January 30, 2024
[ ভিডিও টিউটোরিয়াল ]
Hammer
এটি একটি ক্যান্ডেল এর মাধ্যমে তৈরি একটি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন।
এটি বুল্লিশ (Buy) কিংবা বেয়ারিশ (Sell) যেকোনো ধরনের ক্যান্ডেল হতে পারে যেটির বডির আকার হবে ছোট এবং এর উপরে কোনও দাগ কিংবা shadow থাকবে না কিংবা থাকেলও সেটি আকারে হবে অনেক ছোট এবং বডির নিচে লম্বা দাগ কিংবা shadow থাকবে।
ডাউনট্রেন্ড এর পর যদি এই ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি হয় তাহলে এটি সম্ভাব্য আপট্রেন্ড এর নির্দেশনা প্রদান করে।

গঠন
চার্টে প্রায়ই এই ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখা যাক তবে এর জন্য প্রথমে এর কিছু বৈশিষ্ট্য সম্পর্কে জানার প্রয়োজনঃ
- ক্যান্ডেল এর উপরে কোনও দাগ কিংবা shadow থাকবে না। যদি থাকেও সেটির আকার হবে ছোট।
- ক্যান্ডেল এর নিচে লম্বা দাগ কিংবা shadow থাকবে। সহজে যদি বলি তাহলে এই দাগ এর আকার হবে, ক্যান্ডেল এর বডির আকারের কমপক্ষে দ্বিগুণ।
- ক্যান্ডেলটি একটি স্পষ্ট ডাউনট্রেন্ড এর পর তৈরি হবে।
- ক্যান্ডেল এর বডির অবস্থান হবে, ট্রেডিং রেঞ্জ এর উপরের দিকে।
- ক্যান্ডেলটির রঙ যেকোনোটি হতে পারে, অর্থাৎ ক্যান্ডেলটি বুল্লিশ কিংবা বেয়ারিশ যেকোনোটিই হতে পারে তবে যদি ক্যান্ডেলটি বুল্লিশ হয় তাহলে এটি আরও শক্তিশালী আপট্রেন্ড এর সিগন্যাল প্রদান করবে।
অনেকেই আছেন যারা Hammer এবং Hanging Man এই দুইটি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন এর মধ্যে চিন্তায় পরে যান। তারপরও আপনাদের সুবিধার জন্য বলছি।
hanging Man ক্যান্ডেলস্টিক প্যাটার্নটি শুধুমাত্র একটি আপট্রেন্ড এর পরই গঠিত হতে দেখা যায়। যেখানে hammer ক্যান্ডেলস্টিক প্যাটার্নটি তৈরি হয় ডাউনট্রেন্ড এর পর।
আশা করি আর্টিকেলটি আপনার ভালো লেগেছে। এই আর্টিকেল সম্পর্কিত বিশেষ কোনও প্রশ্ন থাকলে আমাদের জানাতে পারেন কিংবা নিচে কমেন্ট করতে পারেন। প্রতিদিনের আপডেট ইমেইল এর মাধ্যমে গ্রহনের জন্য, নিউজলেটার সাবস্ক্রাইব করে নিতে পারেন। গুরুত্বপূর্ণ বিষয়গুলো টিউটোরিয়াল দেখার জন্য অনুগ্রহ করে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এছাড়াও, যুক্ত হতে পারেন আমাদের ফেইসবুক এবং টেলিগ্রাম চ্যানেলে। এছারাও ট্রেড শিখার জন্য জন্য আমাদের রয়েছে বিশেষায়িত অনলাইন ট্রেনিং পোর্টাল।
Views: 1726














































