|
একাউন্ট ব্লক সম্পর্কে
গত বেশ কয়েকদিন ধরে অনেকেই অভিযোগ করছেন তাদের নিজ নেটেলার একাউন্ট ব্লক করা হয়েছে কিংবা বন্ধ করে দেয়া হয়েছে। এটি তাদেরই হচ্ছে, যারা একই ইন্টারনেট আইপি ব্যবহার করে একাধিক নেটেলার একাউন্ট ব্যবহার করছেন কিংবা রেজিস্ট্রেশন করেছেন। নেটেলার ব্যবহার করার নীতিমালা অনুসারে আপনি একটির বেশি একাউন্ট ব্যবহার করার সুবিধা পাবেন না।
যাদের একাউন্ট স্থায়ীভাবে ব্লক করে দেয়া হয়েছে তারা চাইলে অনুগ্রহ করে Skrill একাউন্ট রেজিস্টার করে লেনদেন করতে পারেন। কেননা স্ক্রিল বাংলাদেশ সরকার এবং কেন্দ্রীয় ব্যাংক এর মাধ্যমে নিবন্ধিত এবং অনুমদিত।
অন্যদিকে, এখনও যাদের নেটেলার একাউন্ট ব্লক হয়নি তাদের জন্য পরামর্শ থাকছে, কোনও ধরনের ব্রডব্যান্ড কিংবা ওয়াইফাই নেটওয়ার্কে যুক্ত হয়ে একাউন্টে লগিন কিংবা রেজিস্ট্রেশন করবেন না। এক্ষেত্রে মোবাইল ড্যাটা ব্যবহার করার পরামর্শ থাকছে।
|
|