সপ্তাহের গুরুত্বপূর্ণ নিউজ এর তালিকাঃ ১৬- ২০ ডিসেম্বর

0
130

FXBangladesh.com – এই সপ্তাহের বেশকিছু গুরুত্বপূর্ণ নিউজ রয়েছে যার প্রভাব ফরেক্স ট্রেডের বিভিন্ন কারেন্সি পেয়ারে উপর বিদ্যমান থাকবে। আমাদের পরামর্শ অনুযায়ী, নতুন করে গৃহীত যেকোনো এন্ট্রি গ্রহন কিংবা বিদ্যমান কোনও এন্ট্রি ধরে রাখার জন্য নিম্নোক্ত নিউজগুলোর উপর সজাগ দৃষ্টি রাখার পরামর্শ প্রদান করা হচ্ছে। বিদ্যমান এই নিউজগুলোর কারনে কারেন্সি পেয়ার এর অস্বাভাবিক মুভমেন্ট লক্ষ্য করা যেতে পারে। আপনাদের সুবিধার জন্য নিম্নে এই সপ্তাহের সবচেয়ে গুরুত্বপূর্ণ নিউজগুলোর তালিকা প্রকাশ করা হল। এখানে বলে রাখা ভাল, বিদ্যমান এই নিউজ এর সময়গুলোকে বাংলাদেশ এর সময় অনুযায়ী সমন্বয় করা হয়েছে।

বি:দ্র: এই তালিকায় বিদ্যমান নিউজগুলো শুধুমাত্র গুরুত্তের দিক থেকে উপস্থাপিত হয়েছে। এই তালিকার বাইরেও আরও বেশকিছু নিউজ এর প্রকাশনা রয়েছে। সবগুলো নিউজ একই সাথে দেখার জন্য অনুগ্রহ করে আমাদের ওয়েবসাইটের নিউজ ক্যালেন্ডার দেখে নিন।

এই সপ্তাহটিকে এক কথায় নিউজ এর সপ্তাহ বলতে পারেন কেননা এই সপ্তাহের কেন্দ্রবিন্দুতে রয়েছে প্রায় সকল দেশের গুরুত্বপূর্ণ নিউজ এর প্রকাশনা। এদের মধ্যে এই সপ্তাহে সবচেয়ে বেশী মুভমেন্ট হবার সম্ভাবনা রয়েছে সকল GBP কারেন্সি পেয়ারসমুহের। এছাড়াও গত সপ্তাহের যুক্তরাজ্যের জাতীয় নির্বাচন এবং আসন্ন ব্রেক্সিট প্রক্রিয়ার কারনে আসছে বেশকিছুদিন সকল পাউন্ড এর কারেন্সি পেয়ারে মুভমেন্ট খুব বেশী থাকতে পারে।

অন্যদিকে CAD, US, AUD এর গুরুত্বপূর্ণ নিউজ এর প্রকাশনাও রয়েছে এই সপ্তাহে। সবমিলিয়ে, পুরো সপ্তাহ জুড়েই সকল USD, CAD এবং AUD এর কারেন্সি পেয়ারগুলোতে আমরা খুব বেশী পরিমাণ মুভমেন্ট দেখতে পারি। সুতরাং, উল্লেখিত পেয়ারসমুহে ট্রেড করার সময় অতিরিক্ত সতর্কতা অবলম্বনের অনুরধ থাকছে।


নতুন সেবা

FX Cloud – ফ্রি ভিডিও ট্রেনিং পোর্টাল

FX Community – ট্রেডিং কমিউনিটি

FX Community App


আশা করি আর্টিকেলটি আপনার ভালো লেগেছে। এই আর্টিকেল সম্পর্কিত বিশেষ কোনও প্রশ্ন থাকলে আমাদের জানতে পারেন কিংবা নিচে কমেন্ট করতে পারেন। প্রতিদিনের আপডেট ইমেইল এর মাধ্যমে গ্রহনের জন্য, নিউজলেটার সাবস্ক্রাইব করে নিতে পারেন। এছারাও যুক্ত হতে পারেন আমাদের ফেইসবুক এবং কমিউনিটি পোর্টালে। সেই সাথে রয়েছে আমাদের ভিডিও ট্রেনিং লাইব্রেরী। এছারাও ট্রেড শিখার জন্য জন্য আমাদের রয়েছে অনলাইন ট্রেনিং পোর্টাল।

 

কমেন্ট/প্রশ্ন করুন

Please enter your comment!
Please enter your name here