EURUSD টেকনিক্যাল এনালাইসিস -May 9, 2022

0
315
EURUSD Technical Analysis - May 9, 2022

FXBangladesh.com – এনালাইসিস শুরু করার পূর্বে চলুন, প্রথমে ট্রেডিং চার্ট দেখে নেয়া যাক। নিচের চার্টটি EUR/USD কারেন্সি পেয়ারের H4 টাইমফ্রেমের রিয়েল টাইম ট্রেডিং চার্ট।

উপরের প্রদর্শিত H4 টাইমফ্রেমের ট্রেডিং চার্টটির দিকে যদি ভালো করে লক্ষ্য করেন, তাহলে দেখতে পাবেন কারেন্সি পেয়ারটির প্রাইস একটি নির্দিষ্ট সাপোর্ট লেভেলের উপরে অবস্থান করছে। মূলত এপ্রিল মাসের শেষ দিকে থেকে এখন পর্যন্ত প্রাইসের তেমন কোনও বিশেষ মুভমেন্ট লক্ষ্য করা যায়নি যার ফলে এখানে আমার একটি শক্তিশালী সাপোর্ট লেভেলের 1.0487 উপস্থিতি দেখতে পাচ্ছি, যেখানে প্রাইস ইতিমধ্যেই একাধিকবার স্পর্শ করে পুনরায় উপরের দিকে বাউন্স করে ফিরে গেছে। অর্থাৎ, ধরে নিতে পারি বিদ্যমান এই সাপোর্ট লেভেলটি অনেকবেশী শক্তিশালী।

যেহেতু বিদ্যমান অবস্থা বিবেচনা করে প্রাইসের তেমন কোনও মুভমেন্ট নেই তাই নতুন করে এন্ট্রি পজিশন গ্রহন করারও কোনও স্থান নেই। তবে যদি প্রাইস এই সাপোর্ট লেভেলটিকে ব্রেকআউট করতে সক্ষম হয় তাহলে ধরে নিতে পারি, প্রাইসের ডাউনট্রেন্ডের শক্তি আরও বৃদ্ধি পাবে।

ট্রেডিং পরামর্শ –

  • H4 টাইমফ্রেম এর জন্য এনালাইসিসটি প্রদান করা হয়েছে।
  • নতুন করে কোনও Buy কিংবা Sell এন্ট্রি গ্রহন করা থেকে বিরত থাকুন।
  • প্রাইসের এই অবস্থায় নতুন করে SELL এন্ট্রি গ্রহন করার পরামর্শ দিচ্ছি না। তবে যাদের Sell এন্ট্রির প্রফিট রয়েছে তারা সেগুলো ক্লোজ করে প্রফিট গ্রহন করে ফেলাই হবে বুদ্ধিমানের কাজ।
  • নতুন করে Buy এন্ট্রি গ্রহন করার জন্য আমাদের আরও বেশ কয়েকদিন ধৈর্য নিয়ে অপেক্ষা করতে হবে।
  • প্রাইস যদি সাপোর্ট লেভেলের 1.0487 ব্রেক করতে সক্ষম হয় তাহলে ব্রেকআউট কৌশল হিসাবে নতুন করে SELL এন্ট্রি গ্রহন করা যেতে পারে।
ফরেক্স ট্রেডিং একটি ঝুঁকিপূর্ণ বিনিয়োগ মাধ্যম। প্রকাশিত এই এনালাইসিস শুধুমাত্র আপনাকে মার্কেটের বিদ্যমান একটি ধারণা প্রদানের জন্য দেয়া হয়েছে। শুধুমাত্র, এই এনালাইসিস এর উপর ভিত্তি করেই কোনও ধরনের ট্রেডে এন্ট্রি গ্রহন করা থেকে বিরত থাকুন। আপনার কোনও ধরনের লস/ক্ষতির দায়ভার FX Bangladesh গ্রহন করবে না। বিস্তারিত জানার জন্য অনুগ্রহ করে আমাদের Risk Warning আর্টিকেলটি পড়ে নিন।

আশা করি আর্টিকেলটি আপনার ভালো লেগেছে। এই আর্টিকেল সম্পর্কিত বিশেষ কোনও প্রশ্ন থাকলে আমাদের জানাতে পারেন কিংবা নিচে কমেন্ট করতে পারেন। প্রতিদিনের আপডেট ইমেইল এর মাধ্যমে গ্রহনের জন্য, নিউজলেটার সাবস্ক্রাইব করে নিতে পারেন। গুরুত্বপূর্ণ বিষয়গুলো টিউটোরিয়াল দেখার জন্য অনুগ্রহ করে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এছাড়াও, যুক্ত হতে পারেন আমাদের ফেইসবুক এবং টেলিগ্রাম চ্যানেলে। এছারাও ট্রেড শিখার জন্য জন্য আমাদের রয়েছে বিশেষায়িত অনলাইন ট্রেনিং পোর্টাল।

কপি করুন আমাদের এক্সপার্টদের ট্রেড। জানুন বিস্তারিত

কমেন্ট/প্রশ্ন করুন

Please enter your comment!
Please enter your name here