স্ক্যাম ব্রোকার
ডিয়ার
ফরেক্স বাংলাদেশ এর পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। সম্প্রতি এই ব্রোকার এর রিভিউ সম্পর্কে একটি অনুরধ পাই। সেই হিসাবে আমরা এই ব্রোকার সম্পর্কে কিছু খোঁজ খবর নেয়া শুরু করি। ফলাফল হিসাবে এই ব্রোকারটিকে স্ক্যাম ব্রোকার হিসাবে নির্দিষ্ট করা হয়েছে অর্থাৎ, এই ব্রোকারে কোনও ধরনের লেনদেন করা থেকে বিরত থাকার পরামর্শ দিচ্ছি। নিচে ব্রোকার সম্পর্কিত কিছু তথ্য দিচ্ছি।
- এই ব্রোকার এর কোনও রেজিস্ট্রেশন এবং কোনও রেগুলেশন নেই। ব্রোকার এর পক্ষ থেকে দাবী করা হয়েছে যুক্তরাজ্যের মাধ্যমে নিবন্ধিত তবে এই প্রতিষ্ঠানটি ট্রেডিং কার্যাদি পরিচালনা করার জন্য নিবন্ধিত নয়। এরা কৃষিপন্য উৎপাদিত প্রতিষ্ঠান হিসাবে নিবন্ধিত। রেফারেন্স লিংক - https://fxbd.co/k9sYb
- তথাকথিত এই ব্রোকার এর সকল সাপোর্ট প্রদান করা হয় বাংলাদেশ থেকে। অর্থাৎ। কোনও না কোনওভাবে ব্রোকার বাংলাদেশ থেকে পরিচালিত হচ্ছে।
- এমন কোনও ফরেক্স ব্রোকার নেই, যারা নেটেলার এবং স্ক্রিল এর মাধ্যমে পেমেন্ট সাপোর্ট করেনা। তবে এই ব্রোকার ব্যাতিক্রম। নেটেলার এবং স্ক্রিল FCA রেগুলেটেড হওয়ায় এদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া জটিল
- এই ব্রোকার এর সাইটে বিকাশ এর লোগো দেখতে পেয়ে আমরা কিছুটা চিন্তিত হয়ে পরি। বিকাশ সম্পূর্ণরূপে বাংলাদেশী প্রতিষ্ঠান এবং এদের কার্যাদি শুধুমাত্র বাংলাদেশ এর মধ্যেই সিমাবধ্য। কোনওভাবেই আন্তর্জাতিক কোনও প্রতিষ্ঠান বিকাশ এর মাধ্যমে লেনদেন করতে পারবেনা।
কিছুদিন ধরে এই ব্রোকার সম্পর্কে আমরা কিছু তথ্য পাচ্ছি এবং আপনাদের সতর্ক করছি এই ব্রোকারে ট্রেড করা থেকে দূরে থাকুন। রেগুলেশন সহ আরও বেশ কিছু সমস্যা থাকার কারনে, এই ব্রোকারে ফান্ড ডিপোজিট করতে পারলেও ফান্ড উত্তোলন করতে আপনার সমস্যা হতে পারে।
|