ফরেক্স- ডলার গত ৬ মাসের নিম্নমুখী প্রবণতা থেকে বের হয়ে আসা শুরু করেছে

0
154

Forex Bangla News- Dollar, সোমবার অন্যান্য প্রধান প্রধান কারেন্সি এর বিপরীতে কিছুটা শক্তিশালী হয়েছে।

U.S. dollar Index, যেটা U.S. dollar এর শক্তির নির্ণায়ক হিসাবে কাজ করে,অন্যান্য প্রধান প্রধান কারেন্সি এর বিপরীতে কিছুটা শক্তিশালী হয়েছে। এই ইনডেক্স গত শুক্রবারের লো 96.97 থেকে বের হয়ে 0.29% বেড়ে 97.28 আছে যেটা গত November 9 তারিখে সবচেয়ে কম ছিল।

ট্র্যাম্প প্রশাসনের রাজনৈতিক অস্থিরতা, Russia এর U.S. প্রেসিডেন্ট নির্বাচনের উপর হস্তক্ষেপ, FBI প্রধানের চাকরীচ্যুত হওয়া সব মিলিয়ে dollar index প্রায় 6 Month লো 96.97 স্পর্শ করে।

euro এই সপ্তাহের শুরুতে dollar এর বিপরীতে কিছুটা লো তে রয়েছে। EUR/USD, গত 6 Month হাই 1.1211 থেকে প্রায় 0.29% নিচে নেমে 1.1174 অবস্থান করছে। বিনিয়োগকারীরা Euro থেকে তাদের মনোযোগ স্থানান্তরিত করতে শুরু করেছেন। এই সপ্তাহে Federal Reserve System এর Monetary Policy Meeting এর উপর তারা খুব বেশী লক্ষ্য রাখবেন।

নিরাপদ কারেন্সি হিসাবে পরিচিত Yen এর বিপরীতে Dollar কিছুটা বেড়ে 111.23 অবস্থান করছে।

Pound, Dollar এর বিপরীতে নিম্নমুখী রয়েছে কিছুটা যেখানে GBP/USD, 0.45% নেমে 1.2976 অবস্থান করছে।


আশা করি আর্টিকেলটি আপনার ভালো লেগেছে। এই আর্টিকেল সম্পর্কিত বিশেষ কোনও প্রশ্ন থাকলে আমাদের জানাতে পারেন কিংবা নিচে কমেন্ট করতে পারেন। প্রতিদিনের আপডেট ইমেইল এর মাধ্যমে গ্রহনের জন্য, নিউজলেটার সাবস্ক্রাইব করে নিতে পারেন। গুরুত্বপূর্ণ বিষয়গুলো টিউটোরিয়াল দেখার জন্য অনুগ্রহ করে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এছাড়াও, যুক্ত হতে পারেন আমাদের ফেইসবুক এবং টেলিগ্রাম চ্যানেলে। এছারাও ট্রেড শিখার জন্য জন্য আমাদের রয়েছে বিশেষায়িত অনলাইন ট্রেনিং পোর্টাল।

কপি করুন আমাদের এক্সপার্টদের ট্রেড। জানুন বিস্তারিত

কমেন্ট/প্রশ্ন করুন

Please enter your comment!
Please enter your name here