অনেকেই আমাদের রিবেট প্রোগ্রামে যুক্ত হবার আগ্রহ প্রকাশ করেন। আমরা শুধুমাত্র সেই অ্যাকাউন্টগুলোতেই রিবেট প্রদান করতে পারি, যেই ট্রেডিং অ্যাকাউন্টগুলো শুধুমাত্র আমাদের সাথে যুক্ত রয়েছে। আপনার ট্রেডিং অ্যাকাউন্ট যদি, আমাদের সাথে যুক্ত না থাকে, তাহলে সেটি যুক্ত করার সহজ কয়েকটি ধাপ রয়েছে। অনুগ্রহ করে নিচের এই ধাপগুলো অনুসরন করলেই, সহজেই আপনি আমাদের সাথে যুক্ত হয়ে নিতে পারবেন।
প্রথমে এক্সনেস ওয়েবসাইটে আপনার ইমেইল আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে লগইন করে নিন। https://my.exness.com/accounts/sign-in এই লিংক ক্লিক করলে এক্সনেসের ক্যাবিনেটে প্রবেশ করতে পারবেন।
লগইন হয়ে গেলে, নিচের ডান পাশে “live Chat” করার একটি অপশন পাবেন। এইখানে ক্লিক করতে হবে।
ক্লিক করার পর, ছবির ন্যায় চ্যাট করার একটি ঘর ওপেন হবে। অনুগ্রহ করে এইবার এই ঘরে “Type Your Massage” অংশে লিখবেন “Partner Change” এবং সাবমিট করে দিবেন। সাবমিট করার পর, স্বয়ংক্রিয় রিপ্লাই হিসাবে আপনাকে একটি লিংক প্রদান করা হবে।
অনুগ্রহ করে এই লিংকটিতে ক্লিক করবেন।
লিংকে ক্লিক করলে, আপনার সামনে নতুন একটি পেইজ ওপেন হবে, যেখানে আপনাকে কিছু তথ্য প্রদান করতে হবে। অনুগ্রহ করে তথ্যগুলো প্রদান করুন।
উপরের ছবিতে যেই ঘরে, যেই তথ্যগুলো রয়েছে, ঠিক এই নিয়মে তথ্যগুলো সিলেক্ট করে নিতে হবে। ফর্ম এর ২য় ঘরে “partner’s link” এর ঘরে অনুগ্রহ করে স্ক্রিন প্রদর্শিত এই নাম্বারটি প্রদান করুন কিংবা নিচের এই লিংকটি কপি করে সাবমিট করে দিন।
লিংক – https://one.exnesstrack.org/a/t0e4h0e4
নাম্বার – 1043187839895867871
বিঃদ্রঃ যেকোনো একটি ব্যবহার করলেই হবে।
ফর্ম এর ৩য় ঘরে, www.fxbangladesh.com লিখে দিন। ফর্ম এর ৪র্থ ঘরে কিছু না লিখলেও হবে। সবকিছু ঠিক থাকলে এবাের, একদম শেষ অংশে অবস্থিত “Submit” বাটনটি এবার ক্লিক করুন।
কাজ শেষ। এবার আপনাকে কিছুটা সময় অপেক্ষা করতে হবে। আমাদের নেটওয়ার্কে যুক্ত হতে, প্রায় ৭২ ঘন্টা পর্যন্ত সময় লাগতে পারে। সবকিছু ঠিক-ঠাক থাকলে, আপনাকে ইমেইলের মাধ্যমে বিস্তারিত জানিয়ে দেয়া হবে।
লক্ষ্যনীয়ঃ
- আপনি যেই ট্রেডিং আইডিতে (অ্যাকাউন্টে) বর্তমানে ট্রেড করছেন, সেটি কাজ করবে না। কনফার্মেশন ইমেইল পাওয়ার পর, অনুগ্রহ করে এক্সনেসের একাউন্ট থেকে নতুন করে একটি ট্রেডিং অ্যাকাউণ্ট রেজিস্টার করে নিবেন এবং সেই অ্যাকাউন্টে আপনার ফান্ড ট্র্যান্সফার করে নিবেন।
- নেটওয়ার্কে যুক্ত হবার পর, আপনার পূর্বের ট্রেডিং অ্যাকাউন্টগুলো, আমাদের সাথে যুক্ত হবেনা। তাই সেগুলোতে ট্রেড করলে রিবেট পাওয়া সম্ভব নয়।
- নতুন করে তৈরি অ্যাকাউন্টগুলোতেই কেবল রিবেট পেতে পারেন।
- রিবেট গ্রহনের জন্য অনুগ্রহ করে https://fxbd.co/rebate এই লিংক থেকে রিবেট ফর্মটি পুনরায় সাবমিট করে দিন। আপনাকে ইমেইলের মাধ্যমে বাকি তথ্য জানিয়ে দেয়া হবে।
যদি কোনও সমস্যার সম্মুখীন হয়ে থাকনে, তাহলে বিষয়টিকে অবশ্যই আমাদের ইমেইলের মাধ্যমে অবহিত করতে পারেন। আমাদের ইমেইল আইডি – [email protected] কিংবা https://fxbd.co/email এই লিংক ক্লিক করেও আপনার মেসেজ সাবমিট করে দিতে পারেন।
আশা করি আর্টিকেলটি আপনার ভালো লেগেছে। এই আর্টিকেল সম্পর্কিত বিশেষ কোনও প্রশ্ন থাকলে আমাদের জানাতে পারেন কিংবা নিচে কমেন্ট করতে পারেন। প্রতিদিনের আপডেট ইমেইল এর মাধ্যমে গ্রহনের জন্য, নিউজলেটার সাবস্ক্রাইব করে নিতে পারেন। গুরুত্বপূর্ণ বিষয়গুলো টিউটোরিয়াল দেখার জন্য অনুগ্রহ করে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এছাড়াও, যুক্ত হতে পারেন আমাদের ফেইসবুক এবং টেলিগ্রাম চ্যানেলে। এছারাও ট্রেড শিখার জন্য জন্য আমাদের রয়েছে বিশেষায়িত অনলাইন ট্রেনিং পোর্টাল।