IQ Option- বাইনারি ট্রেডিং ব্রোকারের মধ্যে এটি হচ্ছে সবচেয়ে জনপ্রিয় একটি ব্রোকার। বাইনারি ট্রেড করছেন অথচ এই ব্রোকারের নাম শুনেননি এমন ট্রেডার খুঁজে পাওয়া যাবে না। এই ব্রোকারের জনপ্রিয়তার মুল কারণ হচ্ছে এর ট্রেডিং সিস্টেম। যেকোনো ট্রেডার এই ব্রোকারে Windows Apps, Smartphone Apps কিংবা Web terminal থেকে ট্রেড করতে পারবেন এবং আপনি আপনার ট্রেডিং একাউন্টে অর্থ ডিপোজিট কিংবা উত্তোলন করতে পারবেন। সুতরাং আপনি যেকোনো স্থানে থেকে যেকোনো সময় অর্থ লেনদেন করতে পারবেন।
এই জন্যই বেশীরভাগ ট্রেডার এই ব্রোকারে ট্রেড করে থাকেন। এই ব্রোকারে অর্থ উত্তোলন কিংবা অর্থ জমাদানের কোনও নির্দিষ্ট বাধ্যবাধকতা নেই। সুতরাং আপনি যখন ইচ্ছা তখনই এই ব্রোকার থেকে টাকা উত্তোলন করতে পারবেন। আজকে আমরা আলোচনা করবো কিভাবে আপনি এই ব্রোকারে অর্থ ডিপোজিট এবং উত্তোলন করতে পারবেন এই বিষয় নিয়ে। একটি কথা জানিয়ে রাখি, প্রাথমিক পর্যায়ে এই ব্রোকার ভেরিফিকেশনের জন্য আপনার তথ্য চায় না। ভেরিফিকেশনের জন্য তথ্যের প্রয়োজন হলে আপনাকে ইমেইলের মাধ্যমে জানিয়ে দিবে। যদি ভেরিফিকেশন আপনার জন্য প্রয়োজনীয় হয় তাহলে আপনাকে টাকা উত্তোলনের পূর্বে অবশ্যই ইমেইলের মাধ্যমে সকল তথ্য জমা করে দিতে হবে।
কিভাবে IQ Option ব্রোকারে অর্থ ডিপোজিট করবেন?
পক্রিয়াটি খুবই সহজ। আপনাকে তেমন কোনও কষ্ট করতে হবে না। আপনার সুবিধার জন্য আমরা সম্পূর্ণ পক্রিয়াটি ইমেইজের মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি। আপনি iq option এর Windows App থেকে আপনার একাউন্টে লগইন করুন তারপর সেখান থেকে উপরে ডান পার্শে Deposit নামে একটি বাটন পাবেন যেখানে আপনাকে ক্লিক করতে হবে। সেখানে ক্লিক করার পর আপনি এখানে প্রদর্শিত ছবির ন্যায় একটি মেন্যু দেখতে পাবেন।
এখানে আপনাকে Payment Method সিলেক্ট করতে হবে। আমরা আপনাকে পরামর্শ দিব (Neteller কিংবা Skrill) ব্যবহার করার জন্য। তারপর এর নিচে আপনি Amount এর ঘরে আপনি কি পরিমাণ অর্থ ডিপোজিট করতে চাচ্ছেন সেটা লিখে নিচের Proceed to Payment বাটনে ক্লিক করুন। এরপর আপনি নিচের একটি অপশন দেখতে পাবেন। ঠিক নিচের এই ছবির মতন।
এখানে আপনি Neteller Email এর ঘরে আপনার নেটেলার একাউন্টের ইমেইল আইডি এবং আপনার নেটেলার একাউন্টের সিকিউরিটি কোড লিখে নিচে Pay বাটনে ক্লিক করুন। তাহলেই আপনার একাউন্টে সফলতার সাথে অর্থ ডিপোজিট হয়ে যাবে। এবার আপনি আপনার ট্রেডিং টার্মিনালে আপনার ব্যালেন্স দেখতে পাবেন। আশা করি বুঝতে পেরেছেন।
Iq Option ব্রোকার সম্পর্কিত অন্যান্য গুরুত্বপূর্ণ আর্টিকেলসমূহ-
- IQ Option ব্রোকার পরিচিতি
- IQ Option ব্রোকারে কিভাবে একাউন্ট খুলবেন এবং ভেরিফাই করবেন?
- বাইনারি ট্রেডিং এ সবচেয়ে বেশী লস হওয়ার কারন সমূহ।
কিভাবে অর্থ উত্তোলন করবেন?
ডিপোজিটের ন্যায় একাউন্ট থেকে অর্থ উত্তোলনের পক্রিয়াটিও অনেক সহজ। এবার দেখে নিন কিভাবে আপনি আপনার ট্রেডিং একাউন্ট থেকে অর্থ উউলন করবেন।
আপনি, iq option এর Windows App থেকে আপনার একাউন্টে লগইন করুন তারপর সেখান থেকে উপরে ডান পাশে ক্যামেরার বাটনের ন্যায় একটি বাটন পাবেন যেখানে আপনাকে ক্লিক করতে হবে। নিচের ছবিতে দেখে নিন।
এরপর আপনি ওইখান থেকে Withdrawn Funds বাটনে ক্লিক করুন এবং পরবর্তী নির্দেশনা অনুসরণ করুন। তাহলেই আপনি অর্থ উত্তোলন করে নিতে পারবেন। মনে রাখবেন, অর্থ আপনার (Neteller কিংবা Skrill) একাউন্টে দেয়ার জন্য প্রায় তিনদিন পর্যন্ত সময় লাগতে পারে। অর্থ উত্তোলন সফলভাবে হয়ে গেলে আপনি ইমেইল পাবেন।
ভাইয়া,আমি iq option একাউন্ট খুলেছি।কিন্তু ব্যাংকের ক্রেডিট কার্ড দি্য়ে টাকা ডিপোজিট করতে পারছি না।।
প্রশ্নের জন্য ধন্যবাদ।
বাংলাদেশ থেকে কার্ড এর মাধ্যমে পেমেন্ট করায় কিছু নিষেধাজ্ঞা রয়েছে। যার কারনে আপনি চাইলেও ক্রেডিট কার্ড এর মাধ্যমে পেমেন্ট এর সুবিধা পাবেন না। ব্রোকারে ফান্ড ডিপোজিট করার সবচেয়ে সহজ মাধ্যম হচ্ছে Neteller । অনুরধ করবো, প্রথমে একটি নেটেলার একাউন্ট খুলে নিন। এবং সেটিকে সম্পূর্ণরুপে ভেরিফাই করে নিন তারপর নেটেলার থেকে ফান্ড ডিপোজিট করে নিবেন। নেটেলার অনেক বেশী জনপ্রিয় এবং নির্ভরযোগ্য। বিস্তারিত জানার জন্য ক্লিক করুন – https://fxbd.co/2MaJCNi
Is forex trading legal in Bangladesh ?
Please make your comment on the following news…
https://bdnews24.com/bangladesh/2012/01/12/bb-warns-against-illegal-forex-traders
আপনার কমেন্ট এর জন্য ধন্যবাদ। ফরেক্স ট্রেড সম্পর্কিত কোনও ধরনের বিশেষ নীতিমালা এখন পর্যন্ত বাংলাদেশ সরকার কিংবা আমাদের কেন্দ্রীয় ব্যাংক এর নেই। যেই নীতিমালার কথা আপনি উল্লেখ করেছেন সেটি ইতিমধ্যেই আমাদের ওয়েবসাইটে বিস্তারিত উল্লেখ রয়েছে।
কেন্দ্রীয় ব্যাংক এর নীতিমালা অনুযায়ী “বাংলাদেশ ব্যাংক এর লাইসেন্সধারী ব্যাক্তি কিংবা প্রতিষ্ঠান ছাড়া অন্য কোনও মাধ্যম থেকে বৈদেশিক মুদ্রার ক্রয়-বিক্রয় সম্পূর্ণ বেআইনি এবং অপরাধ।” এই নীতিমালা অনুযায়ী অর্থ লেনদেন করার ক্ষেত্রে শুধুমাত্র বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ফরেক্স ট্রেডিং এর ক্ষেত্রে নয়। বিস্তারিত জানতে, অনুগ্রহ করে আমাদের ওয়েবসাইটের নিচের অংশে প্রদত্ত Risk Warning আর্টিকেলটি পরে নিন।
can idepositandwithdraw bangladesh bkash
দুঃখিত! বাংলাদেশ এর কোনও ব্যাংক কিংবা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে এই ব্রোকারে ফান্ড ডিপোজিট কিংবা উত্তোলন করা সম্ভব নয়। সবচেয়ে আদর্শ মাধ্যম হচ্ছে Neteller । ফ্রি একাউন্ট খোলার জন্য এই লিংক ক্লিক করুন – https://fxbd.co/2MaJCNi
কত সময়ের মধ্যে withdraw হয়??
আপনার কমেন্ট এর জন্য ধন্যবাদ।
সাধারণত ফান্ড উত্তোলন হতে ৭/১০ ঘন্টা সময় লেগে যায়। আবার অনেক সময়ও দেখে যায় তাৎক্ষণিক দিয়ে দিয়েছে। তবে আপনি নিশ্চিত থাকতে পারেন, উত্তোলন করার জন্য ফান্ড আপনার ওয়ালেটে চলে আসবে।
local bank transfer er process ta ektu bolben!
আপনার কমেন্টের জন্য ধন্যবাদ। দুঃখিত, IQ Option ব্রোকার একাউন্ট টু একাউন্ট টাকা ট্র্যান্সফার করার সুবিধা দেয় না। সবচেয়ে ভালো হচ্ছে Neteller কিংবা Skrill ব্যবহার করে অর্থ উত্তোলন করা।
local bank transfer er process ta ektu bolben!
account to account ke trasfer kora jai ?