আমাদের ক্যাশ রিওয়ার্ড প্রোগ্রামের এই সপ্তাহের বিজয়ী হচ্ছেন Sarowar Sahin । আপনাকে অভিনন্দন। ইতিমধ্যেই আপনার ট্রেডিং একাউন্টে ফান্ড ডিপোজিট হয়ে গিয়েছে। অনুগ্রহ করে সেটি উত্তোলন করে নিতে পারবেন কিংবা রিয়েল ট্রেডও করতে পারবেন।
যারা এখনও আমাদের ক্যাশ রিওয়ার্ড প্রোগ্রামে অংশ নেননি তাদের জন্য সুযোগটি এখনও রয়েছে। শুধুমাত্র ইমেইল এর মাধ্যমে রেজিস্ট্রেশন করে ক্যাম্পেইনে অংশ নিন এবং ড্র এর জন্য অপেক্ষা করুন। বিজয়ীরা পাবেন $50 করে সর্বমোট $250 ক্যাশ বোনাস এবং প্রতি সপ্তাহে একজন করে পাবেন অতিরিক্ত $10 ক্যাশ রিওয়ার্ড।
রেজিস্ট্রেশন করে বাকি কাজগুলো সম্পন্ন করুন এবং ড্র এর জন্য অপেক্ষা করুন।