স্কাল্পিং কি? এই ট্রেড কাদের জন্য?

2
2443
Forex Scalping
Forex Scalping

Forex Scalping

Forex Scalping- ফরেক্স ট্রেডিং এর সবচেয়ে দ্রুততম ট্রেড হচ্ছে স্কাল্পিং। এই ধরনের ট্রেড গুলো মূলত কয়েক সেকেন্ড থেকে শুরু করে কয়েক মিনিটের জন্য হয়ে থাকে। ফরেক্স স্কাল্পারদের প্রধান মন্ত্র হচ্ছে, মার্কেটে যখন মুভমেন্ট বেশী থাকে তখন ছোট প্রফিট বের করে নিয়ে আশা এবং এটার পুনারাবৃতি করতে থাকা।

– ভিডিও টিউটোরিয়াল –

স্কাল্পাররা ফরেক্স চার্টে সবসময় সক্রিয় থাকেন যার কারণে, স্কাল্পিং তাদের জন্য সবচেয়ে ভালো যারা ঘণ্টার পর ঘণ্টা সময় ফরেক্স চার্টে দিয়ে থাকেন।

স্কাল্পিং ট্রেডিং এর জন্য সূক্ষ্ম নজর এবং দ্রুত চিন্তা সবচেয়ে বেশী পরিমান প্রয়োজন। যারা খুব ভালো করে মার্কেটের হঠাৎ ঘটে যাওয়া প্রাইসের পরিবর্তন ধরতে পারেন তাদের জন্য স্কাল্পিং এক কথায় আদর্শ। কিন্তু এটার জন্য আপনাকে খুব ভালো করে মনস্তাত্ত্বিক চিন্তা এবং দ্রুত পদক্ষেপ গ্রহনে পারদর্শী হতে হবে।

আপনি একজন ফরেক্স স্কাল্পার হতে পারবেন যদিঃ

  • আপনি, দ্রুত ট্রেড করা এবং উত্তেজনা পছন্দ করেন।
  • আপনি, ফরেক্স চার্টে প্রচুর সময় দেয়াকে যদি আপনি বিরক্ত না হন
  • আপনি, লম্বা সময়ের ট্রেডে আগ্রহি না থাকেন
  • আপনি, খুব ধূর্ত প্রকৃতির ট্রেডার হয়ে থাকেন
  • আপনি, পরিবর্তনশীল চার্টের সাথে মানিয়ে ট্রেড করতে পছন্দ করেন

আপনি একজন ফরেক্স স্কাল্পার হতে পারবেন না যদিঃ

  • আপনি, মার্কেটের দ্রুত মুভমেন্টের কারণে অস্থির হয়ে যান
  • আপনি, ফরেক্স চার্টে প্রচুর সময় দিতে না পারেন
  • আপনি, অল্প ট্রেড করে বেশী প্রফিটে আশাবাদি ট্রেডার হয়ে থাকেন
  • আপনি, ফরেক্স চার্টের থেকে সামগ্রিক মার্কেটের অবস্থান সম্পর্কে এনালাইসিস করতে বেশী পছন্দ করেন

স্কাল্পিং করার জন্য আপনাকে কিছু জিনিস অবশ্যই মনে রাখতে হবেঃ

যেসব পেয়ারের তারল্য মান (liquidity) বেশী শুধুমাত্র সেগুলোতে ট্রেড করাঃ

EUR/USD, GBP/USD, USD/CHF, এবং USD/JPY এই পেয়ারগুলো আপনাকে সবচেয়ে কম স্প্রেডে ট্রেড করার সুবিধা দিবে। তার কারন হচ্ছে, এদের ট্রেডিং ভলিউম অন্যান্য পেয়ারের থেকে অনেক বেশী। স্কাল্পিং এর জন্য লো-স্প্রেড অনেক বেশী গুরুত্বপূর্ণ কারন আপনি ছোট আকারের প্রফিট নিবেন এবং অনেক কম সময়ের মধ্যে।

দিনের সবচেয়ে ব্যস্ততম সময়ে ট্রেড করাঃ

দিনের সবচেয়ে ব্যস্ততম সময় হচ্ছে যখন একটি সেশন অন্য একটি সেশনের সাথে মিলে যায়। মার্কেটে তখন লিকুইডিটির পরিমাণ অনেক বেশী থাকে এবং এই সময় গুলোতে মার্কেটে প্রাইস মুভমেন্ট অনেক বেশী থাকে।

বিস্তারিত জানার জন্য কোন সময়ে ফরেক্স ট্রেড করবেন এই লিংকে দেখুন।

স্প্রেডের দিকে লক্ষ্য রাখাঃ

যেহেতু আপনি মার্কেটে খুব দ্রুত এন্ট্রি নিবেন এবং বের হয়ে যাবেন সেই জন্য, স্প্রেড- আপনার প্রফিটের একটি ফ্যাক্টর হিসাবে কাজ করবে। মনে রাখবেন, আপনার লক্ষ্য হতে হবে স্প্রেডের থেকে দিগুন পরিমাণ প্রফিট বের করে নিয়ে আসা যাতে কোনও কারণে মার্কেট যদি আপনার বিপরীতে মুভ করে সেই লস টাকে তুলে আনতে পারেন।

একটি নির্দিষ্ট পেয়ারে ফোকাস করুনঃ

স্কাল্পিং হচ্ছে অস্থির এবং উত্তেজনা প্রবন তাই আপনি যদি আপনার সম্পূর্ণ শক্তি একটির পিছনে খরচ করেন তাহলে আপনি আরও ভালো ফলাফল পাবেন বলে আমারা মনে করি। একাধিক পেয়ারে স্কাল্পিং করাটা অনেক কষ্টের এবং এখানে প্রচুর মনোযোগের অভাব থাকে।

মানি-ম্যানেজমেন্ট সম্পর্কে ভালো ধারনা থাকাঃ

যেকোনো ধরনের ট্রেড করতে গেলে সর্বপ্রথম ভালো করে মানি-ম্যানেজমেন্ট সম্পর্কে ধারনা রাখা উচিত। মনে রাখবেন একটা কথা ফরেক্স মার্কেটে প্রতিটি প্রফিট এর পিছনে আলাদা আলাদা লসের সম্ভাবনাও থাকে। সঠিক মানি-ম্যানেজমেন্ট আপনাকে হঠাৎ ঘটে যাওয়া কোনও লসের থেকে আপনার ইনভেস্টকে সুরক্ষা প্রদানে সহায়ক হবে।

গুরুত্বপূর্ণ নিউজ রিপোর্ট আপনার জন্য ভয়ানক হতে পারেঃ

প্রতিদিন ফরেক্স মার্কেটে কিছু গুরুত্বপূর্ণ নিউজ বা ইভেন্ট হয়ে থাকে। আপনি যেহেতু সবচেয়ে বেশী ব্যস্ততম সময়ে ট্রেড করছেন, এই নিউজ গুলো আপনার জন্য সর্বনাশের কারন হয়ে উঠতে পারে। যখন গুরুত্বপূর্ণ নিউজ রিলিজ হয় তখন মার্কেটের প্রাইস মুভমেন্ট অনেক বেশী থাকে, এতোটাই বেশী থাকে যেটা আপনার স্কাল্পিং এর জন্য সমস্যার সৃষ্টি করতে পারে। তাই স্লাপিং ট্রেড করার আগে প্রতিদিনের নিউজ-ক্যালেন্ডার ভালো করে দেখে নিন।

 


আশা করি আর্টিকেলটি আপনার ভালো লেগেছে। এই আর্টিকেল সম্পর্কিত বিশেষ কোনও প্রশ্ন থাকলে আমাদের জানতে পারেন কিংবা নিচে কমেন্ট করতে পারেন। প্রতিদিনের আপডেট ইমেইল এর মাধ্যমে গ্রহনের জন্য, নিউজলেটার সাবস্ক্রাইব করে নিতে পারেন। এছারাও যুক্ত হতে পারেন আমাদের ফেইসবুক এবং কমিউনিটি পোর্টালে। সেই সাথে রয়েছে আমাদের ভিডিও ট্রেনিং লাইব্রেরী। এছারাও ট্রেড শিখার জন্য জন্য আমাদের রয়েছে অনলাইন ট্রেনিং পোর্টাল।

2 কমেন্ট

কমেন্ট/প্রশ্ন করুন

Please enter your comment!
Please enter your name here