October 14, 2022
প্রত্যাশিত পড়ার সময়: < 1 min
যখন ট্রেডার ধরে নেন, কোনও কারেন্সি পেয়ার এর প্রাইস নিচের দিকে আরও নামতে থাকবে তাহলে সেটিকে বলা হয় Bear । অর্থাৎ, ট্রেডাররা ধরে নেন, ট্রেডিং ইন্সট্রুমেন্টটির প্রাইস আরও নিচের দিকে নামবে কিংবা আরও বেশকিছু সময় নিম্নমুখী ধারার মধ্যেই থাকবে।
অন্যদিকে, BULL হচ্ছে ঠিক এর বিপরীত। অর্থাৎ, এমন সময় ট্রেডাররা ধরে নেন, মার্কেট প্রাইস আরও উপরের দিকে অর্থাৎ আপট্রেন্ড এর দিকে যেতে থাকবে।
আশা করি আর্টিকেলটি আপনার ভালো লেগেছে। এই আর্টিকেল সম্পর্কিত বিশেষ কোনও প্রশ্ন থাকলে আমাদের জানাতে পারেন কিংবা নিচে কমেন্ট করতে পারেন। প্রতিদিনের আপডেট ইমেইল এর মাধ্যমে গ্রহনের জন্য, নিউজলেটার সাবস্ক্রাইব করে নিতে পারেন। গুরুত্বপূর্ণ বিষয়গুলো টিউটোরিয়াল দেখার জন্য অনুগ্রহ করে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এছাড়াও, যুক্ত হতে পারেন আমাদের ফেইসবুক এবং টেলিগ্রাম চ্যানেলে। এছারাও ট্রেড শিখার জন্য জন্য আমাদের রয়েছে বিশেষায়িত অনলাইন ট্রেনিং পোর্টাল।
Views: 105














































