Forex | ফরেক্স কি?

0
499
সর্বশেষ আপডেট: October 13, 2022
You are here:
প্রত্যাশিত পড়ার সময়: 3 মিনিট

ফরেক্স কি? – সহজ অর্থে ফরেক্স হচ্ছে, এমন একটি আন্তর্জাতিক বাজার কিংবা প্ল্যাটফর্ম যেখানে একটি কারেন্সি এর সাথে ভিন্ন কারেন্সি এর এক্সচেঞ্জ করা যায়। যদি আপনি ধরে নেন একটি দেশের কারেন্সি অন্য কারেন্সির বিপরীতে শক্তিশালী হবে এবং সেটি যদি সঠিক হয় তাহলে আপনি ভালো পরিমাণ প্রফিট করতে সক্ষম হবেন।

পরিচিতি

ধরুন আপনি অন্য কোন দেশে ঘুরতে গেলেন, আপনাকে প্রথমে যেটা করতে হবে সেটা হল এয়ারপোর্টে একটি Currency Exchange Booth খুঁজতে হবে। সেখান থেকে আপনার পকেটের টাকা গুলোকে ওই দেশের মুদ্রায় এক্সচেঞ্জ করে নিতে হবে।

যখন আপনি কাউন্টারে গিয়ে দাঁড়াবেন, তখন দেখবেন ওইখানে একটি ডিসপ্লেতে অনেকগুলো আলাদা আলাদা কনভার্সন রেট দেখাচ্ছে। এই কনভার্সন কিংবা এক্সচেঞ্জ রেট হচ্ছে দুইটি ভিন্ন দেশের কারেন্সির বিনিময় হার।

ওইখানে থেকে আপনি $1 দিয়ে 100 yen পেলেন। আপনি দেখলেন যে আপনার কাছে আরও $10 আছে আপনি খুশি হয়ে পকেট ভর্তি YEN নিয়ে বের হয়ে আসলেন। (কিন্তু আপনার খুশিটা বেশিক্ষণ থাকবে না, যদি আপনি ওইখানের কোন দোকান থেকে কোন কিছু কিনে খান)।

খেয়াল করুন, আপনি এতক্ষণ যা করলেন তা করে আপনি না জেনেই ফরেক্স মার্কেটে প্রবেশ করলেন। কিভাবে করলেন ? বুঝতে পারছেন না তাইতো! ভালো করে লক্ষ করে দেখুন আপনি কিছুক্ষণ আগেই Dollar দিয়ে Yen এক্সচেঞ্জ করেছেন

আর যদি আপনি এটাকে ফরেক্সের ভাষায় বলেন তাহলে হবে, আপনি আকজন আমেরিকান এবং আপনি জাপানে ঘুরতে এসেছেন, আপনি আপনার কাছের Dollar বিক্রি করে YEN কিনেছেন।

আপনি যতদিন জাপানে থাকবেন ততদিন আপনাকে $ এক্সচেঞ্জ করে Yen করে নিতে হবে কিন্তু এক্সচেঞ্জ এর রেট কতো হবে সেটা কখনোই নির্দিষ্ট থাকবে না। অর্থাৎ, আপনি আজকে যা পেয়েছেন আগামীকাল তার থেকে বেশি রেটও পেতে পারেন আবার কমও পেতে পারেন।

উপরের উল্লেখিত এই উধাহরনটিকে যদি ফরেক্স ট্রেডিং এর ভাষায় বলা হয়, তাহলে আপনি একজন আমেরিকান নাগরিক যিনি জাপানে ঘুরতে গিয়েছেন যেখানে আপনি ডলার বিক্রয় করে জাপানের ইয়েন ক্রয় করলেন।

ফরেক্স কি?

Foreign Exchange এর শর্টফর্ম হচ্ছে ফরেক্স (FX), এটি পৃথিবীর সবচেয়ে বড় অর্থনৈতিক মার্কেট। ফরেক্স হচ্ছে আন্তর্জাতিক, অনিয়ন্ত্রিত মার্কেট যেখানে বিভিন্ন দেশের মুদ্রা কিংবা কারেন্সির হাত-বদল হয়ে থাকে। আর মুদ্রার এই হাত-বদলের পরিমাণ এতটাই বেশী হয়ে থাকে যে কোন সময়ই কারেন্সি পেয়ার এর এক্সচেঞ্জ রেট একটি নির্দিষ্ট স্থানে থেমে থাকে না।

যার কারনে এক্সচেঞ্জ রেট ক্ষুদ্রতম পরিবর্তনও একটি দেশের অর্থনীতির উপর ব্যাপক প্রভাব ফেলতে পারে যেমন ধরুন একটি দেশের আমাদানি-রপ্তানি বানিজ্য কিংবা পর্যটন ব্যবসা যেমন উপরে উল্লেখ করেছিলাম এয়ারপোর্ট এর নাম।

যারা এই কারেন্সি এক্সচেঞ্জ রেট এর উপরে ট্রেড করে থাকেন তাদের বলা হয়ে থাকে কারেন্সি ট্রেডার। এরা মুলত একটি কারেন্সি এর বিপরীতে অন্য কারেন্সির শক্তিশালী অবস্থান বিবেচনা করে ভবিষ্যতে কারেন্সি পেয়ার এর এক্সচেঞ্জ রেট থেকে প্রফিট করে থাকেন।

যেমন সহজ ভাষায় যদি বলি, আমরা আজকে বাংলাদেশী টাকার বিনিময়ে আমেরিকান ডলার এক্সচেঞ্জ করবো, এই জন্য – ধরে নিব টাকার বিপরীতে ভবিষ্যতে আমেরিকান ডলার শক্তিশালী হবে। আজকে ধরে নিন ১ ডলার বিপরীতে এক্সচেঞ্জ রেট হচ্ছে = ৮০ টাকা । অর্থাৎ, এই প্রাইস এক্সচেঞ্জ করে নিলাম এবং ১ সপ্তাহ পর টাকার বিপরীতে ডলার এর মান বেড়ে হল ৮৫ টাকা। তাহলে লক্ষ্য করুন, আমরা ৮০ টাকা এক্সচেঞ্জ রেট এর ডলার যদি এখন বিক্রয় করি তাহলে পাবো ৮৫ টাকা সেক্ষেত্রে প্রতি ডলারে প্রফিট করলাম ৫ টাকা।

আশা করি বুঝতে পেরেছেন। মুলত এটিই হচ্ছে ফরেক্স মার্কেট এর ট্রেডিং। আর্টিকেল এর শুরুতেই বলেছিলাম ফরেক্স মার্কেট হচ্ছে পৃথিবীর সবথেকে বড় আর্থিক লেনদেন এর বাজার।

এখন প্রশ্ন থাকতে পারে কতো বড়? পৃথিবীর সবচেয়ে বড় স্টক মার্কেট (শেয়ার বাজার) হচ্ছে New York Stock Exchange (NYSE) যাতে প্রতিদিন আনুমানিক $22.4 Billion এর ট্রেড হয় আর ফরেক্স মার্কেটে প্রতিদিন ট্রেড হয় আনুমানিক $6.6 Trillion এর। কি, কিছু বুঝলেন? ফরেক্স মার্কেট হচ্ছে এই পৃথিবীর সবচেয়ে বড় Foreign Exchange Market ।

নিউইয়র্ক স্টক মার্কেট এর ব্যাপকতা পৃথিবীর অন্যান্য স্টক মার্কেট এর থেকে অনেক বড় এতটাই বড় যেটিকে আমরা Monster হিসাবে আখ্যায়িত করতে পারি।

ফরেক্সের ব্যাপ্তি

প্রতিদিন বিভিন্ন নিউজ কিংবা ব্লগে জানতে পারবেন NYSE অর্থাৎ, নিউইয়র্ক স্টক মার্কেট। যেমন ধরুন, বিজনেজ নিউজগুলো প্রায়ই শুনতে পাই, NYSE এর ভ্যালু বৃদ্ধি পাচ্ছে, আপট্রেন্ডে এরকম।

এখানে মার্কেট বলতে মুলত বোঝায় স্টক মার্কেটকে। অর্থাৎ, নাম শুনেই বুঝতে পারছেন এই স্টক মার্কেট এর ব্যাপকতা। কিন্তু যদি আপনি যদি এই নিউইয়র্ক মার্কেট এর সাথে ফরেক্স মার্কেট এর তুলনা করেন তাহলে বলতে হবে, ফরেক্স মার্কেট এর কাছে এই ব্যাপক বড় স্টক মার্কেট একদমই নগন্য। অনেকটাই নিচের ছবির মতন।

উপরের ছবি দেখেই বুঝতে পারছেন ফরেক্স এবং স্টক মার্কেট এর সাথে পার্থক্য। নিচের চার্টে আমরা প্রতিদিনের হিসাবে নিউইয়র্ক স্টক মার্কেট এর সাথে ফরেক্স মার্কেট এর লেনদেন এর একটি পার্থক্য উপস্থাপন করার চেষ্টা করেছি।

উপরের চার্ট এর মাধ্যমে পৃথিবীতে বিদ্যমান সবচেয়ে বড় কয়েকটি স্টক মার্কেট এর সাথে ফরেক্স মার্কেট কিংবা কারেন্সি মার্কেট এর সাথে তুলনা প্রদর্শন করা হয়েছে। জি! আপনি ঠিকই ধরেছেন, ফরেক্স কিংবা কারেন্সি মার্কেট প্রায় ২০০ গুন বড়! ৬.৫ ট্রিলিয়ন ডলার এর যেই সংখ্যাটি আপনাদের জানালাম সেটির ব্যাপ্তি হচ্ছে গোটা পৃথিবীর যেখানে রিটেইল ট্রেডার (অর্থাৎ আমরা) প্রতিদিন যেই পরিমাণ ট্রেড করি সেটার পরিমাণ হচ্ছে ৫-৬% মাত্র অর্থাৎ, প্রায় ৩০০-৪০০ বিলিয়ন ডলার।

বুঝতেই পারছেন, ফরেক্স ট্রেডিং মার্কেট এর ব্যাপ্তি কতটা বড়! শুধু এর আকারই নয়, এই মার্কেট সপ্তাহের ৫ দিন, দিনে ২৪ ঘন্টাই খোলা থাকে। শুধুমাত্র সাপ্তাহিক ছুটির দিন (শনি এবং রবিবার) বন্ধ থাকে। অন্যান্য স্টক কিংবা বন্ড মার্কেট এর ন্যায় দিনের বিশেষ কোনও সময় এই মার্কেট বন্ধ কিংবা শুরু হয় না।

যেমন ধরুন, আমাদের স্টক মার্কেট (DSE)  এর সময় হচ্ছে সকাল ১০.৩০ থেকে দুপুর ০২ঃ৩০ পর্যন্ত। তবে এই ফরেক্স মার্কেট একটি ২৪ ঘণ্টার মধ্যে একটি দেশের স্টক ট্রেডিং থেকে অন্য একটি স্টক ট্রেডিং এর সময় স্বয়ংক্রিয়ভাবে পরিবর্তিত হয়ে যায়।

যেমন, প্রতিদিনের ফরেক্স ট্রেডিং এর কার্যক্রম শুরু হয় সিডনি স্টক এর মাধ্যমে তারপর সেটি টকিয়ো, লন্ডন হয়ে সর্বশেষ নিউইয়র্ক স্টক মার্কেটে যেয়ে শেষ হয়ে আবার পুনরায় পরবর্তী দিনের সিডনি স্টক এর দিকে অগ্রসর হয়ে থাকে।


আশা করি আর্টিকেলটি আপনার ভালো লেগেছে। এই আর্টিকেল সম্পর্কিত বিশেষ কোনও প্রশ্ন থাকলে আমাদের জানাতে পারেন কিংবা নিচে কমেন্ট করতে পারেন। প্রতিদিনের আপডেট ইমেইল এর মাধ্যমে গ্রহনের জন্য, নিউজলেটার সাবস্ক্রাইব করে নিতে পারেন। গুরুত্বপূর্ণ বিষয়গুলো টিউটোরিয়াল দেখার জন্য অনুগ্রহ করে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এছাড়াও, যুক্ত হতে পারেন আমাদের ফেইসবুক এবং টেলিগ্রাম চ্যানেলে। এছারাও ট্রেড শিখার জন্য জন্য আমাদের রয়েছে বিশেষায়িত অনলাইন ট্রেনিং পোর্টাল।

কপি করুন আমাদের এক্সপার্টদের ট্রেড। জানুন বিস্তারিত

আরটিকেল সম্পর্কে মতামত
খারাপ 0 6 of 6 found this article helpful.
Views: 532

কমেন্ট/প্রশ্ন করুন

Please enter your comment!
Please enter your name here