Instaforex Mobile Trading

0
32
সর্বশেষ আপডেট: September 13, 2020
You are here:
প্রত্যাশিত পড়ার সময়: < 1 min

Instaforex Mobile Trading Terminal- অনেকদিন ধরেই আমরা ইন্সটাফরেক্স মোবাইল ট্রেডিং প্লাটফর্ম সম্পর্কে বেশ কিছু অভিযোগ পাচ্ছিলাম। অনেকেই বলেছেন, স্মার্টফোনে ব্যবহার করার জন্য ইন্সটাফরেক্স ব্রোকারের যেই Apps রয়েছে সেটি ঠিক মতন কাজ করছে না। আমরা এই বিষয়ে ব্রোকারের সাথে আলোচনা করেছি।

এখন থেকে Meta Trader 4 নামের যেই apps রয়েছে সেখানে ইন্সটাফরেক্স ব্রোকারের জন্য ব্যাবহার করা যাবে। ইন্সটাফরেক্স, স্মার্টফোনে ট্রেড করার জন্য এখন যেই প্ল্যাটফর্ম প্রদান করছে। সেটার কারিগরি কিছু ত্রুটি থাকার কারনে কিছু কিছু ট্রেডাররের ট্রেড করতে বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে।

এমতাবস্থায়, ইন্সটাফরেক্স ব্রোকার নতুন করে মোবাইলে ট্রেড করার জন্য Meta trader-4 apps টি ব্যাবহার করার পরামর্শ প্রদান করেছে। অনুগ্রহ করে সবাই gogole Play Store থেকে MetaTrader 4 apps টিকে ইন্সটল করে নিবেন।

 

আরটিকেল সম্পর্কে মতামত
খারাপ 0 0 of 0 found this article helpful.
Views: 33

আরও জানুন

পূর্ববর্তী: Neteller একাউন্ট ভেরিফাই সংক্রান্ত (Case Study)
পরবর্তী: Forex Trading Risk
পূর্বের আর্টিকেলInstaforex 5 decimal account
পরবর্তী আর্টিকেলForex Trading Risk
নতুনদের ফরেক্স ট্রেডিং সংক্রান্ত সকল ধরণের সহায়তা করার জন্য ,ফরেক্স বাংলাদেশ কাজ করে যাচ্ছে। ইতিমধ্যেই আমরা প্রায় ২২০০+ অধিক ট্রেডারকে, ফরেক্স ট্রেডিং সংক্রান্ত সঠিক দিক নির্দেশনা প্রদান করে আসছি এবং আমাদের এই অগ্রযাত্রা অব্যাহত থাকবে বলে আশা করি। ফরেক্স ট্রেডিং সংক্রান্ত আপনার যেকোনো সহায়তার জন্য আমাদের সাথে যোগাযোগ করুন। ধন্যবাদ ।

কমেন্ট/প্রশ্ন করুন

Please enter your comment!
Please enter your name here