EURUSD টেকনিক্যাল এনালাইসিস মার্চ – ১১

0
125
EURUSD Technical Analysis For March 11, 2019
EURUSD Technical Analysis For March 11, 2019

FXBangladesh.com – গত বেছকিছুদিন ধরে মেজর কারেন্সি পেয়ার EUR/USD প্রাইস চার্টে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ মুভমেন্ট লক্ষ্য করছি একটু বড় টাইমফ্রেম অনুযায়ী একটি নির্দিষ্ট রেঞ্জ এর মধ্যে বিদ্যমান। এদিকে প্রাইস, ক্রমশ লোয়ার হাই (Lower high) তৈরি করে চলেছে জা আমাদের একটি স্পষ্ট ডাউনট্রেন্ড এর নির্দেশক হিসাবে কাজ করে। আমাদের সর্বশেষ এনালাইসিস অনুযায়ী, কারেন্সি পেয়ার এখন পর্যন্ত তার ডাউনট্রেন্ড ধরে রেখেছিল এবং আমাদের সম্ভাব্য প্রফিট টার্গেট লেভেল স্পর্শ করে।

কারেন্সি পেয়ারটি বর্তমানে একটি বিদ্যমান ডাউনচ্যানেল এর রেঞ্জ এর মধ্যে অবস্থান করছে এবং গত সপ্তাহের শুক্রবার প্রাইস, চ্যানেল এর নিচের লাইন (সাপোর্ট) লেভেলকে স্পর্শ করে পুনরায় চ্যানেল এর উপরের লাইন (রেসিস্টেন্স) এর দিকে ক্রমশ অগ্রসর হচ্ছে। অনুগ্রহ করে নিচের চার্টটি একটু ভাল করে লক্ষ্য করুন –

EURUSD Technical Analysis For March11, 2019 - Price Remains in the Descending Channel According to Daily Timeframe

উপরের H4 টাইমফ্রেমের চার্টে, EUR/USD কারেন্সি পেয়ারের বর্তমান অবস্থান। আমাদের সর্বশেষ এনালাইসিস অনুযায়ী প্রাইস ইতিমধ্যেই আমাদের প্রফিট টার্গেট লেভেল স্পর্শ করেছে এবং বর্তমানে এটি ক্রমশ লোয়ার হাই এবং লোয়ার লো তৈরি করছে যা একটি স্পষ্ট ডাউনট্রেন্ড এর নির্দেশ করে। প্রাইস বর্তমানে একটি নির্দিষ্ট চ্যানেল এর রেঞ্জ, 1.1390 – 1.1190 এর মধ্যে অবস্থান করছে।

চ্যানেল এর সুত্র অনুযায়ী আমরা জানি, প্রাইস সবসময় বিদ্যমান চ্যানেল এর উপরের লাইন (রেসিস্টেন্স) এবং চ্যানেল এর নিচের লাইন (সাপোর্ট) এর মধ্যে ক্রমশ বাউন্ড করতে থাকে। সুতরাং, এই মুহূর্তে এই লেভেল দুইটি ট্রেড করার জন্য আদর্শ। অর্থাৎ, প্রাইস যখন চ্যানেল এর রেসিস্টেন্স লেভেল এর কাছাকাছি চলে আসবে তখন আমরা SELL এন্ট্রি গ্রহন করবো এবং যখন প্রাইস চ্যানেল এর সাপোর্ট লেভেল এর কাছাকাছি চলে আসবে তখন আমরা BUY এন্ট্রি গ্রহন করবো। বিদ্যমান এই এনালাইসিস ততক্ষণ পর্যন্ত সক্রিয় থাকবে যতক্ষণ পর্যন্ত প্রাইস এই লেভেলটি দুইটিকে ব্রেক করতে সক্ষম না হয়।

ট্রেডিং পরামর্শ – 

  • যাদের বিদ্যমান কোনও ধরনের SELL এন্ট্রি রয়েছে, তারা অনুগ্রহ করে এন্ট্রি ক্লোজ করে বের হয়ে যেতে পারেন।
  • নতুন করে BUY এন্ট্রি গ্রহন করা যেতে পারে তবে সেক্ষেত্রে স্টপলস অর্ডার হবে, চ্যানেল এর সাপোর্ট লেভেল এর নিচে। অর্থাৎ, 1.1166 এর কাছাকাছি।
  • নতুন করে SELL এন্ট্রির টার্গেট জোন হচ্ছে, 1.1360 – 1.1370 এর কাছাকাছি।

ঝুঁকি সতর্কতা 

ফরেক্স ট্রেডিং একটি ঝুঁকিপূর্ণ বিনিয়োগ মাধ্যম। প্রকাশিত এই এনালাইসিস শুধুমাত্র আপনাকে মার্কেটের বিদ্যমান একটি ধারণা প্রদানের জন্য দেয়া হয়েছে। শুধুমাত্র, এই এনালাইসিস এর উপর ভিত্তি করেই কোনও ধরনের ট্রেডে এন্ট্রি গ্রহন করা থেকে বিরত থাকুন। আপনার কোনও ধরনের লস/ক্ষতির দায়ভার FX Bangladesh গ্রহন করবে না। বিস্তারিত জানার জন্য অনুগ্রহ করে আমাদের Risk Warning আর্টিকেলটি পড়ে নিন।

 

আশা করি এই আর্টিকেলটি আপনার ভালো লেগেছে।
সম্পূর্ণ নতুন করে তৈরি আমাদের অনলাইন ট্রেনিং প্রোগ্রামে এখনই রেজিস্ট্রেশন করুন। ফরেক্স মার্কেট সম্পর্কিত যেকোনো তথ্য আমাদের Facebook, YouTube এবং Forum থেকে জানুন।
গুরুত্বপূর্ণ সব আপডেট পেতে সাবস্ক্রাইব করুন।

 

কমেন্ট/প্রশ্ন করুন

Please enter your comment!
Please enter your name here