গোল্ড- U.S. রাজনৈতিক অস্থিরতার কারণে গোল্ড প্রাইস এখনও ঊর্ধ্বমুখী

0
175

Forex Bangla News- সোমবার, North American trade সেশনে গোল্ড প্রাইসের ঊর্ধ্বমুখী আচরণ লক্ষ্য করা গেছে। U.S. রাজনৈতিক অস্থিরতার কারণে গোল্ড এই সপ্তাহের শুরুতেই প্রাইসের ঊর্ধ্বমুখী বিস্তার ধরে রেখেছে এবং বিনিয়োগকারীরা নিরাপদ হিসাবে এই মূল্যবান ধাতুর প্রতি বেশী আকৃষ্ট হচ্ছেন।

Comex Gold Futures, প্রতি troy ounce $5.00 বেড়ে অথবা 0.4% বেড়ে $1,258.50 প্রাইস স্পর্শ করে যেখানে Spot Gold এর আজকের সর্বোচ্চ প্রাইস ছিল $1,258.67 (18:40 GMT+6)।

এই মাসের মধ্যে গোল্ডের সর্বোচ্চ প্রাইস ছিল $1,263.20।

গত সপ্তাহে গোল্ড প্রায় 2% বেড়ে মার্কেট শেষ হয় যেটা মাঝ-এপ্রিলের মধ্যে গোল্ডের সর্বোচ্চ প্রাইস ছিল। ট্রাম্প প্রশাসনের রাজনৈতিক অস্থিরতার কারণে বিনিয়োগকারীরা dollar থেকে তাদের আগ্রহ কমিয়ে দেন এবং এর প্রেক্ষিতে নিরাপদ ট্রেডিং ইন্সট্রুমেন্ট হিসাবে গোল্ডের চাহিদা বাড়তে থাকে।

New York morning trade সেশনে Dollar Index, অন্যান্য মেজর কারেন্সি এর বিপরীতে প্রায় 0.2% কমে যায় যেটা গত ৬ মাসের মধ্যে সর্বনিম্ন 96.79 ছিল।

এদিকে, বিনিয়োগকারীরা বুধবার রাতের (বৃহস্পতিবার 00:00 GMT+6) Fed’s latest policy meeting এর উপর লক্ষ্য রাখবেন কারন এখান থেকে পরবর্তী U.S. rate hike এর আভাস পাওয়া যেতে পারে। এছাড়াও, সংশোধিত first-quarter U.S. growth তথ্যের উপরও লক্ষ্য রাখবেন কারন এই তথ্যের উপরে U.S. এর সামগ্রিক অর্থনৈতিক অবস্থা সম্পর্কে জানা যাবে যা পরবর্তী মাসের U.S. rate hike এর নির্দেশক হিসাবে কাজ করবে।

দুর্বল ডলার সবসময়ই গোল্ডের চাহিদা বৃদ্ধির জন্য সহায়ক হিসাবে কাজ করে।

পূর্বের আর্টিকেলUSD/CAD intraday technical levels and trading recommendations for May 22, 2017
পরবর্তী আর্টিকেলInstaforex Broker পরিচিতি
নতুনদের ফরেক্স ট্রেডিং সংক্রান্ত সকল ধরণের সহায়তা করার জন্য ,ফরেক্স বাংলাদেশ কাজ করে যাচ্ছে। ইতিমধ্যেই আমরা প্রায় ২২০০+ অধিক ট্রেডারকে, ফরেক্স ট্রেডিং সংক্রান্ত সঠিক দিক নির্দেশনা প্রদান করে আসছি এবং আমাদের এই অগ্রযাত্রা অব্যাহত থাকবে বলে আশা করি। ফরেক্স ট্রেডিং সংক্রান্ত আপনার যেকোনো সহায়তার জন্য আমাদের সাথে যোগাযোগ করুন। ধন্যবাদ ।

কমেন্ট/প্রশ্ন করুন

Please enter your comment!
Please enter your name here