Copy Trading

4
1326
Forex Copy Trading

Forex Copy Trading – ফরেক্স ট্রেডিং বিষয়ে সহায়তার জন্য আমরা কাজ করছি বিগত ৫ বছর ধরে। পর্যায়ক্রমে, আপনাদের ট্রেডিং সম্পর্কিত সহায়তা প্রদান করার জন্য, আমাদের রয়েছে অনলাইন ট্রেনিং, নিউজ এবং সবশেষে আমরা যুক্ত করেছি এনালাইসিস এর সেবা যেগুলো ব্যবহার করার মাধ্যমে আপনারা ফরেক্স ট্রেডিং করতে এবং সেটি শিখতে পারেন।

আমাদের প্রকাশিত এনালাইসিসগুলোর ব্যবহার করার মাধ্যমে বিভিন্ন কারেন্সি পেয়ার এর সম্ভাব্য মুভমেন্ট সম্পর্কে আমাদের এক্সপার্ট ট্রেডাররা বিভিন্ন ধরনের প্রদান করে থাকেন যা মাধ্যমে আপনি নিজ ট্রেডিং সেটাপ এর সাথে মিলিয়ে রিয়েল ট্রেডিং এর জন্য এন্ট্রি গ্রহন করে নিতে পারবেন।

তারপরও অনেকেই আমাদের কাছে জানতে চেয়েছেন আমাদের ফান্ড ম্যানেজমেন্ট এর কোনও সুবিধা রয়েছে কিনা? আসলে এই ধরনের কোনও সেবা আমরা এখন পর্যন্ত প্রদান করি না। অর্থাৎ, ট্রেড আপনি নিজে করবেন আমরা শুধুমাত্র সেটির জন্য সার্বিক সহায়তা প্রদান করবো। এর ধারাবাহিকতায়, আমরা নতুন করে শুরু করতে যাচ্ছি, Copy Trading এর সেবা।

Forex Copy Trading কি? 

অনেকেই আছেন, অনেকদিন ধরে ট্রেড করছেন কিন্তু সঠিকভাবে প্রফিট কিংবা এন্ট্রি গ্রহন করতে পারেন না। কিংবা বেশকিছু কারনে প্রফিট করতে পারছেন না। লস করেই যাচ্ছেন। এই ধরনের ট্রেডারদের সহায়তা করার জন্যই আমাদের এই বিশেষ কপি ট্রেডিং সার্ভিস যার মাধ্যমে আমাদের সাথে সংযুক্ত প্রফেশনাল ট্রেডারদের ট্রেড সরাসরি আপনি কপি করার সুবিধা পাবেন। অর্থাৎ, আমাদের সাথে যুক্ত যেই ট্রেডাররা রয়েছেন, তারা ট্রেড করবেন নিজ নিজ ট্রেডিং একাউণ্টে এবং সেটি স্বয়ংক্রিয়ভাবে আপনার ট্রেডিং একাউণ্টে কপি হয়ে যাবে। এতে করে, আপনার নিজ থেকে এন্ট্রি গ্রহন এবং সেটিকে ক্লোজ করার প্রয়োজন হবে না। আপনি শুধু নিজ ট্রেডিং একাউন্ট মনিটরিং করবেন।

Forex Copy Trading কাদের জন্য?

যারা অনেকদিন ধরে রিয়েল ট্রেডিং এর সাথে জড়িত কিন্তু ভালো করে প্রফিট করতে পারছেন না কিংবা অনেকবেশী পরিমাণ লস করে ফেলেছেন মুলত তাদের জন্যই আমাদের এই কপি ট্রেডিং এর ব্যবস্থা। আমাদের এই সেবার মুল উদ্দেশ্য হচ্ছে, আপনার বিগত লস সমহু থেকে যদি কিছু পরিমাণও রিকভার করা যায় সেটিই হবে আপানার জন্য প্রফিট।

যারা ট্রেড বর্তমান শিখছেন কিংবা রিয়েল ট্রেডিং শুরু করতে যাচ্ছেন তাদের জন্য এই সেবাটি প্রযোজ্য হবে না কেননা, ট্রেড নিজে যতদিন না করবেন কিংবা শিখবেন ততদিন পর্যন্ত এই ধরনের সেবা ব্যবহার না করাই ভালো।

Forex Copy Trading ফি কিংবা চার্জ

আমাদের অন্যান্য সেবার মতন এটির ক্ষেত্রেও বিশেষ কোনও চার্জ কিংবা ফি নেই। স্বয়ংক্রিয়ভাবে আপনি ব্রোকারের প্যানেলে রেজিস্ট্রেশন, ফান্ড ডিপোজিট এবং কপি ট্রেডিং সেবাটি গ্রহন করার সুবিধা পাবেন। অর্থাৎ, আপনাকে নিজ থেকে কিছুই করতে হবে না।

রেজিস্ট্রেশন প্রক্রিয়া

এই সেবাটি আমরা শুরু করতে যাচ্ছি জনপ্রিয় ব্রোকার এক্সনেস এর সাথে যার কারনে আপনাকেও কপি ট্রেডিং সেবা ব্যবহার করার জন্য এই ব্রোকারে একটি ট্রেডিং একাউন্ট রেজিস্টার করে নিতে হবে এবং সেটিকে ভেরিফাই করে নিতে হবে। যারা অন্য ব্রোকারে বর্তমানে ট্রেড করছেন কিংবা এই ব্রোকারে ট্রেড শুরু করতে এই ব্রোকারে আগ্রহী নন, তাদের জন্য এই সেবাটি প্রযোজ্য হবে না।

এর জন্য আপনাকে প্রথমে আমাদের কপি ট্রেডিং সিস্টেমে আবেদন করতে হবে এবং এর পর সেই আবেদন এর ভিত্তিতে আমাদের ট্রেডিং ডেস্ক টীম ৫০ জনকে নির্বাচন করবেন। প্রাথমিকভাবে শুধুমাত্র ৫০ জন ট্রেডার এই কপি ট্রেডিং অংশগ্রহন করার সুবিধা পাবেন। রেজিস্ট্রেশন এর জন্য নিচের লিংক থেকে ফর্মটি পূরণ করুন এবং আমাদের ইমেইল এর জন্য অপেক্ষা করুন। পরবর্তী নির্দেশনা ইমেইল এর মাধ্যমে জানিয়ে দেয়া হবে।

কপি ট্রেডিং ফর্ম

উপরের উল্লেখিত বাটনে ক্লিক করার পর, আপনার সামনে একটি ফর্ম আসবে সেটি সঠিকভাবে পূরণ করে সাবমিট করে দিন এবং আমাদের ইমেইল এর জন্য অপেক্ষা করতে থাকুন।

শর্তাবলী

  • Forex Copy Trading এর সেবার জন্য অবশ্যই আপনাকে এক্সনেস ব্রোকারে রেজিস্ট্রেশন করে নিতে হবে। সেবাটি অন্য কোনও ব্রোকারে পাওয়া যাবে না। ট্রেডিং একাউন্ট রেজিস্ট্রেশন করার জন্য এই লিংক ক্লিক করে আপনার ইমেইল আইডি এবং তথ্য ব্যবহার করে একাউন্ট খুলে নিন। লিংক – www.exness.com
  • এরপর নিজের যাবতীয় সকল তথ্য ব্যবহার করে আপনার একাউন্টেকে সম্পূর্ণরূপে ভেরিফাই করে নিন। একাউন্ট ভেরিফাই সম্পূর্ণভাবে না করলে ফান্ড ডিপোজিট এবং উত্তোলনে সমস্যায় পড়তে পারেন। বিস্তারিত প্রক্রিয়া জানুন – Exness Verification আর্টিকেল থেকে।
  • কপি ট্রেডিং এর জন্য আপনাকে ২০০ ডলার পরিমাণ এমাউন্ট ডিপোজিট করতে হবে। নতুবা আপনি আমাদের এই সেবাতে অংশ নিতে পারবেন না। এই পরিমাণ এমাউন্ট ট্রেডিং এর জন্য জরুরী অন্যথায়, একাউন্ট স্টপ-আউট হয়ে যেতে পারে। ফান্ড ডিপোজিট এর জন্য আমাদের পরামর্শ হচ্ছে স্ক্রিল পেমেন্ট সিস্টেম ব্যবহার করার। কেননা এটি নির্ভরযোগ্য এবং বাংলাদেশ সরকার এবং কেন্দ্রীয় ব্যাংক এর মাধ্যমে অনুমদিত। বিস্তারিত জানুন – www.skrill.com
  • ট্রেডিং একাউন্ট রেজিস্টার করার পর, আপনার ট্রেডিং আইডি আমাদের ইমেইল করে জানবেন যাতে করে, সেটিকে আমাদের কপি ট্রেডিং এর সাথে সংযুক্ত করা যায়। এর জন্য ইমেইল করবেন [email protected] এই আইডিতে।
  • যাদের রিয়েল ট্রেডিং এর পূর্বের অভিজ্ঞতা রয়েছে শুধুমাত্র তারাই এই কপি ট্রেডিং ব্যবহার করা সুবিধা পাবেন। নতুনদের জন্য এই সেবা নয়। মুলত যারা পূর্বে লস করেছেন তাদের সহায়তা করার লক্ষেই এমন ৫০ জন ট্রেডার নিয়ে আমরা এই সেবাটি শুরু করবো।
  • কপি ট্রেডিং এর যাবতীয় এনালাইসিস, নিউজ এবং সিগন্যাল সমুহ ইমেইল এবং একটি প্রাইভেট গ্রুপে প্রদান করা হবে। ফলে অবশ্যই আপনাকে এই গ্রুপে যুক্ত থাকতে হবে। অনুগ্রহ করে Copy Group এর জন্য আবেদন করে নিন।
  • আরও শর্তাবলী এবং নীতিমালা সম্পর্কে জানুন এই Forex Copy Trading Terms আর্টিকেল থেকে।

আশা করি আর্টিকেলটি আপনার ভালো লেগেছে। এই আর্টিকেল সম্পর্কিত বিশেষ কোনও প্রশ্ন থাকলে আমাদের জানাতে পারেন কিংবা নিচে কমেন্ট করতে পারেন। প্রতিদিনের আপডেট ইমেইল এর মাধ্যমে গ্রহনের জন্য, নিউজলেটার সাবস্ক্রাইব করে নিতে পারেন। গুরুত্বপূর্ণ বিষয়গুলো টিউটোরিয়াল দেখার জন্য অনুগ্রহ করে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এছাড়াও, যুক্ত হতে পারেন আমাদের ফেইসবুক এবং টেলিগ্রাম চ্যানেলে। এছারাও ট্রেড শিখার জন্য জন্য আমাদের রয়েছে বিশেষায়িত অনলাইন ট্রেনিং পোর্টাল।

কপি করুন আমাদের এক্সপার্টদের ট্রেড। জানুন বিস্তারিত

4 কমেন্ট

    • Till now we do not have any specific regulations or restrictions regarding Forex or Online Trading from our Govt to our Central Bank. So, it won’t be that easy for us to tell whether Forex Trading is legal or not in our country. But we have a regulation regarding Forex Exchange Act from our Central Bank. Details can be found in our Risk Warning Section – https://fxbd.co/risk

কমেন্ট/প্রশ্ন করুন

Please enter your comment!
Please enter your name here