9সারমর্ম

আমরা এখানে সে সকল কারেন্সি পেয়ারগুলোর তথ্যাদি উল্লেখ করেছি যেগুলোর নিয়মিত এনালাইসিস আমাদের ওয়েবসাইট এর এনালাইসিস অংশে প্রদান করা হয়েছিল। শুধুমাত্র যেসকল মাসে এই এনালাইসিস প্রকাশ হয়েছে এবং সেগুলো যে পর্যন্ত আমাদের এন্ট্রি এবং প্রফিট লেভেল স্পর্শ করেছে সেই হিসাব আলাদা আলাদা করে এখানে প্রদত্ত আছে। তথ্যগুলো আমরা চেষ্টা করেছি নির্ভুল ভাবে আপনাদের সামনে উপস্থাপন করার। এই এনালাইসিসগুলো সম্পর্কে বিস্তারিত তথ্য জানার জন্য অনুগ্রহ করে Forex Analysis অংশে বিস্তারিত খুজে দেখুন।
বিগত বছর আমাদের জন্য ছিল আশীর্বাদ স্বরূপ কেননা এই বছর আমাদের ৪ মেজর কারেন্সি পেয়ার এর এনালাইসিস মোতাবেক প্রাপ্ত প্রফিটেবল পিপ্স এর সংখ্যা প্রায় ৪১৬০ সেই সাথে Gold এর এনালাইসিস এর হিসাবে প্রফিটেবল ডলার এর সংখ্যা প্রায় ৩১৩ ডলার। সবমিলিয়ে শুধুমাত্র কারেন্সি পেয়ারসমুহের থাকে প্রাপ্ত পিপ্স এর এভারেজ যদি প্রতি মাসে হিসাব করি তাহলে যার পরিমান দারায় – ৩৪৭ পিপ্স এর মতন।
বছরের সর্বমোট প্রফিটেবল পিপ্স এর সংখ্যা ৪১৬০
যারা নিয়মিত আমদের প্রকাশিত এনালাইসিস দেখছেন এবং সেই মোতাবেক ট্রেড করছেন আশা করছি বিগত বছরে বেশ ভালো প্রফিট করতে পেরেছেন। এবং বিদ্যমান বছরে আমাদের টার্গেট থাকবে এই রেশিও বজায় রেখে আরও ভালো করে ট্রেড করা। আমরা জানি, অনেকেই আছেন যাদের রিয়েল ট্রেড এর পারফর্মেন্স তেমন ভালো না কিংবা বিগত বছর তেমন ভালো যায়নি। তাদের জন্য পরামর্শ হচ্ছে, আপনি কেন লস করছেন সেটিকে প্রথমে খুজে বের করার চেষ্টা করুন। কেননা আমরা বিশ্বাস করি “ট্রেড করতে হলে লস থেকেই শিখতে হবে আপনাকে” ।
আশা করি আর্টিকেলটি আপনার ভালো লেগেছে। এই আর্টিকেল সম্পর্কিত বিশেষ কোনও প্রশ্ন থাকলে আমাদের জানতে পারেন কিংবা নিচে কমেন্ট করতে পারেন। প্রতিদিনের আপডেট ইমেইল এর মাধ্যমে গ্রহনের জন্য, নিউজলেটার সাবস্ক্রাইব করে নিতে পারেন। এছারাও যুক্ত হতে পারেন আমাদের ফেইসবুক এবং কমিউনিটি পোর্টালে। সেই সাথে রয়েছে আমাদের ভিডিও ট্রেনিং লাইব্রেরী। এছারাও ট্রেড শিখার জন্য জন্য আমাদের রয়েছে অনলাইন ট্রেনিং পোর্টাল।