![]() |
|
প্রতিষ্ঠা সাল: 2008 ব্রোকারের ধরণ: ECN রেগুলেশন: FCA, CySEC, ASIC হেডকোয়ার্টার: Belize, C.A |
|
রিয়েল একাউন্ট খুলুন ডেমো একাউন্ট খুলুন | |
ব্রোকার একনজরে
XM ব্রোকারের সারসংক্ষেপ | |
সর্বোচ্চ লিভারেজ | 1:1000 |
ট্রেডিং ইন্সট্রুমেন্ট | কারেন্সি, মেটাল, তেল, স্টক, ইক্যুইটি, ইন্ডিসিস, গোল্ড |
ট্রেডিং প্ল্যাটফর্ম | MT4, MT5 (PC/Laptop), Android, IOS, and Web Terminal |
একাউন্ট এর ধরণ | Standard, Micro, Zero Account, Ultra Low একাউন্ট |
একাউন্ট কারেন্সি | USD, AUD, CHF, EUR, GBP, JPY, RUB, SGD |
পেমেন্ট সিস্টেম | ক্রেডিট কার্ড, নেটেলার, স্ক্রিল, ব্যাংক ট্র্যান্সফার, ওয়েব মানি |
কমিশন | স্প্রেড ছাড়া আর ভিন্ন কোনও কমিশন কিংবা চার্জ নেই। |
লট সাইজ | মাইক্রো এবং স্ট্যান্ডার্ড |
সর্বনিম্ন ডিপোজিট | $5 |
ইসলামিক একাউন্ট | √ |
স্কাল্পিং ট্রেডিং | √ |
PAMM বিনিয়োগ | X |
100% ডিপোজিট বোনাস**
এই ক্যাম্পেইনের আওতায় ব্রোকার সকল নতুন এবং পুরাতন ট্রেডাররা ডিপোজিট করার মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে ১০০% ডিপোজিট বোনাস হিসাবে সর্বাধিক ২০০ ডলার ট্রেডিং একাউন্টে পেয়ে যাবেন। যাদের প্রাথমিক বিনিয়োগ এর পরিমাণ কম, তারা চাইলে এই বোনাস অফার ব্যবহার করার মাধ্যমে ট্রেড শুরু করতে পারেন। অফারটি চলবে ১৬ সেপ্টেম্বর ২০২২ পর্যন্ত।
20% ডিপোজিট বোনাস
এই ক্যাম্পেইনের আওতায় ব্রোকার সকল নতুন এবং পুরাতন ট্রেডাররা ডিপোজিট করার মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে ২০% ডিপোজিট বোনাস হিসাবে সর্বাধিক ৫০০০ ডলার ট্রেডিং একাউন্টে পেয়ে যাবেন। যাদের প্রাথমিক বিনিয়োগ এর পরিমাণ কম, তারা চাইলে এই বোনাস অফার ব্যবহার করার মাধ্যমে ট্রেড শুরু করতে পারেন। অর্থাৎ, আপনি যতবেশী পরিমাণ ফান্ড ডিপোজিট করবেন আপনার বোনাস পাওয়ার পরিমাণও সেই অনুপাতে বৃদ্ধি পেতে থাকবে।
রেফারেল প্রতি $35 ডলার
এই ক্যাম্পেইনের আওতায় যেকেউ অংশ নিতে পারবে। অফারটিতে আপনি ব্রোকারকে আপনার বন্ধু, পরিচিত ট্রেডার কিংবা অন্য কারও কাছে নির্দিষ্ট লিংক প্রদানের মাধ্যমে শেয়ার করবেন এবং তাদের ব্রোকারে একাউন্ট রেজিস্ট্রেশন করার জন্য উদ্বুদ্ধ করবেন। যখন তারা এই ব্রোকারে আপনার মাধ্যমে একাউন্ট রেজিস্ট্রেশন করে ট্রেড শুরু করবে তখন আপনি প্রতি রেফারেল এর জন্য $25-$35 পর্যন্ত ক্যাশ রিওয়ার্ড পাবেন যা সম্পূর্ণভাবে উত্তোলন করে নিতে পারবেন।
ফ্রি VPS অফার
যারা প্রফেশনাল ট্রেডিং এর জন্য VPS একটি গুরুত্বপূর্ণ বিষয়। এটি ব্যবহার করে ট্রেড করলে আপনি দ্রুততার সাথে ট্রেডিং সার্ভারের সাথে যুক্ত হতে পারবেন এবং মার্কেটে প্রাইস মুভমেন্ট যতই থাকুক না কেন, আপনার গৃহীত এন্ট্রি মিস হবেনা। এছাড়াও, যাদের ইন্টারনেট কানেকশনের সমস্যা আছে, তাদের জন্য VPS অনেক ভালো কাজ করে। এই ক্যাম্পেইনের আওতায় ব্রোকার আপনাকে ফ্রিতে সার্ভার ব্যবহার করার সুবিধা দিবে। এতে করে আপনাকে বাড়তি কোনও চার্জ কিংবা ফি প্রদান করতে হবেনা।
Loyalty প্রোগ্রাম
এটি মূলত একটি VIP ক্যাম্পেইন বলতে পারেন। ব্রোকারে ট্রেডিং একাউন্ট থেকে শুরু করে প্রতিদিন যেই পরিমাণ অর্থাৎ, লটের ট্রেড করছেন সেটির উপর ভিত্তি করে আপনার একাউন্টে কিছু পয়েন্ট স্বয়ংক্রিয়ভাবে যোগ হতে থাকবে। পরবর্তীতে এই পয়েন্টগুলো আপনি চাইলে ক্যাশ রিওয়ার্ডে পরিবর্তিত করে নিতে পারবেন।