যারা ফরেক্স ট্রেড করছেন কিংবা শুরু করার চিন্তা করছেন কিন্তু ফান্ড এর কারনে সেটি সম্ভব হচ্ছে না তাদের জন্য আমাদের পার্টনার ব্রোকার এর পক্ষ থেকে থাকছে আকর্ষণীয় একটি ক্যাশ রিওয়ার্ড অফার রয়েছে যাতে অংশ নেয়ার মাধ্যমে আপনি জিতে নিতে পারেন সর্বমোট $250 Forex Cash Reward । এই অফার এর আওতায় যেকেউই অংশ নিতে পারবেন। অংশ নেয়ার জন্য কোনও বিশেষ শর্ত নেই। অর্থাৎ এর জন্য আপনাকে কোনও ধরনের অর্থ খরচ করতে হবে না।