ট্রেডিং সিগন্যাল
আমাদের কপি ট্রেডিং সেবা শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। ফ্রি সিগন্যাল হিসাবে যারা GBP/JPY কারেন্সি পেয়ারে এন্ট্রি নিয়েছেন অনুগ্রহ করে সেটিকে ধরে রাখতে পারেন। প্রাইস প্রায়ই আমাদের প্রফিট টার্গেট লেভেল এর কাছাকাছিই অবস্থান করছে। পজিশন হচ্ছে Sell এবং টার্গেট হবে 140.83 এর কাছাকাছি। স্টপলস অনুগ্রহ করে এন্ট্রি লেভেল সেট করে নেয়ার পরামর্শ দিচ্ছি। যারা আমাদের পূর্বের এনালাইসিস অনুসারে EUR/USD কারেন্সি পেয়ারে এন্ট্রি নিয়েছিলেন তারা প্রায় ২০০ পিপ্স এর প্রফিট নিতে সক্ষম হয়েছেন। ইতিমধ্যেই কারেন্সি পেয়ারটি আমাদের প্রফিট টার্গেট লেভেল স্পর্শ করেছে।
শুভ কামনা রইল!
|