WesternFx সম্পর্কে আমরা আগেও আপনাদের সাথে আলোচনা করেছি। স্ট্যান্ডার্ড লট এর এই ব্রোকার আমাদের দেশে অনেক বেশী জনপ্রিয় এবং দিন দিন এদের জনপ্রিয়তা আরও বাড়ছে। গ্রাহকের বিভিন্ন ধরনের চাহিদার কথা মাথায় রেখে WesternFx বিভিন্ন ধরনের ট্রেডিং একাউন্ট অফার করে থাকে। একজন নতুন ট্রেডার হিসাবে আপনি কিছুটা সন্দিহান হয়ে পরতে পারেন। এই আর্টিকেলে আমরা বিভিন্ন ধরনের WesternFx Account সম্পর্কে আলোচনা করেছি এবং তাদের মধ্যকার পার্থক্য দেয়ার চেষ্টা করেছি। আশা করি আপনার ভালো লাগবে।
তবে চিন্তার কিছুই নেই। এই আর্টিকেলে আমরা আপনাকে এই ব্রোকারের বিভিন্ন ধরনের একাউন্টের সুবিধা এবং অসুবিধা নিয়ে আলোচনা করবো যাতে আপনি সহজে এই ব্রোকারে একটি ট্রেডিং একাউন্ট খুলে নিতে পারেন।
WesternFX Account Comparison
নিচের এই টেবিলের মাধ্যমে বিভিন্ন ধরনের ট্রেডিং একাউন্টগুলোর মধ্যকার প্রধান কিছু পার্থক্য দেখানোর চেষ্টা করেছি। আপনি এখান থেকে আপনার পছন্দ অনুযায়ী যেকোনো একটি ট্রেডিং একাউন্ট খুলে নিতে পারবেন।
Account Type | Standard | Prime | VIP | ECN | Zero Spread |
---|---|---|---|---|---|
সর্বনিম্ন ডিপোজিট | 25$ | 10,000$ | 20,000$ | 250$ | 500$ |
স্প্রেডের ধরণ | Variable starts from 1.4 | Variable starts from 1.4 | Variable starts from 0.9 | Variable starts from 0.2 | Variable starts from 0.1 |
সর্বোচ্চ লিভারেজ | 1:500 | 1:500 | 1:100 | 1:100 | 1:100 |
ট্রেডিং প্ল্যাটফর্ম | MT5, Android, IOs | MT5, Android, IOs | MT5, Android, IOs | MT5, Android, IOs | MT5, Android, IOs |
৫ দশমিক | Yes | Yes | Yes | Yes | Yes |
নিজস্ব একাউন্ট মানেজার | No | Yes | Yes | No | Yes |
একাউন্ট কারেন্সি | USD | USD | USD | USD | USD |
বোনাস অফার | Yes | Yes | No | No | No |
এক্সিকিউশন | Market Execution | Market Execution | Market Execution | Market Execution | Market Execution |
ট্রেড লট সাইজ | 0.01 | 0.01 | 0.01 | 0.01 | 0.01 |
স্টপ আউট % | 10% | 10% | 20% | 20% | 20% |
কমিশন | No | No | Yes | Yes | Yes |
Swap/সোআপ | No | No | Yes | Yes | Yes |
একাউন্ট | একাউন্ট খুলুন | একাউন্ট খুলুন | একাউন্ট খুলুন | একাউন্ট খুলুন | একাউন্ট খুলুন |
আশা করি আর্টিকেলটি আপনার ভালো লেগেছে। এই আর্টিকেল সম্পর্কিত বিশেষ কোনও প্রশ্ন থাকলে আমাদের জানতে পারেন কিংবা নিচে কমেন্ট করতে পারেন। প্রতিদিনের আপডেট ইমেইল এর মাধ্যমে গ্রহনের জন্য, নিউজলেটার সাবস্ক্রাইব করে নিতে পারেন। এছারাও যুক্ত হতে পারেন আমাদের ফেইসবুক এবং কমিউনিটি পোর্টালে। সেই সাথে রয়েছে আমাদের ভিডিও ট্রেনিং লাইব্রেরী। এছারাও ট্রেড শিখার জন্য জন্য আমাদের রয়েছে অনলাইন ট্রেনিং পোর্টাল।
কিভাবে এখান থেকে আমরা আয় করবো? এখানে কি পুঁজি বিনিয়োগ করা লাগে?
কমেন্ট এর জন্য ধন্যবাদ।
ট্রেডিং এর জন কি কি প্রয়োজন সেটি জানতে পারবেন এই আর্টিকেল থেকে – https://fxbd.co/UfU0y । এটি অনেকটা স্টক মার্কেট এর মতন। বিনিয়োগ এর প্রয়োজন হয়।