|
|
ট্রেন্ডিং মার্কেট কি?
ট্রেন্ডকে বলা হয়, মার্কেট এর বন্ধু কেননা সবচেয়ে বেশী পরিমাণ প্রফিট করা যায় মার্কেট ট্রেন্ড থেকে। এর জন্য আমাদের সবাইকে মার্কেট ট্রেন্ড সম্পর্কে ভাল করে বুঝতে এবং জানতে হবে।
|
|
|
|
|
ট্রেড শুরুর জন্য কি পরিমাণ ফান্ড প্রয়োজন?
ব্যবসায়ের একটি প্রবাদ আছে, “টাকা, টাকা আনে”। কিছু বুঝলেন? ফরেক্স ট্রেডিং শুরু করার জন্য আপনার প্রয়োজন হবে প্রারম্ভিক বিনিয়োগ করার, যাকে বলা হয় Trading Capital । সবাই এই বিষয়টি জানেন কিন্তু ট্রেড শুরু করার জন্য আপনার কি পরিমাণ Trading Capital এর প্রয়োজন সেটা কি কখনো চিন্তা করেছেন?
|
|
|
|
|
রিস্ক ম্যানেজমেন্ট কি?
বেশীরভাগ ফরেক্স ট্রেডারের ক্ষেত্রেই লক্ষ্য করা যায়, তারা নিজেদের ট্রেড নিয়েই বেশী চিন্তিত থাকেন কিন্তু নিজ নিজ ট্রেডিং একাউন্ট এর সাইজ সম্পর্কে কোনও চিন্তাই করেন না। যদি সহজ কথায় বলি, Risk Management হচ্ছে, আপনি কোনও ট্রেডে এন্ট্রি নেয়ার পরে কতটুকু লস বহন করতে পারবেন সেটি নির্ণয় করে নেয়া।
|
|
|
|
|
- Sponsor Post -
রেগুলেটেড এবং নির্ভরযোগ্য ব্রোকার। সর্বনিম্ন স্প্রেড, কমিশন এবং সোয়াপ ফ্রি ট্রেডিং এবং সেই সাথে সর্বনিম্ন ডিপোজিট।
|
|
|
|
|
|