Gold – মূল্যবান এই ধাতু ট্রেডারদের কাছে অনেকবেশী পরিচিত। কারেন্সি ট্রেডিং যেমন Spot Forex এর অন্তর্ভুক্ত তেমন গোল্ড হচ্ছে Commodities অংশ এর অন্তর্ভুক্ত। অনেক ট্রেডারই মনে করেন মূল্যবান এই ধাতু ফরেক্স ট্রেডিং এর অন্তর্ভুক্ত কিন্তু বিষয়টি সঠিক নয়।
একই ব্রোকারে আমারা কারেন্সি পেয়ার এবং গোল্ড এর ট্রেড করতে পারি বিধায় অনেকের কাছেই এটি মনে হয় তবে বিষয়টি সঠিক নয়। একটি ব্রোকার তাদের ক্লায়েন্ট এর ট্রেডিং সুবিধা প্রদানের জন্য একাধিক ট্রেডিং ইন্সট্রুমেন্ট প্রদান করে।
যেখানে ট্রেডার নিজ পছন্দমতন যেকোনোটিতে ট্রেডিং কার্যাদি করতে পারেন। যেমন আমরা যদি Exness Broker এর কথা বলি তাহলে এটি ট্রেডারদের জন্য বিভিন্ন ধরনের ট্রেডিং ইন্সট্রুমেন্ট প্রদান করে। যার মধ্যে রয়েছেঃ
- Spot Forex: এর মধ্যে সকল কারেন্সি পেয়ার অন্তর্ভুক্ত।
- Commodities: প্রাকৃতিক যত খনিজ রয়েছে সেগুলো এর অন্তর্ভুক্ত।
- Indicies: বিভিন্ন ধরনের ইনডেক্স এর অন্তর্ভুক্ত।
- CFD Trading: বিভিন্ন দেশের স্টক মার্কেটের অন্তর্ভুক্ত প্রতিষ্ঠানগুলো এর অন্তর্ভুক্ত।
অনেক প্রফেশনাল লেভেল এর ট্রেডাররা এই গোল্ডে ট্রেড করে থাকেন। কেননা এটি চাইলে কোনও দেশের ব্যাংক কিংবা অর্থনৈতিক প্রতিষ্ঠান তৈরি করতে পারবেনা। যেমনঃ কারেন্সি চাইলে যেকোনো দেশের কেন্দ্রীয় ব্যাংক নতুন করে যত ইচ্ছা ছাপাতে পারে। কিন্তু গোল্ড এর ক্ষেত্রে সবাই অসহায়।
মুলবান এই ধাতুতে বিনিয়োগ করার কিছু অসুবিধাও রয়েছে। এর মধ্যে অন্যতম হচ্ছে, গোল্ড নিজে কোনও প্রফিট, বোনাস কিংবা লভ্যাংশ প্রদান করেনা। যেমন, যদি আপনি ফেইসবুক প্রতিষ্ঠানের শেয়ার ক্রয় করেন তাহলে একটি নির্দিষ্ট সময় পর, আপনি রয়্যালিটি বোনাস, ডিভিডেন্ট, ইত্যাদি পাবেন। যদি শেয়ার এর ভ্যালু কমে যায় তারপরও।
কিন্তু গোল্ড এর ক্ষেত্রে এটির প্রাইস কিংবা মুল্য ছাড়া আর কোনও অতিরিক্ত কোনও সুবিধা প্রদান করেনা।
একটি বিষয় সবসময়ই মনে রাখবেন, Gold এর মুল্য নির্ধারণ হয় মার্কেটে বিদ্যমান Supply and Demand এর উপরে। অর্থাৎ, যদি চাহিদা বেশী থাকলে তাহলে মুল্য বেশী হয়। অন্যদিকে, যদি চাহিদা কমে যায় তাহলে ভ্যালু কমে আসবে।
যারা গোল্ড ট্রেড করতে আগ্রহী তাদের জন্য, আমাদের এনালাইসিস অংশে নিয়মিত আপডেট প্রদান করা হয়। এই এনালাইসিসগুলো এন্ট্রি গ্রহন এবং বুঝতে আপনাকে সহায়তা করবে বলে আশা করি। এর জন্য Gold Analysis অংশে দেখুন।
আর একটি বিষয় মনে রাখবেন, যেহেতু গোল্ড সাধারন কারেন্সি ট্রেডিং এর মতন না যার কারনে, সকল ব্রোকারে গোল্ড এর ট্রেডিং এর জন্য কিছু না কিছু শর্ত থাকে। আমাদের অভিজ্ঞতা অনুসারে গোল্ড ট্রেডিং এর জন্য সবথেকে আদর্শ হচ্ছে এক্সনেস ব্রোকার। এই ব্রোকারের লিভারেজ এর সুবিধা বেশী এবং আপনি কম ব্যালেন্স ডিপোজিট এর মাধ্যমেও ট্রেড করতে পারবেন।
আশা করি আর্টিকেলটি আপনার ভালো লেগেছে। এই আর্টিকেল সম্পর্কিত বিশেষ কোনও প্রশ্ন থাকলে আমাদের জানাতে পারেন কিংবা নিচে কমেন্ট করতে পারেন। প্রতিদিনের আপডেট ইমেইল এর মাধ্যমে গ্রহনের জন্য, নিউজলেটার সাবস্ক্রাইব করে নিতে পারেন। গুরুত্বপূর্ণ বিষয়গুলো টিউটোরিয়াল দেখার জন্য অনুগ্রহ করে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এছাড়াও, যুক্ত হতে পারেন আমাদের ফেইসবুক এবং টেলিগ্রাম চ্যানেলে। এছারাও ট্রেড শিখার জন্য জন্য আমাদের রয়েছে বিশেষায়িত অনলাইন ট্রেনিং পোর্টাল।















































