Neteller টাকা উত্তোলন প্রক্রিয়া

2
860
সর্বশেষ আপডেট: September 13, 2020
You are here:
প্রত্যাশিত পড়ার সময়: 2 মিনিট

যেহেতু নেটেলার বাংলাদেশ সহ বিভিন্ন দেশে তাদের মাস্টার কার্ড এর সেবা বন্ধ করে দিয়েছে সুতরাং আমাদের দেশের ট্রেডারদের জন্য এটি একটি বড় সমস্যা। এখন প্রশ্ন হচ্ছে, কার্ড যেহেতু বন্ধ করে দিয়েছে তাহলে আমরা কিভাবে নেটেলার একাউন্ট থেকে টাকা উত্তোলন করবো?

আপনি চাইলে এখন দুইটি উপায়ে এই নেটেলার একাউণ্ট এর ফান্ড উত্তোলন করে নিতে পারবেন। বিষয়টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করছি –

Withdraw Neteller Fund – ১ম উপায়ঃ

  • অন্য কারও কাছে এই নেটেলার এর ফান্ড বিক্রয় করে দেয়া। অর্থাৎ, আপনার পরিচিত যদি এমন কেউ থেকে থাকেন যার নেটেলার এর ফান্ড প্রয়োজন, আপনি চাইলে তার কাছে একটি এক্সচেঞ্জ রেট এর বিনিময়ে ফান্ড বিক্রয় করে দিতে পারেন। বিষয়টি অনেকটাই বিকাশ থেকে বিকাশ একাউণ্টে টাকা ট্রান্সফার করার মতন। আমাদের দেশে এই নেটেলার এর চাহিদা অনেক বেশী সুতরাং ফান্ড বিক্রয় করার জন্য আপনাকে তেমন কোনও কষ্ট করতে হবে না। অর্থ উত্তোলন এর এই প্রক্রিয়াকে বলা হয় Money Transfer।কিভবে নেটেলার থেকে নেটেলার একাউণ্টে ফান্ড ট্রান্সফার করবেন? ফান্ড ট্রান্সফার করার জন্য, যাকে টাকা পাঠাবেন তার নেটেলার একাউণ্ট এর ইমেইল আইডি এর প্রয়োজন হবে। আর কিছুই লাগবে না। ফান্ড ট্রান্সফার করার জন্য, প্রথমে আপনার নেটেলার একাউণ্টে লগইন করে নিতে হবে। যদি আপনার নেটেলার একাউন্ট না থাকে তাহলে এখান থেকে একাউন্ট খুলে নিন। একাউন্টে লগইন করার পর, বা পাছে কিছু মেন্যু দেখতে পাবেন। সেখান থেকে Money Transfer বাটনে ক্লিক করুন তারপর আপনার সামনে নিম্নোক্ত একটি অপশন আসবে-
    neteller Money Transferউপরের অপশনটি নির্বাচন করুন এবং তারপর নতুন একটি পেইজ আপনার সামনে ওপেন হবে। এবার, যাকে ফান্ড পাঠাবেন তার বিস্তারিত তথ্য, ফান্ড এর পরিমাণ এবং কারেন্সি নির্বাচন করুন। সবশেষে নিচের Continue বাটনে ক্লিক করুন। নিচের ছবির মতন –
    Transfer Neteller Fund to Another Neteller Accountএরপর আপনার সামনে তথ্যগুলো আবার প্রদর্শিত হবে। সেখান থেকে আবার ভালো করে সঠিক তথ্য দিয়েছেন কিনা যাচাই করে নিন। তারপর আবার Continue বাটনে ক্লিক করুন। ফান্ড সফলতার সাথে অন্য নেটেলার একাউন্টে ডিপোজিট হয়ে যাবে। এখানে ফান্ড ট্রান্সফার করার জন্য কিছু চার্জ আপনাকে দিতে হবে। বিস্তারিত জানতে নেটেলার চার্জ অংশে দেখুন।

Withdraw Neteller Fund – ২য় উপায়ঃ

  • ব্যাংক ট্রান্সফার – এর উপায়ের মাধ্যমে আপনি চাইলে সরাসরি আপনার লোকাল ব্যাংক একাউন্ট (DBBL, EBL, SCB, City) এর মাধ্যমে নেটেলার এর অর্থ উত্তোলন করে নিতে পারন। এই প্রক্রিয়ার জন্য প্রথমে আপনাকে আপনার নিজ ব্যাংক একাউন্টকে নেটেলার একাউন্ট এর সাথে সংযুক্ত করে নিতে হবে। এর জন্য প্রথমে নেটেলার একাউন্টে লগইন করুন। এরপর বা পাশ থেকে Money Out বাটনে ক্লিক করুন। এরপর আপনার কাছে নিচের ছবির ন্যায় একটি ফর্ম আসবে যেখানে আপনার ব্যাংক এর সকল তথ্য সঠিকভাবে প্রদান করতে হবে।
    Withdraw Neteller Fund through Bank Transferউপরের চিত্রের তথ্যগুলো অনুগ্রহ করে আপনার নিজ নিজ ব্যাংক এর থেকে সংগ্রহ করে নিবেন। তথ্য সঠিকভাবে প্রদানের পর আপনার লোকাল ব্যাংক একাউন্ট নেটেলার এর সাথে যুক্ত হয়ে যাবে। এরপর থেকে আপনি সর্বনিম্ন $20 সমপরিমান অর্থ ব্যাংক ট্রান্সফার এর মাধ্যমে উত্তোলন করে নিতে পারবেন।

লক্ষ্য করুন – ব্যাংক একাউন্ট যুক্ত করার সময় অবশ্যই আপনার ব্যাংক এর একটি স্টেটমেন্ট প্রদান করতে হবে। ফান্ড ট্রান্সফার হবার জন্য নির্ধারিত সময় ৭ কার্যদিবস। আপনার ব্যাংক একাউন্টে টাকা জমা হতে হতে ১০-১২ দিন পর্যন্ত সময় লেগে যেতে পারে এবং এই প্রক্রিয়ার মাধ্যমে টাকা উত্তোলন করার চার্জ একটু বেশী হয়ে থাকে। বিস্তারতি চার্জ জানতে এখানে দেখুন

আরটিকেল সম্পর্কে মতামত
খারাপ 0 5 of 5 found this article helpful.
Views: 1068

আরও জানুন

পূর্ববর্তী: Forex Training
পরবর্তী: Neteller Master Card কি এখন পাওয়া যায়?
পূর্বের আর্টিকেলForex Training
পরবর্তী আর্টিকেলNeteller Master Card কি এখন পাওয়া যায়?
নতুনদের ফরেক্স ট্রেডিং সংক্রান্ত সকল ধরণের সহায়তা করার জন্য ,ফরেক্স বাংলাদেশ কাজ করে যাচ্ছে। ইতিমধ্যেই আমরা প্রায় ২২০০+ অধিক ট্রেডারকে, ফরেক্স ট্রেডিং সংক্রান্ত সঠিক দিক নির্দেশনা প্রদান করে আসছি এবং আমাদের এই অগ্রযাত্রা অব্যাহত থাকবে বলে আশা করি। ফরেক্স ট্রেডিং সংক্রান্ত আপনার যেকোনো সহায়তার জন্য আমাদের সাথে যোগাযোগ করুন। ধন্যবাদ ।

2 কমেন্ট

  1. ভাই আমাকে জনান যে আমি ব্যাংকের মাধ্যমে টাকা withdraw করলে ব্যাংকের কেউ কি এটা জানতে পারবে।

    • কমেন্ট এর জন্য ধন্যবাদ। ব্যাংক এর মাধ্যমে লেনদেন করলে ব্যাংকিং সিস্টেম অবশ্যই সেটি জানবে। তবে এটি নিরাপদ এবং এই ধরনের লেনদেনে কোনও সমস্যা নেই। বিশেষ কিছু জানার থাকলে ইমেইল করুন [email protected]

কমেন্ট/প্রশ্ন করুন

Please enter your comment!
Please enter your name here