশিত পড়ার সময়: 2 মিনিট

ফরেক্স ট্রেডে দক্ষ হতে হলে, আপনাকে সর্বপ্রথম জানতে হবে কিভাবে মার্কেট কাজ করে এবং এই মার্কেট সম্পর্কে বিস্তারিত। অনেকেই আমাদের কাছে প্রশ্ন করেন, অনেকদিন ধরে ট্রেড করছেন কিন্তু প্রফিট করতে পারছেন না। এখন কি করা উচিৎ? আমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে, আমরা সম্পূর্ণভাবে না জেনেই কিংবা বুঝেই ফরেক্স ট্রেডিং শুরু করে দেই যার পরিনাম হয় ভায়বহ। অন্যদিকে, বেশীরভাগ মানুষই বিভিন্ন ধরণের স্বপ্ন নিয়ে প্রাথমিক পর্যায়ে ফরেক্স ট্রেডিং শুরু করেন।

বেশীরভাগই মনে করেন, ফরেক্স ট্রেড হচ্ছে- “টাকা উপার্জনের মেশিন” এবং তাই ট্রেড শিখতে সবার উৎসাহও থাকে অনেক। কিন্তু বাস্তবতা হচ্ছে, সম্পূর্ণ ভিন্ন! ফরেক্স ট্রেডিং, সম্পূর্ণ ঝুঁকি প্রবন একটি বিনিয়গের মাধ্যম। আপনি যদি না জেনে এবং বুঝে ট্রেড করেন তাহলে কখনোই সফল হতে পারবেন না। ফরেক্স ট্রেডিং নিয়ে যাদের আগ্রহ অনেক এবং যারা সফল ট্রেডার হতে চান তাদের সহায়তার জন্যই আমাদের এই “Professional Forex Training” ।

Forex Training সম্পর্কে বিস্তারিত

নতুন করে যারা ফরেক্স ট্রেডিং শিখতে চান, তাদের জন্যই আমাদের এই ফরেক্স ট্রেনিং প্রোগ্রাম। প্রতিবছর জুন মাসে, আমাদের এই ট্রেনিং প্রোগ্রাম শুরু হয় যার ব্যাপ্তি দুই মাস। আমাদের অভিজ্ঞ ট্রেডারগণ এই প্রোগ্রামটি পরিচালনা করে থাকেন। প্রতি সপ্তাহে দুই দিন করে ক্লাস পরিচালিত হয়।

আমাদের এই প্রোগ্রাম থেকে, আপনি একদম শুরু থেকে ফরেক্স ট্রেডিং সম্পর্কে জানতে পারবেন। পর্যায়ক্রমে সাজান বিভিন্ন বিষয়ে থাকবে বিস্তর আলোচনা। এছাড়াও, ট্রেনিং শেষে যারা রিয়েল ট্রেডিং এ যাবেন তাদের জন্য রয়েছে – কয়েকটি রিয়েল ট্রেডিং সেশন। এই সেশনে আপনি আমাদের এক্সপার্ট ট্রেডার এর রিয়েল ট্রেডিং দেখতে পাবেন যা আপনার ভবিষ্যৎ রিয়েল ট্রেডিং এ অনেক বেশী সহায়তা করবে বলে আমরা আশা করি।

Forex Training এর কিছু সুবিধা

  • ১৪টির ও বেশী ক্লাস থাকবে!
  • পর্যায়ক্রমে, আপনি ফরেক্স ট্রেড সম্পর্কে শিখতে পারবেন।
  • প্রতিটি লেকচার/কোর্স এর সাথে বিশয়ভিত্তিক ভিডিও ওয়েবিনার থাকবে।
  • প্রতি সপ্তাহে ২ দিন ট্রেনিং (শনিবার এবং রবিবার)
  • দক্ষ ফরেক্স ট্রেডারগন এই ট্রেনিং প্রোগ্রামটি পরিচালনা করবেন।
  • প্রতিটি কোর্সের এর শেষে, অনলাইনে পরীক্ষা দেবার সুবিধা থাকবে। আপনি সেই কোর্স শেষ করার পরে পরীক্ষা দেয়ার মাধ্যমে নিজের মেধা যাচাই করে নিতে পারবেন।
  • ট্রেনিং চলাকালীন সম্পূর্ণ গাইডলাইন এবং আনুসাংগিক প্রদান করা হবে।
  • ক্লাস রিভিউ করার সুযোগ থাকবে এবং সেই সাথে ট্রেনিং চলাকালীন কোনও নির্দিষ্ট বিষয়ে জানার থাকলে রয়েছে অতিরিক্ত সময়ের ব্যাবস্থা।
  • প্র্যাকটিস সেশনের জন্য রয়েছে, সঠিক নিয়মে ট্রেড করার গাইডলাইন।
  • প্র্যাকটিস সেশন শেষ হবার পরে রয়েছে ৪টি লাইভ ট্রেডিং সেশন। যেখানে আপনি এক্সপার্ট ট্রেডারদের রিয়েল ট্রেড করা দেখতে পারবেন।
  • ট্রেনিং শেষ করার পর রয়েছে, রিয়েল ট্রেডিং নিয়ে আলোচনা।

Forex Training এ কিভাবে রেজিস্ট্রেশন করবেন?

অনুগ্রহ করে ফরেক্স ট্রেনিং প্রোগ্রাম এখানে ক্লিক করুন। রেজিস্ট্রেশন করার জন্য, আপনার প্রয়োজনীয় তথ্য প্রদান করুন এবং পেমেন্ট প্রক্রিয়া সম্পূর্ণ করুন। ২৪ ঘণ্টার মধ্যে, ইমেইল এর মাধ্যমে আপনাকে নিশ্চিত করা হবে। পরবর্তী ট্রেনিং প্রোগ্রামের রেজিস্ট্রেশন শুরু হয়েছে। সুতরাং আপনি যদি, আগ্রহী থাকেন তাহলে শীঘ্রই রেজিস্ট্রেশন করে নিন।

বিস্তারিত  +88-01847469414

আরটিকেল সম্পর্কে মতামত
খারাপ 0 0 of 0 found this article helpful.
Views: 251

আরও জানুন

পূর্ববর্তী: Online Forex Training
পরবর্তী: Neteller টাকা উত্তোলন প্রক্রিয়া
পূর্বের আর্টিকেলOnline Forex Training
পরবর্তী আর্টিকেলNeteller টাকা উত্তোলন প্রক্রিয়া
নতুনদের ফরেক্স ট্রেডিং সংক্রান্ত সকল ধরণের সহায়তা করার জন্য ,ফরেক্স বাংলাদেশ কাজ করে যাচ্ছে। ইতিমধ্যেই আমরা প্রায় ২২০০+ অধিক ট্রেডারকে, ফরেক্স ট্রেডিং সংক্রান্ত সঠিক দিক নির্দেশনা প্রদান করে আসছি এবং আমাদের এই অগ্রযাত্রা অব্যাহত থাকবে বলে আশা করি। ফরেক্স ট্রেডিং সংক্রান্ত আপনার যেকোনো সহায়তার জন্য আমাদের সাথে যোগাযোগ করুন। ধন্যবাদ ।

কমেন্ট/প্রশ্ন করুন

Please enter your comment!
Please enter your name here