8 কমেন্ট

  1. আমার নামীয় verified skrill account এ $১,০৩০ ডিপোজিট করব।
    খুবই জরুরী।
    ব্যাংকের ডেবিট/ক্রেডিট কার্ড দিয়ে ডিপজিট করতে পারতেছিনা।

  2. একটা একাউন্টে কত ডলার রিসিভ করা যাবে.? এবং একটা একাউন্ট থেকে বাংলাদেশের ব্যাংক একাউন্টে কত ডলার ভাঙ্গানো যাবে এক দিনে.?

    • কমেন্ট এর জন্য ধন্যবাদ। স্ক্রিল একাউন্ট থেকে আপনার লোকাল ব্যাংক একাউন্টে ফান্ড উত্তোলন করার কোনও নির্দিষ্ট সীমা নেই। আপনার স্ক্রিল একাউন্টের যাবতীয় সকল অর্থই আপনি ব্যাংক ট্র্যান্সফার করার মাধ্যমে উত্তোলন করে নিতে পারবেন। বাংলাদেশ ব্যাংক এর নির্দেশনা অনুসারে একটি নির্দিষ্ট ট্রানজেকশনের মাধ্যমে ১০,০০০ ডলার পর্যন্ত আপনি বৈদেশিক মুদ্রা ট্র্যান্সফার করার মাধ্যমে দেশিয় ব্যাংক একাউন্টে নিয়ে আসতে পারবেন। এতে কোনও সমস্যা নেই। ব্যাংক আপনার থেকে কিছুই চাইবে না। তবে যদি এমাউন্টের পরিমাণ ১০,০০০ ডলারের উপরে হয় তাহলে শুধুমাত্র টাকা ট্র্যান্সফার করার প্রমানপত্র হিসাবে, স্ক্রিল একাউন্টের স্টেট্মেন্ট সাবমিট করতে হবে।

  3. স্ক্রিল এ ডলার ডিপোজিট করার জন্য ইন্টারন্যাশিনাল ক্রেডিট কার্ড দরকার…কিন্তু ব্যাংক কর্তৃপক্ষের কাছে চাইলে অনেক প্রশ্নের সম্মুক্ষিন হতে হচ্ছে…তখন যদি বলি ফরেক্স ব্রোকার এ ডিপোজিট করার জন্য স্ক্রিল এ ডলার সেন্ড করব… তখন উত্তর দেয় ফরেক্স অবৈধ…এর জন্য কার্ড দেয়া সম্ভব না…এক্ষেত্রে আমি কিভাবে পেতে পারি কার্ড?

কমেন্ট/প্রশ্ন করুন

Please enter your comment!
Please enter your name here