সপ্তাহের গুরুত্বপূর্ণ নিউজ এর তালিকাঃ জুন ১৭ – জুন ২১

0
170
Forex Weekly News From June 17 to June 21, 2019
Forex Weekly News From June 17 to June 21, 2019

FXBangladesh.com – এই সপ্তাহের বেশকিছু গুরুত্বপূর্ণ নিউজ রয়েছে যার প্রভাব ফরেক্স ট্রেডের বিভিন্ন কারেন্সি পেয়ারে উপর বিদ্যমান থাকবে। আমাদের পরামর্শ অনুযায়ী, নতুন করে গৃহীত যেকোনো এন্ট্রি গ্রহন কিংবা বিদ্যমান কোনও এন্ট্রি ধরে রাখার জন্য নিম্নোক্ত নিউজগুলোর উপর সজাগ দৃষ্টি রাখার পরামর্শ প্রদান করা হচ্ছে। বিদ্যমান এই নিউজগুলোর কারনে কারেন্সি পেয়ার এর অস্বাভাবিক মুভমেন্ট লক্ষ্য করা যেতে পারে। আপনাদের সুবিধার জন্য নিম্নে এই সপ্তাহের সবচেয়ে গুরুত্বপূর্ণ নিউজগুলোর তালিকা প্রকাশ করা হল। এখানে বলে রাখা ভাল, বিদ্যমান এই নিউজ এর সময়গুলোকে বাংলাদেশ এর সময় অনুযায়ী সমন্বয় করা হয়েছে।

বি:দ্র: এই তালিকায় বিদ্যমান নিউজগুলো শুধুমাত্র গুরুত্তের দিক থেকে উপস্থাপিত হয়েছে। এই তালিকার বাইরেও আরও বেশকিছু নিউজ এর প্রকাশনা রয়েছে। সবগুলো নিউজ একই সাথে দেখার জন্য অনুগ্রহ করে আমাদের ওয়েবসাইটের নিউজ ক্যালেন্ডার দেখে নিন।

এইস সপ্তাহের বেশীপরিমাণ মুভমেন্ট হবার সম্ভাবনা রয়েছে সকল USD, EUR এবং GBP কারেন্সি পেয়ারসমুহের। কেননা, এই সপ্তাহের গুরুত্বপূর্ণ সকল নিউজ এর মুলে রয়েছে US, EU, UK এবং Japan এর ইন্টারেস্ট রেট এর তথ্য প্রকাশ যার ফলে উল্লেখিত এই সকল কারেন্সি পেয়ারগুলোর মধ্যে অস্বাভাবিক মুভমেন্ট লক্ষ্য করা যেতে পারে। সুতরাং, এই সপ্তাহে ট্রেড করার জন্য একটি অতিরিক্ত সতর্কতা অবলম্বনের অনুরধ থাকছে।


নতুন সেবা: কমিউনিটি পোর্টাল

ফরেক্স ট্রেডিং, আর সহজ এবং নিজেদের জ্ঞান এর পরিধি আরও সম্প্রসারনের জন্য আমরা নিয়ে এসেছি “মেম্বারশিপ পোর্টাল” যেখানে সকল ধরনের নতুন এবং পুরাতন টেডার নিজদের মতামত, এনালাইসিস, বিভিন্ন বিষয় এর উপর আলোচনা করার মাধ্যমে একে অন্যের সাথে নিজ নিজ জ্ঞান শেয়ার করে নিতে পারবনে। অর্থাৎ, এই পোর্টাল এর মাধ্যমে আমরা চেয়েছি ফরেক্স ট্রেডিং সংক্রান্ত একটি দক্ষ ট্রেডিং কমিউনিটি তৈরি করতে যাতে করে ট্রেড সম্পর্কে জানতে এবং শিখতে আরও সহজতর হয়। ফ্রি একাউন্ট রেজিস্টার করে নিন এখনই। – ট্রেডিং কমিউনিটি


 

আশা করি এই আর্টিকেলটি আপনার ভালো লেগেছে।
সম্পূর্ণ নতুন করে তৈরি আমাদের অনলাইন ট্রেনিং প্রোগ্রামে এখনই রেজিস্ট্রেশন করুন। ফরেক্স মার্কেট সম্পর্কিত যেকোনো তথ্য আমাদের Facebook এবং Android App থেকে জানুন।
গুরুত্বপূর্ণ সব আপডেট পেতে সাবস্ক্রাইব করুন।

 

কমেন্ট/প্রশ্ন করুন

Please enter your comment!
Please enter your name here