প্রত্যাশিত পড়ার সময়: < 1 min
Bank Run হচ্ছে এমন একটি সিচুয়েশন ব্যাংক এর গ্রাহকরা মনে করেন ব্যাংক এর অবস্থা ভালো নয় এবং সকল ডিপোজিটকৃত অর্থ উত্তোলন করা শুরু করে। অর্থাৎ, এটি এমনই একটি অবস্থা যখন ব্যাংক দেউলিয়া হওয়ার উপক্রম হয়। যাই হোক, যখন ব্যাংক এর গ্রাহকরা মনে করেন, ব্যাংক ক্রমশ ঋণখেলাপি সংখ্যা বৃদ্ধি পাচ্ছে এবং অডিটকারী প্রতিষ্ঠানসমুহ যখন ব্যাংক সম্পর্কে নিগেটিভ রিভিউ প্রদান করে থাকে যা মুলত ব্যাংক এর দেউলিয়ার দিকে ধাবিত করে।
যেহেতু গ্রাহকরা ব্যাংক এর সামগ্রিক অবস্থার উপর অস্থা রাখতে পারেন না তাই তাদের জমাকৃত সকল অর্থ ব্যাংক থেকে উত্তোলন করা শুরু করেন। যার কারনে ব্যাংক ভহাবহ রকমের তারল্য সকট এর মুখে পড়েন। ফলশ্রুতিতে, ব্যাংক ক্রমশ আর্থিক অস্বচ্ছলতার সম্মুখীন হয়।
আমাদের দেশে এখন পর্যন্ত কোনও ব্যাংক দেউলিয়া হয়নি তবে পশ্চিমা দেশগুলোতে প্রায়ই শোনা যায় এই ব্যাংক দেউলিয়া হয়ে যাচ্ছে।
আশা করি আর্টিকেলটি আপনার ভালো লেগেছে। এই আর্টিকেল সম্পর্কিত বিশেষ কোনও প্রশ্ন থাকলে আমাদের জানাতে পারেন কিংবা নিচে কমেন্ট করতে পারেন। প্রতিদিনের আপডেট ইমেইল এর মাধ্যমে গ্রহনের জন্য, নিউজলেটার সাবস্ক্রাইব করে নিতে পারেন। গুরুত্বপূর্ণ বিষয়গুলো টিউটোরিয়াল দেখার জন্য অনুগ্রহ করে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এছাড়াও, যুক্ত হতে পারেন আমাদের ফেইসবুক এবং টেলিগ্রাম চ্যানেলে। এছারাও ট্রেড শিখার জন্য জন্য আমাদের রয়েছে বিশেষায়িত অনলাইন ট্রেনিং পোর্টাল।
Views: 257