Copy Trading Performance

0
280
Copy Trading Performance
সর্বশেষ আপডেট: October 19, 2021
You are here:
প্রত্যাশিত পড়ার সময়: 5 মিনিট

Copy Trading Performance – এই বছর সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহ থেকে আমরা শুরু করেছিলাম কপি ট্রেডিং সেবা যেটির মুল লক্ষ্য ছিল, যারা এখন পর্যন্ত ট্রেডিং লস করেছেন তারা যাতে কিছুটা হলেও সেই লসকে রিকভার করতে সক্ষম হন। শুরু থেকেই আমরা ভালো সমর্থন পাই, আপনাদের কাছ থেকে।

বিভিন্ন মাধ্যমে যাচাই-বাছাই করার পর, আমরা ৫০ জন ট্রেডার নিয়ে কপি ট্রেডিং শুরু করি যেখানে ট্রেডিং এর সাথে যুক্ত হবার জন্য মোট আবেদন পরেছিল প্রায় ৪২০ টি। আশা করছি পরবর্তী সময়ে যারা আমাদের কপি ট্রেডিং এর সাথে যুক্ত হতে পারেননি তাদের পরবর্তীতে যুক্ত করে দেয়া হবে। আপনাদের সুবিধার জন্য বিগত দুই মাসের Copy Trading Performance এর ক্যালকুলেশন আপনাদের সামনে উপস্থাপন করছি।

Sept (Week 1)

এই সপ্তাহে লাভ/লস মিলিয়ে আমরা সর্বমোট ২৫৭ পিপ্স এর প্রফিট করতে সক্ষম হয় যেখানে আমাদের সর্বাধিক এন্ট্রি ছিল GBP এর কারেন্সি পেয়ার গুলোতে। নিচের বক্সে এন্ট্রি গুলোর বিস্তারিত কিছু তথ্য উপস্থাপন করছি।

Entry Date Currency Pair Name Pips Count
31.08.20 GBP/USD +27
31.08.20 AUD/USD +17
01.09.20 EUR/USD +68
02.09.20 GBP/JPY +35
02.09.20 EUR/USD +22
03.09.20 USD/CAD +29
03.09.20 GBP/JPY -31
03.09.20 NZD/USD +45
04.09.20 CHF/JPY +78
04.09.20 EUR/JPY -33
TOTAL 257 Pips

শুরুর এই সপ্তাহে অর্থাৎ সেপ্টেম্বর ৩১-৪ তারিখ পর্যন্ত সর্বমোট এন্ট্রি গ্রহন করা হয়েছিল ১০টি যেখানে আমাদের প্রফিট হয়েছিল ৮টি এন্ট্রিতে যেখানে ৮০% প্রফিটেবল এন্ট্রি ছিল আমাদের।

অর্থাৎ, আপনি যদি ০.০১ লট হিসাব করে এন্ট্রি গুলো কপি করতেন তাহলে আপনার প্রফিট এর পরিমাণ হত প্রায় $25.7 ।

Sept (Week 2)

সেপ্টেম্বর মাসের ২য় সপ্তাহে আমরা আশানুরূপ প্রফিট করতে সক্ষম হয়নি। যার মুল কারন ছিল আসন্ন মার্কিন নির্বাচনে প্রার্থীদের প্রচারনা যা মার্কেটকে প্রভাবিত করেছে কিছুটা বেশী। এছাড়াও, মহামারী ভাইরাস এর দ্বিতীয় ধাক্কা এর শঙ্কাও কারেন্সি মার্কেট এর উপর ব্যাপক প্রভাব বিস্তারিত করেছিল। তারপরও বেশকিছু পিপ্স এর প্রফিট করতে আমরা সক্ষম হই যার সর্বমোট পরিমাণ ছিল ১৬৪ পিপ্স। নিচে একটি তালিকা দিচ্ছি।

Entry Date Currency Pair Name Pips Count
07.09.20 GBP/USD +47
08.09.20 USD/CAD +5
08.09.20 GBP/JPY -21
09.09.20 AUD/USD +67
10.09.20 GBP/USD +39
10.09.20 NZD/USD +27
TOTAL 164 Pips

সেপ্টেম্বর মাসের ২য় সপ্তাহে অর্থাৎ সেপ্টেম্বর ৭-১১ তারিখ পর্যন্ত সর্বমোট এন্ট্রি গ্রহন করা হয়েছিল ৬টি যেখানে আমাদের প্রফিট হয়েছিল ৫টি এন্ট্রিতে।

অর্থাৎ, আপনি যদি ০.০১ লট হিসাব করে এন্ট্রি গুলো কপি করতেন তাহলে আপনার প্রফিট এর পরিমাণ হত প্রায় $16.4 ।

Sept (Week 3)

সেপ্টেম্বর মাসের ৩য় সপ্তাহেও আমরা আশানুরূপ প্রফিট করতে সক্ষম হয়নি। যার মুল কারন ছিল মার্কেট প্রাইস এর অস্বাভাবিক আচরণ। এছাড়াও, মহামারী ভাইরাস এর দ্বিতীয় ধাক্কা এর শঙ্কাও কারেন্সি মার্কেট এর উপর ব্যাপক প্রভাব বিস্তারিত করেছিল। তারপরও বেশকিছু পিপ্স এর প্রফিট করতে আমরা সক্ষম হই যার সর্বমোট পরিমাণ ছিল ১৬৮ পিপ্স। নিচে একটি তালিকা দিচ্ছি।

Entry Date Currency Pair Name Pips Count
14.09.20 USD/CHF -42
15.09.20 GBP/USD +77
16.09.20 GBP/USD +35
16.09.20 NZD/USD +53
17.09.20 USD/CAD +26
18.09.20 USD/JPY +19
TOTAL 168 Pips

 

সেপ্টেম্বর মাসের ৩য় সপ্তাহে অর্থাৎ সেপ্টেম্বর ১৪-১৮ তারিখ পর্যন্ত সর্বমোট এন্ট্রি গ্রহন করা হয়েছিল ৬টি যেখানে আমাদের প্রফিট হয়েছিল ৫টি এন্ট্রিতে।

অর্থাৎ, আপনি যদি ০.০১ লট হিসাব করে এন্ট্রি গুলো কপি করতেন তাহলে আপনার প্রফিট এর পরিমাণ হত প্রায় $16.8 ।

Sept (Week 4)

সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহে এসে আমরা আশানুরূপ প্রফিট করতে সক্ষম হই। যদি এই সপ্তাহে এসে আমাদের এন্ট্রি পজিশন ছিল কিছূটা বেশী তবে লাভ/লস এর পরিমাণ হিসাব করলে সর্বমোট প্রফিট ছিল ২৩৬ পিপ্স। নিচে একটি তালিকা দিচ্ছি।

Entry Date Currency Pair Name Pips Count
21.08.20 GBP/USD +57
21.08.20 GBP/JPY +33
21.09.20 GBP/JPY +26
22.09.20 USD/CAD -23
22.09.20 GBP/USD +78
23.09.20 GBP/JPY -18
23.09.20 AUD/USD -41
23.09.20 EUR/JPY +21
24.09.20 GBP/USD +43
24.09.20 GBP/JPY -58
25.09.20 NZD/USD +33
25.09.20 CAD/JPY +24
25.09.20 NZD/USD +33
25.09.20 EUR/JPY +64
25.09.20 GBP/USD -36
TOTAL 236 Pips

সেপ্টেম্বর মাসের ৪র্থ সপ্তাহে অর্থাৎ সেপ্টেম্বর ২১-২৫ তারিখ পর্যন্ত সর্বমোট এন্ট্রি গ্রহন করা হয়েছিল ১৫টি যেখানে আমাদের প্রফিট হয়েছিল ১০টি এন্ট্রিতে যেখানে ৭৪% প্রফিটেবল এন্ট্রি ছিল আমাদের।

অর্থাৎ, আপনি যদি ০.০১ লট হিসাব করে এন্ট্রি গুলো কপি করতেন তাহলে আপনার প্রফিট এর পরিমাণ হত প্রায় $23.6 ।

Oct (Week 1)

Copy Trading Performance এর সবথেকে বাজে একটি ট্রেডিং সপ্তাহ ছিল এটি। যেখানে প্রফিট করা সম্ভব হয়নি অন্যদিকে সপ্তাহ শেষে প্রায় বেশকিছু পিপ্স লস ছিল আমাদের। সপ্তাহের মাঝে এসে কিছুটা লস রিকভার করতে সক্ষম হলেও, সপ্তাহ শেষ করেছি সর্বমোট ৫৮ পিপ্স লসে এসে। নিচে একটি তালিকা দিচ্ছি।

Entry Date Currency Pair Name Pips Count
05.10.20 GBP/JPY -42
05.10.20 GBP/JPY +28
05.10.20 GBP/JPY -37
06.10.20 EUR/USD -23
06.10.20 USD/CAD +16
07.10.20 GBP/USD +39
08.10.20 GBP/JPY -31
09.10.20 EUR/JPY +51
09.10.20 GBP/USD +24
09.10.20 GBP/USD -83
TOTAL – 58 Pips

অক্টোবর মাসের ২য় সপ্তাহে অর্থাৎ অক্টোবর ৫-০৯ তারিখ পর্যন্ত সর্বমোট এন্ট্রি গ্রহন করা হয়েছিল ১০টি যেখানে আমাদের প্রফিট হয়েছিল ৫টি এন্ট্রিতে।

অর্থাৎ, আপনি যদি ০.০১ লট হিসাব করে এন্ট্রি গুলো কপি করতেন তাহলে আপনার লস এর পরিমাণ হত প্রায় $5.8

Oct (Week 2)

অক্টোবর মাসের ২য় সপ্তাহে এসে আমরা কিছু পরিমাণ প্রফিট করতে পারলেও সেটিও আশানুরুপ হয়নি। কেননা আমরা চেষ্টা করেছিলাম প্রথম সপ্তাহের যেই লস করেছিলাম সেটিকে রিকভার করার। তারপরও বেশকিছু পিপ্স এর প্রফিট করতে আমরা সক্ষম হই যার সর্বমোট পরিমাণ ছিল ২৩৫ পিপ্স। নিচে একটি তালিকা দিচ্ছি।

Entry Date Currency Pair Name Pips Count
12.10.20 GBP/USD +32
12.10.20 GBP/JPY +47
13.10.20 CAD/JPY +68
14.10.20 GBP/USD +59
14.10.20 USD/CAD -28
15.10.20 XAU/USD +57
TOTAL 235 Pips

অক্টোবর মাসের ২য় সপ্তাহে অর্থাৎ অক্টোবর ১২-১৬ তারিখ পর্যন্ত সর্বমোট এন্ট্রি গ্রহন করা হয়েছিল ৬টি যেখানে আমাদের প্রফিট হয়েছিল ৫টি এন্ট্রিতে।

অর্থাৎ, আপনি যদি ০.০১ লট হিসাব করে এন্ট্রি গুলো কপি করতেন তাহলে আপনার প্রফিট এর পরিমাণ হত প্রায় $23.5 ।

Oct (Week 3)

অক্টোবর মাসের ৩য় সপ্তাহে এসে প্রফিট এর ধারা অব্যাহত থাকে। কেননা আমাদের লক্ষ্য ছিল এই মাসের শেষ নাগাদ যেই পরিমাণ আমরা ট্রেডিং এর জন্য বিনিয়োগ করেছিলাম সেটি তুলে নেয়া। এই সপ্তহে এসে সর্বমোট পরিমাণ ছিল ২১৫ পিপ্স। নিচে একটি তালিকা দিচ্ছি।

Entry Date Currency Pair Name Pips Count
19.10.20 GBP/USD -11
19.10.20 GBP/USD +23
20.10.20 GBP/USD +68
21.10.20 GBP/USD -30
22.10.20 GBP/USD +80
22.10.20 GBP/JPY +45
23.10.20 GBP/JPY +40
TOTAL 215 Pips

অক্টোবর মাসের ৩য় সপ্তাহে অর্থাৎ অক্টোবর ১৯-২৩ তারিখ পর্যন্ত সর্বমোট এন্ট্রি গ্রহন করা হয়েছিল ৭টি যেখানে আমাদের প্রফিট হয়েছিল ৫টি এন্ট্রিতে।

অর্থাৎ, আপনি যদি ০.০১ লট হিসাব করে এন্ট্রি গুলো কপি করতেন তাহলে আপনার প্রফিট এর পরিমাণ হত প্রায় $21.5 ।

Oct (Week 4)

অক্টোবর মাসের ৪র্থ সপ্তাহে এসেও প্রফিট এর ধারা অব্যাহত থাকে। কেননা আমাদের লক্ষ্য ছিল এই মাসের শেষ নাগাদ যেই পরিমাণ আমরা ট্রেডিং এর জন্য বিনিয়োগ করেছিলাম সেটি তুলে নেয়া। এই সপ্তহে এসে সর্বমোট পরিমাণ ছিল ২০৭ পিপ্স। নিচে একটি তালিকা দিচ্ছি।

Entry Date Currency Pair Name Pips Count
26.10.20 GBP/JPY +48
27.10.20 GBP/USD +34
27.10.20 GBP/USD +34
28.10.20 NZD/USD +40
29.10.20 GBP/USD +30
29.10.20 EUR/USD -25
30.10.20 GBP/USD +46
TOTAL 207 Pips

অক্টোবর মাসের ৪র্থ সপ্তাহে অর্থাৎ অক্টোবর ২৬-৩০ তারিখ পর্যন্ত সর্বমোট এন্ট্রি গ্রহন করা হয়েছিল ৭টি যেখানে আমাদের প্রফিট হয়েছিল ৬টি এন্ট্রিতে।

অর্থাৎ, আপনি যদি ০.০১ লট হিসাব করে এন্ট্রি গুলো কপি করতেন তাহলে আপনার প্রফিট এর পরিমাণ হত প্রায় $20.7 ।

পিপ্স ক্যালকুলেশন

সেপ্টেম্বর মাসের শুরুতে কপি ট্রেডিং এর জন্য আমাদের বিনিয়োগ এর পরিমাণ ছিল ৫০০ ডলার যেখানে সেপ্টেম্বর মাসের শেষ নাগাদ আমরা সর্বমোট ৮২৫ পিপ্স এর প্রফিট করতে সক্ষম হই। যেখানে আমাদের এভারেজ এন্ট্রির লট কিংবা ভলিউম ছিল 0.15

সেই হিসাবে প্রতি পিপ্স এর মুভেমেন্ট হিসাবে আমাদের লাভ/লস এর পরিমাণ ছিল $1.5 । তাহলে সেপ্টেম্বর মাসে আমাদের সর্বমোট প্রফিট এর পরিমাণ ছিল ৮২৫ * ১.৫ = প্রায় ১২৩৭ ডলার এর কাছাকাছি।

যারা আমাদের কপি ট্রেডিং সেবা সাবস্ক্রাইব করেছিলেন তাদের এভারেজ এন্ট্রি লট ছিল 0.01 অর্থাৎ, সেই হিসাবে প্রতি পিপ্স এর মুভেমেন্ট হিসাবে লাভ/লস এর পরিমাণ ছিল $0.10 । তাহলে সেপ্টেম্বর মাসে সাবস্ক্রাইবারদের সর্বমোট প্রফিট এর পরিমাণ ছিল ৮২৫ * ০.১ = প্রায় ৮২ ডলার এর কাছাকাছি।

অক্টোবর মাসে এসে সর্বমোট প্রফিটেবল পিপ্স এর পরিমাণ ছিল ৫৯৯ পিপ্স। মুলত মাসের প্রথম সপ্তাহের লস এর কারনে প্রত্যাশিত প্রফিট লেভেলে আমরা পৌছাতে পারিনি। এছারাও আরও একটি বড় কারন ছিল US Election যার কারনে কিছুটা রিস্ক কমিয়েই আমরা ট্রেড করেছিলাম।

সেই হিসাবে প্রতি পিপ্স এর মুভেমেন্ট হিসাবে আমাদের লাভ/লস এর পরিমাণ ছিল $1.5 । তাহলে অক্টোবর মাসে আমাদের সর্বমোট প্রফিট এর পরিমাণ ছিল ৫৯৯ * ১.৫ = প্রায় ৮৯৮ ডলার এর কাছাকাছি।

যারা আমাদের কপি ট্রেডিং সেবা সাবস্ক্রাইব করেছিলেন তাদের এভারেজ এন্ট্রি লট ছিল 0.01 অর্থাৎ, সেই হিসাবে প্রতি পিপ্স এর মুভেমেন্ট হিসাবে লাভ/লস এর পরিমাণ ছিল $0.10 । তাহলে অক্টোবর মাসে সাবস্ক্রাইবারদের সর্বমোট প্রফিট এর পরিমাণ ছিল ৫৯৯ * ০.১ = প্রায় ৬০ ডলার এর কাছাকাছি।

অর্থাৎ এখন পর্যন্ত সাবস্ক্রাইবাররা সর্বমোট ৮২+৬০ = ১৪২ ডলার এর প্রফিট করতে পেরেছেন। আপনাদের অভিনন্দ। আশা করছি সামনের নভেম্বর মাসেও আমাদের এই প্রফিট এর ধারা অব্যাহত থাকবে এবং Copy Trading Performance আরও বৃদ্ধি পাবে।

কপি ট্রেডিং

অনেকেই আছেন যারা ইচ্ছা সত্ত্বেও আমাদের কপি ট্রেডিং সেবায় অংশ নিতে পারেননি। এটি মুলত হয়েছে আমাদের সেবার কিছু বাধ্যবাধকতা এর কারনে। এই পর্যায়ে মাত্র ৫০ জন ট্রেডার নিয়ে এই সেবাটি শুরু করলেও আমাদের ইচ্ছা আছে সেটির ব্যাপ্তি বৃদ্ধি করার।

এর জন্য খুব সম্ভবত নভেম্বর মাসের শেষ দিকে আমরা পুনরায় সেবাটি সবার জন্য উন্মুক্ত করবো যাতে করে যে কেউই আমাদের সাতে যুক্ত হয়ে ট্রেডে অংশ নিতে পারেন। অনুগ্রহ করে আপনি যদি আগ্রহী থাকেন তাহলে আজই আমাদের সেবাটির জন্য রেজিস্ট্রেশন করে নিন। বিস্তারিত জানতে পারবেন Copy Trading লিংক থেকে।

এখানে একটি ফর্ম পাবেন যেটিকে পূরণ করে কনফার্মেশন ইমেইল এর জন্য অপেক্ষা করুন। আপনাকে বাকি তথ্য ইমেইল এর মাধ্যমে জানিয়ে দেয়া হবে।

রিয়েল ট্রেডিং এবং কপি ট্রেডিং সম্পূর্ণরূপে ঝুঁকিমুক্ত নয়। অর্থাৎ, এই ট্রেড থেকে শুধু প্রফিটই করতে পারবেন সেটি ভাবার কোনও কারন নেই। যার কারনে, আপনি সেই পরিমাণ এমাউন্টই বিনিয়োগ করবেন যেটি লস হলে আপনার নিজের কোনও ক্ষতি হবেনা। যারা নতুন ট্রেড শিখছেন কিংবা করছেন তাদের জন্য এই কপি ট্রেডিং নয়। সুতরাং, ট্রেডে বিনিয়োগ করার পূর্বে অবশ্যই আমাদের কপি ট্রেডিং নীতিমালা এবং ঝুঁকি সতর্কতা সম্পর্কে ভালো করে জেনে নিবেন।

আশা করি আর্টিকেলটি আপনার ভালো লেগেছে। এই আর্টিকেল সম্পর্কিত বিশেষ কোনও প্রশ্ন থাকলে আমাদের জানাতে পারেন কিংবা নিচে কমেন্ট করতে পারেন। প্রতিদিনের আপডেট ইমেইল এর মাধ্যমে গ্রহনের জন্য, নিউজলেটার সাবস্ক্রাইব করে নিতে পারেন। গুরুত্বপূর্ণ বিষয়গুলো টিউটোরিয়াল দেখার জন্য অনুগ্রহ করে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এছাড়াও, যুক্ত হতে পারেন আমাদের ফেইসবুক এবং টেলিগ্রাম চ্যানেলে। এছারাও ট্রেড শিখার জন্য জন্য আমাদের রয়েছে বিশেষায়িত অনলাইন ট্রেনিং পোর্টাল।

কপি করুন আমাদের এক্সপার্টদের ট্রেড। জানুন বিস্তারিত

আরটিকেল সম্পর্কে মতামত
খারাপ 0 7 of 7 found this article helpful.
Views: 286

আরও জানুন

পূর্ববর্তী: Lot | লট | ভলিউম
পরবর্তী: Requote | রি-কোউট
পূর্বের আর্টিকেলUS Election 2020
পরবর্তী আর্টিকেলEUR/USD
নতুনদের ফরেক্স ট্রেডিং সংক্রান্ত সকল ধরণের সহায়তা করার জন্য ,ফরেক্স বাংলাদেশ কাজ করে যাচ্ছে। ইতিমধ্যেই আমরা প্রায় ২২০০+ অধিক ট্রেডারকে, ফরেক্স ট্রেডিং সংক্রান্ত সঠিক দিক নির্দেশনা প্রদান করে আসছি এবং আমাদের এই অগ্রযাত্রা অব্যাহত থাকবে বলে আশা করি। ফরেক্স ট্রেডিং সংক্রান্ত আপনার যেকোনো সহায়তার জন্য আমাদের সাথে যোগাযোগ করুন। ধন্যবাদ ।

কমেন্ট/প্রশ্ন করুন

Please enter your comment!
Please enter your name here