প্রত্যাশিত পড়ার সময়: 2 মিনিট
আর্টিকেল এর বিষয়সমুহ
উপরের উল্লেখিত ব্রোকারসমুহ FXBangladesh.com এর তালিকাভুক্ত Scam Forex Broker হিসাবে পরিচিত এবং সকল ট্রেডারদের এই ব্রোকার থেকে যেকোনো ধরনের রিয়েল ট্রেডিং না করার অনুরধ থাকছে এবং যদি থেকে থাকে তাহলে যথাসম্ভব ফান্ড উত্তোলন করার পরামর্শ প্রদান করা হচ্ছে।
Scam Forex Broker লিস্টে বিদ্যমান সকল ব্রোকার, গ্রাহকদের সাথে বিভিন্ন ধরনের প্রতারণা, রেগুলেটরি কমিশন এর লাইসেন্স বাতিলসহ বেশকিছু কারনে অভিযুক্ত এবং এর সত্যতা যাচাই করার পর, এই লিস্টে সেগুলোকে অন্তর্ভুক্ত করা হয়েছে। যদি এই সংক্রান্ত কোনও ধরনের প্রশ্ন থাকে তাহলে আমাদের ইমেইল এর মাধ্যমে জানাতে পারেন। আমরা চেষ্টা করবো আপনাদের সর্বাত্মক সহায়তা করার। কিংবা আপনি যদি অন্য কোনও ব্রোকার সম্পর্কে রিভিউ জানতে চান তাহলে অনুগ্রহ করে আমাদের ইমেইল করে জানাতে পারেন। আমাদের এক্সপার্ট টীম ব্রোকার সম্পর্কে সকল খোঁজ খবর নিয়ে আপনাদের জানাবে। ইমেইল করুন – [email protected]
Views: 998
https://www.fxbangladesh.com/ ব্রোকাররের বিষয়ে বিস্তারিত জানাবেন। তাদের কোন পেমেন্ট গেইট ওয়ে নাই। সরাসরি টাকা নেয় আবার মুখে বললেই বা একটা ফর্ম পূরন করলেই টাকা দিয়ে দেয়। হঠাৎ একাউন্ট শুণ্য হয়ে যায়, তারা চট্টগ্রাম, ঢাকা, কুমিল্লা, খুলনা সহ বিভিন্ন জেলায় অফিস করে বড় বড় লাভ দেখিয়ে বড় বড় ডিপোজিট নিচ্ছে। তারা নিজেরা ট্রেড করে প্রথমে অনেক বড় বড় লাভ দিচ্ছে, কিছুদিন পরে একাউন্ট শুণ্য.. ইত্যাদি, ইত্যাদি।
কমেন্ট এর জন্য ধন্যবাদ। আপনি ঠিক কোন ব্রোকারের কথা তুলে ধরেছেন সেটির বিস্তারিত খুলে বলুন। এতে করে আমাদের সহায়তা প্রদানে কিছুটা হলেও সুবিধা হবে। কিংবা চাইলে, [email protected] এই আইডিতে ইমেইল করেও জানাতে পারেন।
assetsfx.কি ব্রোকার, সকল খোঁজ খবর নিয়ে জানাবেন
কমেন্ট এর জন্য ধন্যবাদ। অনুগ্রহ করে কিছুটা সময় অপেক্ষা করতে হবে। ব্রোকার সম্পর্কে বিস্তারিত খোঁজ-খবর নিয়ে এরপর আপনাকে সরাসরি ইমেইলের মাধ্যমে রিপ্লাই প্রদান করা হবে।