October 13, 2022
প্রত্যাশিত পড়ার সময়: 1 মিনিট
আর্টিকেল এর বিষয়সমুহ
Account Balance কি?
একাউন্ট ব্যালেন্স হচ্ছে, আপনার ট্রেডিং একাউন্টে কি পরিমাণ ফান্ড বিদ্যমান রয়েছে সেটির পরিমাণকে বলা হয় ব্যালেন্স। যেমন ধরুন আপনার ট্রেডিং একাউন্টে আপনি ১০০ ডলার পরিমাণ ডিপোজিট করলেন সেক্ষেত্রে আপনার ট্রেডিং একাউন্ট এর ব্যালেন্স এর পরিমাণ হবে ১০০ ডলার।
এর সাথে আপনি নতুন কোনও ট্রেড যদি লসে ক্লোজ করেন কিংবা প্রফিটে ক্লোজ করেন তাহলে সেটি স্বয়ংক্রিয় সিস্টেমে আপনার ট্রেডিং একাউন্ট এর ব্যালেন্স থেকে কেটে নেয়া হবে কিংবা যোগ করা হবে। যেমন ধরুন,
আপনি ১০ ডলার প্রফিট কোনও এন্ট্রি ক্লোজ করলেন, তাহলে আপনার একাউন্ট ব্যালেন্স এর পরিমাণ হবে ডিপোজিট এর ১০০ ডলার + প্রফিট এর ১০ ডলার অর্থাৎ, সর্বমোট ১১০ ডলার।
অন্যদিকে যদি,
আপনি কোনও ট্রেন্ডে ১০ ডলার লসে কোনও এন্ট্রি ক্লোজ করেন তাহলে আপনার একাউন্ট এর বিদ্যমান ব্যালেন্স থেকে সেই পরিমাণ অর্থ কেটে নিয়ে আপনার একাউন্টে প্রদর্শন করবে। অর্থাৎ, তখন ক্যালকুলেশনটি হবে অনেকটা দেখতে এরকম-
আপনি ১০ ডলার লসে কোনও এন্ট্রি ক্লোজ করলেন, তাহলে আপনার একাউন্ট ব্যালেন্স এর পরিমাণ হবে ডিপোজিট এর ১০০ ডলার – লস এর ১০ ডলার অর্থাৎ, সর্বমোট ৯০ ডলার।
একাউন্ট ব্যালেন্স এর বিস্তারিত তথ্যঅমুহ সম্পর্কে জানার জন্য অনুগ্রহ করে এই আর্টিকেলটি দেখে নিতে পারেন। রেফারেন্স লিংক
আশা করি আর্টিকেলটি আপনার ভালো লেগেছে। এই আর্টিকেল সম্পর্কিত বিশেষ কোনও প্রশ্ন থাকলে আমাদের জানাতে পারেন কিংবা নিচে কমেন্ট করতে পারেন। প্রতিদিনের আপডেট ইমেইল এর মাধ্যমে গ্রহনের জন্য, নিউজলেটার সাবস্ক্রাইব করে নিতে পারেন। গুরুত্বপূর্ণ বিষয়গুলো টিউটোরিয়াল দেখার জন্য অনুগ্রহ করে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এছাড়াও, যুক্ত হতে পারেন আমাদের ফেইসবুক এবং টেলিগ্রাম চ্যানেলে। এছারাও ট্রেড শিখার জন্য জন্য আমাদের রয়েছে বিশেষায়িত অনলাইন ট্রেনিং পোর্টাল।
Views: 442















































