100 Dollar Trading System – অনেকেই আমাদের কাছে প্রশ্ন করেন, আমি কি ১০০ ডলার কিংবা এর থেকে কম পরিমাণ এমাউন্ট ব্যবহার করার মাধ্যমে রিয়েল ট্রেডং শুরু করতে পারি? আসলে প্রশ্নটির সহজ কোনও উত্তর নেই। ট্রেডিং এমন একটি জগত যেখানে আপনি যত বড় এমাউন্টই বিনিয়োগ করেন না কেন, সেটিকে অল্পই মনে হবে। আজকের এই আর্টিকেল থেকে আমরা ১০০ ডলার ব্যবহার করার মাধ্যমে কিভাবে ট্রেডিং শুরু করা যায় এবং এই পরিমাণ এমাউন্ট দিয়ে ভালো মানের রিয়েল ট্রেডিং করা সম্ভব কিনা, সেই বিষয়টি নিয়ে আমারা আলোচনা করবো।
প্রারম্ভিক পরামর্শ
আপনি যেই পরিমাণ এমাউন্ট, ট্রেডিং এর জন্য বিনিয়োগ করার চিন্তা করেন না কেন, কিছু বিষয় সম্পর্কে সর্বদাই লক্ষ্য রাখতে হবে বিষয়গুলোকে পয়েন্ট আকারে নিচে উপস্থাপন করছি।
- ডেমো কিংবা প্র্যাকটিস ট্রেডিং না করে, কোনওভাবেই রিয়েল ট্রেডিং শুরু করা যাবেনা। কমপক্ষে ২/৩ মাস ভালো করে ডেমো কিংবা প্র্যাকটিস ট্রেডিং করতে হবে। একটি বিষয় সর্বদাই মনে রাখতে হবে, ডেমো কিংবা প্র্যাকটিস ট্রেডিং শুরু করার জন্য, করলে হবেনা। সঠিক নিয়ম অনুসরন করেই ডেমো ট্রেডিং করতে হবে। কিভাবে প্র্যাকটিস ট্রেডিং করা উচিৎ, এই বিষয়টি সম্পর্কে আরও বিস্তারিত জানতে পারবেন ডেমো ট্রেডিং এর করনীয় এই আর্টিকেলটি থেকে।
- ট্রেডিং সবার জন্য নয়। আবেগের বশে আমরা অনেকি ট্রেডার হবার স্বপ্ন নিয়ে ট্রেডিং শুরু করি। এটি ভবিষ্যতের লসের অন্যতম প্রধান কারন। ট্রেডার হতে হলে একই সাথে যেমন সময় দিতে হবে এবং ধৈর্য ধরতে হবে, ঠিক একই নিয়মে ট্রেডিং এর জন্য বিনিয়োগের নিশ্চায়তা প্রদান করাও খুবই গুরুত্বপূর্ণ। এই কারনে রিয়েল ট্রেডিং এর করনীয় বিষয়গুলো সম্পর্কে বিস্তারিত এই আর্টিকেল থেকে জেনে নেয়ার পরামর্শ দিচ্ছি।
- ট্রেডিং এর সাথে সম্পর্কিত ঝুঁকির পরিমাণ অনেক বেশী থাকে। অন্যান্য বিনিয়োগ ক্ষেত্র কিংবা ব্যবসার থেকেও ট্রেডিং এর ঝুঁকির পরিমাণ অনেকটাই বেশী থাকে। যেই পরিমাণ এমাউন্ট বিনিয়োগ করে আপনার রিয়েল ট্রেডিং শুরু করতে আগ্রহী, এই পরিমাণ এমাউন্টের সম্পূর্ণটাই লস হয়ে যাবার সম্ভাবনাও অনেক বেশী থাকে। তাই ট্রেডিং শুরু করার পূর্বে, এই ধরনের ঝুঁকি সম্পর্কে বিস্তারিত জেনে নেয়ার পরামর্শ থাকছে। আরও বিস্তারিত জানতে পারবেন আমাদের ঝুঁকি সতর্কতা আর্টিকেল থেকে।
ধাপ #১ ব্রোকার নির্বাচন
রিয়েল ট্রেডিং শুরু করার সবথেকে গুরুত্বপূর্ণ ধাপ হচ্ছে সঠিক ব্রোকার নির্বাচন। আপনার ব্রোকার যদি ভালো মানের না হয়, তাহলে ট্রেডিং থেকে প্রফিট করতে পারলেও, সেই প্রফিট উত্তোলন করতে পারবেন কিনা, এই বিষয়ে অনেক চিন্তা রয়েছে। তাই অবশ্যই একটি ভালো মানের ব্রোকার নির্বাচন করে নিতে হবে। অনলাইন এর দুনিয়ায় প্রতারণার কোনও শেষ নেই। ফরেক্স ব্রোকারও যেকোনো ধরনের স্ক্যাম করতে পারে। তাই ট্রেডিং এর জন্য ভালো মানের ব্রোকার নির্বাচন করা খুব গুরুত্বপূর্ণ।
- ব্রোকার রেগুলেটেড হবে এবং রেগুলেশনের বিস্তারিত তথ্য ওয়েবসাইটে প্রদর্শিত থাকবে।
- FCA, CySEC, ASIC, CFTC এই ধরনের রেগুলেশনের বাইরের কোনও ব্রোকারে ট্রেড না করাই ভালো। এই রেগুলেশন হচ্ছে টপ-গ্রেডের যা পাওয়া খুবই কষ্টকর এবং এই ব্রোকারগুলো ট্রেডিং এর জন্য নির্ভরযোগ্য।
- ফান্ড লেনদেন করার ক্ষেত্রে কোনও ঝামেলা করবে না।
- ব্রোকারে আর্থিক বিবরণী AUDIT এর মাধ্যমে ওয়েবসাইটে প্রকাশ করবে।
- ব্রোকার কখনই আপনাকে ফান্ড ডিপোজিট করার ব্যাপারে অনুরধ কিংবা উৎসাহ প্রদান করবে না।
- ব্রোকার কখনই আপনাকে প্রফিটের লোভ দেখাবে না।
- ব্রোকার ট্রেড শিখার কাজে আপনাকে সহায়তা করবে। যেমন মার্কেট এনালাইসিস, গাইডলাইন, ট্রেনিং ইত্যাদি।
- Trust Pilot রিভিউ সাইটে ব্রোকারের ভালো রিভিউ এবং বেশী সংখ্যক রিভিউ দেখতে পাবেন ইত্যাদি।
- ব্রোকারের সোশ্যাল মিডিয়া পেইজ যেমন, ফেইসবুক, টুইটার, ইন্সটাগ্রাম এগুলো অফিসিয়ালি ভেরিফাইড হতে পারে এবং সোশ্যাল মিডিয়ায় ব্রোকার শুধুমাত্র ট্রেডিং অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন, ফান্ড ডিপোজিট সম্পর্কিত পোস্ট করবেনা।
- নেটালার, স্ক্রিল এবং পেপাল এই ৩টি ওয়ালেটের যেকোনোটি বিদ্যমান থাকবে, লেনদেন করার জন্য।
- ব্রোকার সবসময়ই আপনাকে ট্রেডিং এর ব্যাপারে সতর্ক করবে। যেমন “Trading Is Risky” এধরনের।
ধাপ #২ লিভারেজ
যেহেতু আমরা অল্প পরিমাণ এমাউন্ট ডিপোজিট করার মাধ্যমে ট্রেডিং শুরু করছি, এই হিসাবে ট্রেডিং অ্যাকাউন্টের লিভারেজ জনিত কিছু পরিবর্তন করে নিতে হবে।
লিভারেজের পরিমাণ কোনওভাবেই ১ঃ২০০ এর বেশী গ্রহণ করা যাবেনা। আপনার ব্রোকার, যতবেশী লিভারেজ আপনাকে প্রদান করুক না কেন, আপনি ১ঃ২০০ এর বেশী লিভারেজ ব্যবহার করেই রিয়েল ট্রেডিং করবেন। আপনার ট্রেডিং অ্যাকাউণ্টের লিভারেজ কত রয়েছে, সেটি অ্যাকাউণ্টের এর সেটিংস অংশে গেলেই দেখতে পাবেন।
লিভারেজ বিষয়ে আপনার যদি বিস্তারিত তথ্য জানতে হয়, অনুগ্রহ করে এই লিংক থেকে লিভারেজ এর বিস্তারিত আর্টিকেলটি জেনে নিতে পারেন।
ধাপ #৩ শর্ত
অল্প পরিমাণ ব্যালেন্স দিয়ে ট্রেডিং শুরু করতে হলে অবশ্যই বেশকিছু নির্দেশনা মেনে চলতে হবে। অন্যথায়, ট্রেডিং অ্যাকাউন্ট স্টপআউট হতে সময় লাগবে না।
- কোনওভাবেই একটি এসেটের বেশী ট্রেড করা যাবেনা। যেমন ধরুন, আপনি যদি EUR/USD কারনেসি পেয়ারে ট্রেড করতে পছন্দ করেন, তাহলে এই কারেন্সি ব্যাতিত ভিন্ন কোনও কারেন্সি পেয়ার ট্রেডিং করা যাবেনা।
- একই সাথে একাধিক এন্ট্রি গ্রহণ করা যাবেনা। যেমন ধরুন, EUR/USD কারেন্সি পেয়ারে আপনার Sell এন্ট্রিতে লস রয়েছে। যতক্ষণ পর্যন্ত এই এন্ট্রিতে প্রফিট না হবে, কিংবা আপনি লসে এন্ট্রি ক্লোজ না করবেন, ততক্ষন পর্যন্ত কোনওভাবেই ২য় বার এন্ট্রি গ্রহণ করা যাবেনা।
- লট/ভলিউম সর্বদাই, 0.01 এর বেশী গ্রহণ করা যাবেনা। আপনি শুধুমাত্র 0.01 লটেই এন্ট্রি গ্রহণ করবেন। এর থেকে বেশী লট আপনার জন্য নয়।
- ছোট সময়ের টাইমফ্রেমে ট্রেডিং করা যাবেনা। অন্যদিকে বড় টাইমফ্রেমগুলোও দেখা যাবেনা। সর্বদাই, 30m, 1H এবং H4 টাইমফ্রেম দেখে এন্ট্রি গ্রহণ করার চেষ্টা করবেন।
- সাপোর্ট-রেসিসটেন্স ব্যাতিত কোনও এন্ট্রি গ্রহণ করা যাবেনা। যদি এন্ট্রি গ্রহণ করার জন্য, চার্টে কোনও সাপোর্ট কিংবা রেসিসটেন্স খুঁজে না পান, তাহলে এন্ট্রি গ্রহণ করা থেকে বিরত থাকবেন।
- সাপোর্ট কিংবা রেসিসটেন্স লেভেলে এন্ট্রি গ্রহণ করার পর, অবশ্যই স্টপ-লস ব্যবহার করবেন। এতে করে বড় আকারের লস থেকে সুরক্ষা পাওয়া সম্ভব।
- উল্লেখিত ট্রেডিং এসেটগুলোতে ট্রেড করা যাবেনা। সকল JPY কারেন্সি পেয়ার, সকল GBP কারেন্সি পেয়ার, সকল CHF কারেন্সি পেয়ার, GOLD (XAU/USD), SILVER, Crude Oil, Crypto, Stock এসেটগুলোতে ট্রেডিং করা যাবেনা।
- ট্রেডিং এর জন্য এই সর্বদাই মেজর কারেন্সি পেয়ারগুলো বেছে নিতে হবে। তবে আমাদের পরামর্শ থাকবে, EUR/USD কিংবা GBP/USD এই দুইটি কারেন্সি পেয়ার থেকে যেকোনো একটি বেছে নেয়ার। কারেন্সি পেয়ার নির্বাচন এই আর্টিকেল থেকে আরও বিস্তারিত তথ্য জানতে পারবেন।
100 Dollar Trading System এর জন্য অবশ্যই এই শর্তগুলো মেনে চলতে হবে।
ধাপ #৪ ক্যালকুলেশন
যেহেতু ট্রেডিং এর জন্য ব্যালেন্সের পরিমাণ তুলনামুলক কম। তাই, আমাদের সর্বদাই মানি-ম্যানেজমেন্ট এবং রিস্ক-ম্যানেজমেন্টের উপর দৃষ্টি রাখতে হবে।
- আমাদের প্রধান লক্ষ্য থাকবে, কোনওভাবেই বিনিয়োগের ১০০ ডলার লস করা যাবেনা। অর্থাৎ, এই বিনিয়োগকে যেকোনো ভাবেই টিকিয়ে রাখতে হবে। তাই প্রফিট কি পরিমাণ হল, প্রফিট কম হচ্ছে, ইত্যাদি বিষয় নিয়ে চিন্তা করা যাবেনা।
- কোনওভাবেই ১দিনে ব্যালেন্সের ৫% এর বেশী লস করা যাবেনা। যেহেতু আমরা 100 Dollar দিয়ে ট্রেডিং করছি, সেই হিসাবে কোনওভাবেই ১দিনে ৫ ডলার এর বেশী লস করা যাবেনা। যদি কোনওভাবে ১ দিনে ৫ডলার পরিমাণ লস হয়ে যায়, তাহলে সেই দিন আর ট্রেডিং করা যাবেনা।
- সপ্তাহে কোনওভাবেই ব্যালেন্সের ১০% এর বেশী লস করা যাবেনা। যেহেতু আমরা 100 Dollar দিয়ে ট্রেডিং করছি, সেই হিসাবে কোনওভাবেই ১ সপ্তাহে ১০ ডলার এর বেশী লস করা যাবেনা।
- যদি কোন সপ্তাহে ১০ ডলার লস করে ফেলেন, তাহলে ট্রেডিং আপনার জন্য সাময়িকভাবে সম্পূর্ণরূপে বন্ধ।
- ব্যালেন্সের ২০% অর্থাৎ, ২০ ডলার হচ্ছে আপনার জন্য “Cut Off” লেভেল। যদি কোনওভাবে আপনার ইক্যুইটির পরিমাণ ৮০ ডলারের নিচে চলে আসে, তাহলে আপনার ট্রেডিং স্থায়ীভাবে বন্ধ করে দিতে হবে। এবং পুনরায় লসকৃত ২০ ডলার ডিপোজিট করে, ব্যালেন্স যখন আবার ১০০ ডলার হবে তখন উপরের শর্তগুলো মেনে ট্রেড শুরু করতে হবে। এবং এই প্রক্রিয়াগুলো পুনরায় অনুসরন করতে হবে।
পরামর্শ
অল্প ব্যালেন্স দিয়েও ট্রেডিং করা সম্ভব। তবে এক্ষেত্রে খুবই ধৈর্য এবং গুরুত্ব প্রদান করতে হবে। আবল-তাবল ট্রেডিং করলে ব্যালেন্স ১০০ ডলার হোক কিংবা ১০০০ ডলার, স্টপ-আউট হতে কোনও সময় লাগবেনা। একটি বিষয় সর্বদাই মনে রাখবেন, যদি আপনি ট্রেডিং ব্যালেন্সের তথা বিনিয়োগকৃত এমাউণ্টের সুরক্ষা প্রদান করতে পারেন, তাহলে লস কোনওদিন হবেনা।
আমরা একটি চিন্তা করছি, ১০০ ডলার এর দিয়ে লাইভ ট্রেডিং শুরু করার। যাতে করে, আপনি আমাদের এই লাইভ ট্রেডিং থেকে সম্ভাব্য এন্ট্রি পজিশন খুঁজে পেতে পারেন। এই বিষয়ে আপনার মতামত প্রত্যাশা করছি। অনুগ্রহ করে আপনার মতামত্ন, নিচের কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন।
আশা করি আর্টিকেলটি আপনার ভালো লেগেছে। এই আর্টিকেল সম্পর্কিত বিশেষ কোনও প্রশ্ন থাকলে আমাদের জানাতে পারেন কিংবা নিচে কমেন্ট করতে পারেন। প্রতিদিনের আপডেট ইমেইল এর মাধ্যমে গ্রহনের জন্য, নিউজলেটার সাবস্ক্রাইব করে নিতে পারেন। গুরুত্বপূর্ণ বিষয়গুলো টিউটোরিয়াল দেখার জন্য অনুগ্রহ করে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এছাড়াও, যুক্ত হতে পারেন আমাদের ফেইসবুক এবং টেলিগ্রাম চ্যানেলে। এছারাও ট্রেড শিখার জন্য জন্য আমাদের রয়েছে বিশেষায়িত অনলাইন ট্রেনিং পোর্টাল।