GBPUSD টেকনিক্যাল এনালাইসিস – April 14, 2022

0
48

FXBangladesh.com – এনালাইসিসের বিস্তারিত তথ্য উপস্থাপন করার আগে প্রথমে চলুন চার্ট দেখে নেয়া যাক। নিচের চার্টটি GBP/USD কারেন্সি পেয়ারের H4 টাইমফ্রেমের রিয়েল টাইম ট্রেডিং চার্ট।

উপরের H4 টাইমফ্রেম এর চার্ট থেকে দেখতে পাচ্ছি, কারেন্সি পেয়ারটির প্রাইস ইতিমধ্যেই একটি শর্ট-টার্ম ট্রেন্ডলাইন 1.3048 লেভেল সফলভাবে ব্রেকআউট করতে সক্ষম হয়েছে এবং এরপর প্রাইস লং-টার্ম ট্রেন্ডলাইন 1.3143 প্রাইস লেভেলকে স্পর্শ করে ফিরে এসেছে।

ব্রেকআউট ট্রেডিং এর শর্ত অনুসারে, প্রাইস পুনরায় ব্রেকআউট এরিয়াতে বাউন্স করে ফিরে আসে সেই হিসাবে প্রাইস ইতিমধ্যেই 1.3029 লেভেলটিতে বাউন্স করে ফেলেছে।

ট্রেডিং পরামর্শ –

  • H4 টাইমফ্রেম এর জন্য এনালাইসিসটি প্রদান করা হয়েছে।
  • নতুন করে BUY এন্ট্রি গ্রহন করা যেতে পারে। প্রাইস এর সম্ভাব্য টার্গেট লেভেল হচ্ছে পুনরায় লং-টার্ম ট্রেন্ডলাইন অর্থাৎ, 1.3143 এর কাছাকাছি।
  • যদি কোনওভাবে প্রাইস 1.3143 লেভেলটি সফলভাবে ব্রেকআউট করতে সক্ষম হয় তাহলে বিদ্যমান ডাউনট্রেন্ড পরিবর্তিত হবার সম্ভাবনা থাকবে।
  • Buy এন্ট্রি জন্য সম্ভাব্য স্টপলস লেভেল হবে 1.2976 এর নিচে ক্যান্ডেল কোজ এবং এর অবস্থান।

ঝুঁকি সতর্কতা 

ফরেক্স ট্রেডিং একটি ঝুঁকিপূর্ণ বিনিয়োগ মাধ্যম। প্রকাশিত এই এনালাইসিস শুধুমাত্র আপনাকে মার্কেটের বিদ্যমান ধারণা প্রদানের জন্য দেয়া হয়েছে। শুধুমাত্র, এই এনালাইসিস এর উপর ভিত্তি করেই কোনও ধরনের ট্রেডে এন্ট্রি গ্রহন করা থেকে বিরত থাকুন। আপনার কোনও ধরনের লস/ক্ষতির দায়ভার FX Bangladesh গ্রহন করবে না। বিস্তারিত জানার জন্য অনুগ্রহ করে আমাদের Risk Warning আর্টিকেলটি পড়ে নিন।


আশা করি আর্টিকেলটি আপনার ভালো লেগেছে। এই আর্টিকেল সম্পর্কিত বিশেষ কোনও প্রশ্ন থাকলে আমাদের জানাতে পারেন কিংবা নিচে কমেন্ট করতে পারেন। প্রতিদিনের আপডেট ইমেইল এর মাধ্যমে গ্রহনের জন্য, নিউজলেটার সাবস্ক্রাইব করে নিতে পারেন। গুরুত্বপূর্ণ বিষয়গুলো টিউটোরিয়াল দেখার জন্য অনুগ্রহ করে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এছাড়াও, যুক্ত হতে পারেন আমাদের ফেইসবুক এবং টেলিগ্রাম চ্যানেলে। এছারাও ট্রেড শিখার জন্য জন্য আমাদের রয়েছে বিশেষায়িত অনলাইন ট্রেনিং পোর্টাল।

কপি করুন আমাদের এক্সপার্টদের ট্রেড। জানুন বিস্তারিত

পূর্বের আর্টিকেলCopy Trading Statistics (Sept 2021)
পরবর্তী আর্টিকেলEURUSD টেকনিক্যাল এনালাইসিস – April 15, 2022
নতুনদের ফরেক্স ট্রেডিং সংক্রান্ত সকল ধরণের সহায়তা করার জন্য ,ফরেক্স বাংলাদেশ কাজ করে যাচ্ছে। ইতিমধ্যেই আমরা প্রায় ২২০০+ অধিক ট্রেডারকে, ফরেক্স ট্রেডিং সংক্রান্ত সঠিক দিক নির্দেশনা প্রদান করে আসছি এবং আমাদের এই অগ্রযাত্রা অব্যাহত থাকবে বলে আশা করি। ফরেক্স ট্রেডিং সংক্রান্ত আপনার যেকোনো সহায়তার জন্য আমাদের সাথে যোগাযোগ করুন। ধন্যবাদ ।

কমেন্ট/প্রশ্ন করুন

Please enter your comment!
Please enter your name here