IC Markets ব্রোকার কি ভারতে বৈধ?

0
32

IC Markets ব্রোকার কি ভারতে বৈধ? – কোনও রিটেইল ফরেক্স ব্রোকার ভারতে অনুমোদিত এবং আইনতভাবে নিবন্ধিত নয়। সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া (SEBI) এর তথ্য অনুসারে, কোনও ফরেক্স ব্রোকারের ভারতীয় নাগরিকদের গ্রাহক হিসাবে গ্রহণ করতে অনুমোদন এর কোনও প্রয়োজন নেই।

তবে, ভারতে বসবাসরত যেকোনও নাগরিক আইসি মার্কেটস ব্রোকারে ট্রেডিং অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন এবং ট্রেডিং সেবা ব্যবহারে কোনও সমস্যা নেই।

এই সম্পর্কিত আরও বিস্তারিত তথ্য জানতে পারবেন ব্রোকারের অফিসিয়াল ওয়েবসাইট থেকে – www.icmarkets.com

আইসি মার্কেটস মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, ইস্রায়েল, নিউজিল্যান্ড, জাপান এবং ইসলামী প্রজাতন্ত্রের ইরানের বসবাসরত নাগরিকদের কাছ থেকে রেজিস্ট্রেশন এবং ট্রেডিং গ্রহন করেননা। অর্থাৎ, এই দেশগুলোর নাগরিকরা এই ব্রোকারের সেবা ব্যবহার করতে পারবেন না। অন্যদিকে এই দেশগুলো ব্যাতিত অন্য যেকোনো দেশের নাগরিকরা আইসি মার্কেট ব্রোকারে ট্রেডিং এর সুবিধা পাবেন।
এই ব্রোকার সম্পর্কে যদি কোনও কোনও কিছু জানার থাকে তাহলে অনুগ্রহ করে ওয়েবসাইটের ICMarkets সেকশনে দেখে নিতে পারেন। এছাড়াও, এই ব্রোকার সংক্রান্ত বিভিন্ন প্রশ্নের উত্তর জানার জন্য চাইলে দেখে নিতে পারেন ICMarkets FAQ সেকশনে।

আশা করি আর্টিকেলটি আপনার ভালো লেগেছে। এই আর্টিকেল সম্পর্কিত বিশেষ কোনও প্রশ্ন থাকলে আমাদের জানাতে পারেন কিংবা নিচে কমেন্ট করতে পারেন। প্রতিদিনের আপডেট ইমেইল এর মাধ্যমে গ্রহনের জন্য, নিউজলেটার সাবস্ক্রাইব করে নিতে পারেন। গুরুত্বপূর্ণ বিষয়গুলো টিউটোরিয়াল দেখার জন্য অনুগ্রহ করে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এছাড়াও, যুক্ত হতে পারেন আমাদের ফেইসবুক এবং টেলিগ্রাম চ্যানেলে। এছারাও ট্রেড শিখার জন্য জন্য আমাদের রয়েছে বিশেষায়িত অনলাইন ট্রেনিং পোর্টাল।

কপি করুন আমাদের এক্সপার্টদের ট্রেড। জানুন বিস্তারিত

পূর্বের আর্টিকেলIC Markets ব্রোকারের অফিস কোথায়?
পরবর্তী আর্টিকেলIC Markets কি ধরনের ব্রোকার?
নতুনদের ফরেক্স ট্রেডিং সংক্রান্ত সকল ধরণের সহায়তা করার জন্য ,ফরেক্স বাংলাদেশ কাজ করে যাচ্ছে। ইতিমধ্যেই আমরা প্রায় ২২০০+ অধিক ট্রেডারকে, ফরেক্স ট্রেডিং সংক্রান্ত সঠিক দিক নির্দেশনা প্রদান করে আসছি এবং আমাদের এই অগ্রযাত্রা অব্যাহত থাকবে বলে আশা করি। ফরেক্স ট্রেডিং সংক্রান্ত আপনার যেকোনো সহায়তার জন্য আমাদের সাথে যোগাযোগ করুন। ধন্যবাদ ।