|
সচেতনতাই পারে সুরক্ষা প্রদান করতে
আমরা প্রতিবাদ করেছিলাম ৫২ তে, গর্জে উঠেছিলাম ৬৬ তে, প্রতিরোধ করেছিলাম ৭১ এ, এবারও আমরা পারবো। পুর বিশ্ব যেখানে লড়াই করছে আমাদেরও করতে হবে এবং সেটি করবো নিজ নিজ অবস্থান থেকে। কষ্ট করে হলেও নিজের, পরিবারের এবং দেশের সুরক্ষার কথা চিন্তা করে আমাদের পরিচ্ছন্ন থাকতে হবে, যথাসম্ভব লোক-সমাগম এড়িয়ে চলতে হবে, অতি প্রয়োজনীয়তা ছাড়া বাইরের অবস্থান সীমিত করতে হবে। এখন পর্যন্ত যেহেতু মাহামারি এই ভাইরাস এর কোনও প্রতিষেধক আবিষ্কার হয়নি সেই জন্য নিজেদের সচেতনতাই পারে সুরক্ষা প্রদান করতে।
|
|