Demo Trading Account – আমরা যারা নতুন করে ট্রেডিং শুরু করার চিন্তা করছি কিংবা অনেকদিক ধরেই রিয়েল ট্রেডিং করে বড় আকারের লসের সম্মুখীন হয়েছি, তাদের জন্য ডেমো কিংবা প্র্যাকটিস ট্রেডিং অ্যাকাউন্ট ব্যবহার করা খুবই গুরুত্বপূর্ণ। তবে হতাশার ব্যাপার হচ্ছে ৯০ভাগ ট্রেডারই ডেমো ট্রেডিংকে ফেলনা হিসাবে চিন্তা করেন যার ফলে রিয়েল ট্রেডিং করার সময় ভয়ানক লসের সম্মুখীন হতে হয়। আজকের এই আর্টিকেলটি থেকে কিভাবে ডেমো ট্রেডিং করলে আপনার জন্য ভালো হবে সেই বিষয়টি সম্পর্কে ধারনা প্রদান করার চেষ্টা করা হবে।
ডেমো অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন
সকল ব্রোকারই ট্রেডারকে ডেমো কিংবা প্র্যাকটিস ট্রেডিং করার সুবিধা প্রদান করে। আপনার পছন্দ অনুসারে, যেকোনো ব্রোকারেই এই ডেমো অ্যাকাউন্ট খুলে নিতে পারেন। এরপরও সুবিধার জন্য একটি নির্দিষ্ট ব্রোকারে ডেমো ট্রেডিং অ্যাকাউন্ট রেজিস্টার করার সম্পূর্ণ প্রক্রিয়া উপস্থাপন করছি।
ব্রোকারে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন প্রক্রিয়া খুবই সহজ। শুধুমাত্র আপনার ইমেইল আইডি ব্যবহার করে রেজিস্ট্রেশন করে নিতে পারেন। এর জন্য অনুগ্রহ করে প্রথমে ব্রোকারের অফিসিয়াল ওয়েবসাইট www.exness.com ক্লিক করুন এবং পরবর্তী নির্দেশনা অনুসরন করুন। এছাড়াও ট্রেডিং অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন এর বিস্তারিত প্রক্রিয়া জানতে পারবেন, Exness Registration আর্টিকেলটি থেকে।
অ্যাকাউন্ট রেজিস্টার করার পর, অনুগ্রহ করে আপনার ক্যাবিনেটে লগইন করে নিতে হবে। আপনি যেই ইমেইল আইডি এবং পাসওয়ার্ড – রেজিস্ট্রেশন করার সময় ব্যবহার করেছেন সেটি প্রদান করে লগইন করেনিন। লগইন করার পর, আপনার সামনে ড্যাশবোর্ড ওপেন হবে। সেখান থেকে অনুগ্রহ করে “Open New Account” বাটনে ক্লিক করুন।
এই বাটনে ক্লিক করার পর, আপনার সামনে ব্রোকারের বেশকিছু ধরনের ট্রেডিং অ্যাকাউন্ট এর নাম আসবে। সেখান থেকে আপনি যেই ধরনের ট্রেডিং অ্যাকাউন্ট রেজিস্টার করতে চান সেটির পাশে থাকা Try Demo বাটনে ক্লিক করুন।
আপনি চাইলে এক কিংবা একাধিক ডেমো অ্যাকাউন্ট রেজিস্টার করে নিতে পারেন। এতে কোনও সমস্যা কিংবা বিধিনিষেধ নেই। এখন ধরুন আপনি ব্রোকারের Standard Account এর একটি প্র্যাকটিস অ্যাকাউন্ট রেজিস্টার করতে চান, তাহলে এখন “Standard” এর পাশে অবস্থিত “Try Demo” বাটনটিতে ক্লিক করুন।
ক্লিক করার পর, উপরের ন্যায় একটি ফর্ম আসবে সেখানে একাউন্ট এর ধরুন, ট্রেডিং টার্মিনাল, লিভারেজ এর পরিমাণ এবং ফান্ড এর পরিমাণ নির্ধারণ করে নিচে পাসওয়ার্ড প্রদান করুন “Create an Account” বাটনে ক্লিক করুন।
আপনার Demo Trading Account সম্পূর্ণরূপে ট্রেড করার জন্য তৈরি। ডেমো অ্যাকাউন্ট এর বিস্তারিত তথ্য আপনাকে ইমেইলের মাধ্যমে জানিয়ে দেয়া হবে।
এবার টার্মিনাল ডাউনলোড করে Demo Trading Account এর আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে লগইন করে নিন। প্র্যাকটিস ট্রেড করার জন্য, আপনার ট্রেডিং অ্যাকাউন্ট সম্পূর্ণরূপে তৈরি।
ব্যবহারের নির্দেশিকা
এখন আমরা প্র্যাকটিস করার জন্য সম্পূর্ণ তৈরি। সঠিক নিয়মে ডেমো ট্রেডিং করার জন্য বিশেষ এবং গুরুত্বপূর্ণ কিছু নির্দেশনা প্রদান করছি। অনুগ্রহ করে এই নিয়মগুলো অনুসরন করে এরপর ডেমো ট্রেডিং করবেন।
- ডেমো ট্রেডিং ব্যালেন্সঃ কাল্পনিক কোনও ব্যালেন্স দিয়ে ডেমো ট্রেডিং শুরু করা যাবেনা। বেশীরভাগ ক্ষেত্রেই দেখা যায়, আমরা অনেকবেশী পরিমাণ এমাউন্ট দিয়ে ডেমো ট্রেডিং শুরু করি। যেমন ধরুন, ১০০,০০০ ডলার কিংবা ১০,০০০ ডলার। নিজেকে প্রশ্ন করুন, আপনি যখন রিয়েল ট্রেডিং শুরু করবেন, তখন কি এই পরিমাণ এমাউন্ট ডিপোজিট করার সক্ষমতা রাখেন কিনা?সর্বদাই মনে রাখবেন, যেই পরিমাণ এমাউন্ট আপনি রিয়েল ট্রেডিং এর জন্য ব্যবহার করতে পারবেন, শুধুমাত্র সেই পরিমাণ এমাউন্টই আপনি ডেমো ট্রেডিং করার ক্ষেত্রে ব্যবহার করবেন। এর থেকে বেশী নয়। যেমন ধরুন, আপনার যদি ডিপোজিট করার সক্ষমতা হয় ২০০ ডলার, তাহলে এই পরিমাণ এমাউন্টই আপনি ডেমো ট্রেডিং এর ক্ষেত্রে ব্যবহার করবেন। এর থেকে বেশী নয়। অনেক ব্রোকারই ট্রেডারকে ডেমো ট্রেডিং করার জন্য ১০,০০০ কিংবা ১০০,০০০ ডলার স্বয়ংক্রিয়ভাবে প্রদান করে থাকে। এই পরিমান এমাউন্ট দিয়ে ডেমো ট্রেডিং করা যাবেনা। আপনার ব্রোকার যদি ডেমো অ্যাকাউণ্টের ব্যালেন্স নিজ মতন সেট করতে না দেয়, তাহলে ভিন্ন কোনও ব্রোকারে ডেমো ট্রেডিং শুরু করুন।
- ট্রেডিং এসেট নির্বাচন: ব্রোকার আপনাকে ট্রেডিং করার জন্য শ’খানেক এসেট প্রদান করবে। তবে আপনার কাজ হবে, শুধুমাত্র একটি এসেট নির্বাচন করে ডেমো ট্রেডিং করা। কোনওভাবেই ১টির বেশী এসেটে ট্রেড করা যাবেনা। অনেকেই ডেমো ট্রেডিং করার সময়, মনের মতন করে একাধিক কারেন্সি পেয়ার, গোল্ড, বিটকয়েনে ট্রেডিং শুরু করেন। এটির ফলাফল, আপনার ভবিষ্যৎ রিয়েল ট্রেডিং এর জন্য ভয়ানক হতে পারে। ট্রেডিং এর জন্য সঠিক কারেন্সি পেয়ার নির্বাচন করার পদ্ধতি সম্পর্কে জানতে এই আর্টিকেলটি পড়ে নিতে পারেন।
- মানি-ম্যানেজমেন্ট ক্যালকুলেশন: ট্রেডিং এর জন্য আপনি যেই পরিমাণ রিটার্ন প্রতিমাসে আশা করেন, সেটির ভিত্তিতেই আপনাকে বিনিয়োগ এর পরিমাণ নির্ধারণ করতে হবে। যেমন ধরুন, আপনি প্রতিমাসে ১০০ ডলার রিটার্ন আশা করছেন, সেই হিসাবে আমাদের পরামর্শ থাকবে কমপক্ষে ১০০০ ডলার বিনিয়োগ করার। অর্থাৎ, আপনি যেই পরিমাণ এমাউন্ট ডিপোজিট করবেন সেটির থেকে সর্বাধিক ৮-১০% প্রফিট রিটার্ন প্রতিমাসে প্রত্যাশা করতে পারেন। যেমন ধরুন, আপনার যদি প্রতি মাসে ১০০০ ডলার প্রফিট রিটার্ন আশা করেন, তাহলে আপনাকে কমপক্ষে ১০,০০০ ডলার বিনিয়োগ করতে হবে।এখন আপনার বিনিয়োগের পরিমাণ যদি হয় ২০০ ডলার, এক্ষেত্রে ১০% হিসাবে প্রতিমাসে ২০ ডলার প্রফিট রিটার্ন প্রত্যাশা করতে পারেন।
- লট সাইজ নির্ধারণ: প্রতিমাসে বিনিয়োগের ১০% প্রফিট করার জন্য, আপনাকে কি পরিমাণ লট কিংবা ভলিউমে এন্ট্রি গ্রহণ করতে হবে, সেটি আপনাকেই নির্ধারণ করে নিতে হবে। যেমন ধরুন, আপনি ৫০০ ডলার ডিপোজিট করবেন। এক্ষেত্রে প্রতিমাসে আপনার প্রফিট রিটার্নের পরিমাণ হবে ৫০ ডলার (১০%)। এখন চিন্তা করে দেখুন, ৫০ ডলার প্রফিট করার জন্য, আপনাকে কত লট কিংবা ভলিউমের এন্ট্রি গ্রহণ করতে হবে? এই হিসাব করে সর্বদাই এন্ট্রি গ্রহণ করতে হবে। লট কিংবা ভলিউম সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন এই আর্টিকেল থেকে।
- লিভারেজ: ডেমো ট্রেডিং এমনভাবে করার চেষ্টা করবেন, যেন আপনি রিয়েল ট্রেডিংই করছেন। এই জন্য কোনও ভাবেই লিভারেজের পরিমাণ বাড়িয়ে ট্রেডিং করা যাবেনা। লিভারেজ যত বেশী হবে, ট্রেডিং অ্যাকআউন্ট স্টপ-আউট হবার সম্ভাবনাও ততবেশী থাকবে। আমাদের পরামর্শ থাকবে, কোনওভাবেই ১ঃ২০০ এর বেশী লিভারেজ নিয়ে ট্রেডিং করা যাবেনা। ব্রোকার আপনাকে “unlimited” লিভারেজ ব্যবহার করার সুবিধা প্রদান করলেও, আপনি এটি থেকে দূরে থাকবেন। এই বিষয় সম্পর্কে আরও বিস্তারিত জানতে পারবেন “লিভারেজ আর্টিকেল” থেকে।
- স্ট্রেটিজি কিংবা কৌশল নির্ধারণ: Demo Trading Account ব্যবহার করার সবথেকে গুরুত্বপূর্ণ লক্ষ্য হচ্ছে, নিজের জন্য একটি পারফেক্ট ট্রেডিং স্ট্রেটিজি নির্ধারণ করা। এতে করে যখন রিয়েল ট্রেডিং শুরু করবেন, তখন আপনার কোনও সমস্যায় পরতে হবেনা। অর্থাৎ, এই ডেমো ট্রেডিং হচ্ছে এক ধরনের “Beta Testing” এর স্থান, যেখানে আপনি বিভিন্ন টেকনিক্যাল টুল, ইন্ডিকেটর নিয়ে ট্রেডিং করবেন এবং এগুলোর রেজাল্ট কি ধরনের হচ্ছে, সেটি মনিটর করবেন। যতদিন পর্যন্ত আপনি নিজের জন্য পারফেক্ট ট্রেডিং স্ট্রেটিজি সেট করতে না পারবেন, ততদিন পর্যন্ত রিয়েল ট্রেডিং শুরু করা যাবেনা। এই বিষয়টিত আরও বিস্তারিত জানার জন্য “ফরেক্স ট্রেডিং স্ট্রেটিজি” আর্টিকেলটি পড়ে নিতে পারেন।
- ট্রেড মনিটরিং: প্রতিদিন কিংবা সপ্তাহে কিংবা মাস জুড়ে কি পরিমান ট্রেড করছেন, সেটির মধ্যে কতগুলো প্রফিট হল কিংবা কি পরিমান লস করলেন, নেট প্রফিট নাকি লস, প্রফিট হলে ব্যালেন্সের রেশিও হিসাবে কত % প্রফিট করলেন কিংবা লস করলেন, সেটির অবশ্যই হিসাব রাখবেন।এতে করে আপনি বুঝতে পারবেন, আপনি যেই পথে ট্রেড করছেন সেটি আপনার জন্য ভালো হচ্ছে নাকি খারাপ।এই মনিটরিং এর মাধ্যমে প্রতি মাস শেষ আমরা কি পরিমান প্রফিট কিংবা লস করতে সক্ষম হয়েছি এবং আমাদের টার্গেট হিসাবে, উপার্জন কি পরিমানে হয়েছে সেটি সম্পর্কে আমরা বিস্তারিত তথ্য জানতে পারি। সম্পূর্ণ এই মনিটরিং প্রক্রিয়ার বিস্তারিত তথ্য জানতে পারবেন রিয়েল ট্রেডিং এর করনীয় আর্টিকেল থেকে।
পরামর্শ
ডেমো ট্রেডিং সম্পর্কে অনেকই আজে-বাজে কথা বলে। এই ট্রেডিং করে কোনও ফায়দা নাই। ডেমো ট্রেডিং এর কোনও ইমপ্যাক্ট রিয়েল মার্কেটে হয়না। শুধু শুধু সময় নষ্ট এবং আরও অনেককিছু। যাদের কাছ থেকে এই ধরনের কথা শুনবেন, পরামর্শ থাকবে, তাদের কাজ থেকে দূরে থাকার।
ডেমো ট্রেডিং, আপনার অনুশীলনের জায়গা। খেলোয়াড় যেমন বড় কোনও ম্যাচ খেলার আগে, কোঠর অনুশীলন করে থাকেন, ঠিক একই নিয়মে রিয়েল ট্রেডিং করার পূর্বে, আপনাকেও ভালো করে এবং সঠিক নিয়মে ডেমো ট্রেডিং করতে হবে। ট্রেডিং করার যত পদ্ধতি রয়েছে তার সবকিছুই এই প্র্যাকটিস ট্রেডিং সেশনে এপ্লাই করে দেখবেন, কোনটি আপনার জন্য কাজ করছে। এতে করে যখন রিয়েল ট্রেডিং করা শুরু করবেন, তখন আপনার জন্য কোনও সমস্যাই আসবেনা। তবে অবশ্যই মনে রাখতে হবে, করার জন্য ডেমো ট্রেডিং নয়, সঠিক নিয়মে এবং রিয়েল ট্রেডিং করার মতন করে যদি ডেমো ট্রেডিং করতে পারেন, তাহলে আপনার বিনিয়োগ কখনোই লস হবেনা। গ্যারান্টি দিয়ে বলতে পারি।
আশা করি আর্টিকেলটি আপনার ভালো লেগেছে। এই আর্টিকেল সম্পর্কিত বিশেষ কোনও প্রশ্ন থাকলে আমাদের জানাতে পারেন কিংবা নিচে কমেন্ট করতে পারেন। প্রতিদিনের আপডেট ইমেইল এর মাধ্যমে গ্রহনের জন্য, নিউজলেটার সাবস্ক্রাইব করে নিতে পারেন। গুরুত্বপূর্ণ বিষয়গুলো টিউটোরিয়াল দেখার জন্য অনুগ্রহ করে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এছাড়াও, যুক্ত হতে পারেন আমাদের ফেইসবুক এবং টেলিগ্রাম চ্যানেলে। এছারাও ট্রেড শিখার জন্য জন্য আমাদের রয়েছে বিশেষায়িত অনলাইন ট্রেনিং পোর্টাল।