US Dollar Index (USDX) কিভাবে ফরেক্স ট্রেডে ব্যবহার করবেন?

2
848
US Dollar Index
US Dollar Index

আমাদের আগের আর্টিকেল গুলোতে আমরা এই US Dollar Index (USDX) এর বিভিন্ন বিষয়ে আপনাদেরকে পরিচিত করানোর চেষ্টা করেছি। কিভাবে এই ইনডেক্স গঠিত এবং কি করে এই ‘ইনডেক্স চার্ট’ বুঝতে পারবেন এই বিষয়ে।

এখন প্রশ্ন হচ্ছে, আপনি কিভাবে এই ইনডেক্স ব্যবহার করে ফরেক্স ট্রেড করবেন? কোনও আইডিয়া আছে? জানি নেই। চিন্তার কিছু নেই, আজকের আর্টিকেলের মুল বিষয় হচ্ছে কিভাবে এই US Dollar Index (USDX) ব্যবহার করে ফরেক্স ট্রেড করবেন।

আমরা সবাই জানি, ফরেক্স মার্কেটে সবচেয়ে বেশী U.S. dollar সম্পর্কিত কারেন্সি পেয়ারের ট্রেড হয়ে থাকে। যেমন, EUR/USD, GBP/USD, USD/CHF, USD/JPY, এবং USD/CAD আরও অনেক।

আপনি যদি এধরনের কোনও পেয়ারে ট্রেড করে থাকেন তাহলে, USDX আপনাকে এন্ট্রি নিতে সবচেয়ে বেশী সাহায্য করবে। যদি এই ধরনের পেয়ারে ট্রেড না করেন তাহলেও USDX, আপনাকে U.S. dollar এর সার্বিক মান সম্পর্কে জানতে সহায়তা করবে।

ফরেক্স ট্রেডে, USDX এক কথায় U.S. dollar এর শক্তির নির্ণায়ক হিসাবে কাজ করে থাকে।

আমরা আগের আর্টিকেল থেকে জেনেছি, USDX এর মানের ৫০% বেশী প্রভাবিত হয় euro zone দ্বারা। এক্ষেত্রে EUR/USD, ইনডেক্স এর সম্পর্ক হচ্ছে বিপরীতমুখী। চলুন দেখে নেই-

US Dollar Index Daily Chartএখন EUR/USD এর চার্ট লক্ষ্য করুন,

EUR/USD Daily Chartকি মনে হচ্ছে? দেখে মনে হচ্ছে না, আয়নাতে ছবি দেখছেন? যদি ডলার ইনডেক্স আপ ট্রেন্ডে থাকে তাহলে EUR/USD থাকবে ডাউন ট্রেন্ডে।

অর্থাৎ, আপনি যদি EUR/USD পেয়ারে ট্রেড করেন তাহলে USDX এর চার্ট দেখে বুঝতে পারবেন এই পেয়ারের সার্বিক অবস্থা। কোন দিকে যেতে পারে ইত্যাদি। অনেক প্রফেশনাল ট্রেডাররা এই ডলার ইনডেক্সকে EUR/USD পেয়ারে ট্রেড করার জন্য একটি ফরেক্স ইন্ডিকেটর হিসাবেও ব্যবহার করে থাকেন।

যদি আপনি এই ইনডেক্সে, ভালো ধরনের কোনও মুভমেন্ট লক্ষ্য করেন তাহলে বুঝবেন কারেন্সি ট্রেডাররাও এই মুভমেন্ট অনুসারে তাদের এন্ট্রি পজিশনের পরিবর্তন করাবেন।

অর্থাৎ, আমরা এক কথায় বলতে পারি- ‘USD এর দিক নির্ণায়ক হিসাবে USDX কাজ করে’

US Dollar Index অনুসারে কারেন্সির অবস্থান

আমরা কিছুক্ষণ আগে বলেছি, ‘USD এর দিক নির্ণায়ক হিসাবে USDX কাজ করে’। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, এই ইনডেক্স এর প্রভাব কোন পেয়ারে কি রকমের পড়বে?

মনে করুন, আপনি EUR/USD কারেন্সি পেয়ারে ট্রেড করছেন। এখন USDX আগের থেকে শক্তিশালী হচ্ছে এবং আপ ট্রেন্ডের দিকে রয়েছে। তাহলে আপনি EUR/USD পেয়ারের চার্টে ডাউন ট্রেন্ড মুভমেন্ট দেখবেন।

এক কথায় যেসব পেয়ার দেখতে এই রকম ‘XXX/USD’ সেগুলো ডাউন ট্রেন্ড মুভমেন্টে থাকবে।

আবার লক্ষ্য করুন, আপনি এবার USD/CHF কারেন্সি পেয়ারে ট্রেড করছেন। এখন USDX আগের থেকে শক্তিশালী হচ্ছে এবং আপ ট্রেন্ডের দিকে রয়েছে। তাহলে আপনি USD/CHF পেয়ারের চার্টে আপ ট্রেন্ড মুভমেন্ট দেখবেন। নিচের চার্টটি লক্ষ্য করুন-

USDX Daily Chartএখন USD/CHF এর চার্ট লক্ষ্য করুন

USDCHF Daily Chartকিছু বুঝেলন? দেখতে প্রায় একই রকমের চার্ট! যদি বুঝতে পারেন এরকম কেন হল, তাহলে মনে করবেন আপনি ফরেক্স ট্রেডে USDX এর ব্যাবহার বুঝে গেছেন। আর যদি এখনও সমস্যা হয় তাহলে সম্পূর্ণ আর্টিকেলটি আরও একবার মনোযোগ সহকারে পড়ুন।

USDX ট্রেডে ব্যবহারের আবশ্যিক পরামর্শ

  • যদি USD বেইস কারেন্সি হয় (USD/XXX), তাহলে ইনডেক্সের সাথে কারেন্সি পেয়ারের মুভমেন্ট একই দিকে হবে।
  • যদি USD কোট কারেন্সি হয় (XXX/USD), তাহলে ইনডেক্সের সাথে কারেন্সি পেয়ারের মুভমেন্ট বিপরীত দিকে হবে।

আশা করি আর্টিকেলটি আপনার ভালো লেগেছে। এই আর্টিকেল সম্পর্কিত বিশেষ কোনও প্রশ্ন থাকলে আমাদের জানতে পারেন কিংবা নিচে কমেন্ট করতে পারেন। প্রতিদিনের আপডেট ইমেইল এর মাধ্যমে গ্রহনের জন্য, নিউজলেটার সাবস্ক্রাইব করে নিতে পারেন। এছারাও যুক্ত হতে পারেন আমাদের ফেইসবুক এবং কমিউনিটি পোর্টালে। সেই সাথে রয়েছে আমাদের ভিডিও ট্রেনিং লাইব্রেরী। এছারাও ট্রেড শিখার জন্য জন্য আমাদের রয়েছে অনলাইন ট্রেনিং পোর্টাল।

2 কমেন্ট

    • সব ব্রোকার ডলার ইনডেক্স এর চার্ট দেখতে দেয় না। তবে ইন্সটাফরেক্স ব্রোকার এই ইনডেক্সে ট্রেড করার সুবিধা দেয় যার কারনে আপনি চাইলে চার্ট দেখতে পারবেন। বিস্তারিত লিংক – https://fxbd.co/instaforex

কমেন্ট/প্রশ্ন করুন

Please enter your comment!
Please enter your name here