EURUSD টেকনিক্যাল এনালাইসিস মে ৯

0
122
EURUSD Technical Analysis For May 09, 2019
EURUSD Technical Analysis For May 09, 2019

FXBangladesh.com – গত বেছকিছুদিন ধরে মেজর কারেন্সি পেয়ার EUR/USD প্রাইস চার্টে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ মুভমেন্ট লক্ষ্য করছি একটু বড় টাইমফ্রেম অনুযায়ী একটি নির্দিষ্ট রেঞ্জ এর মধ্যে বিদ্যমান। বর্তমানে প্রাইস একটি ডাউনট্রেন্ড লাইন অনুসরণ করে ক্রমশ লোয়ার হাই এবং হাইয়ার লো তৈরি করে চলেছে যা একটি চার্ট প্যাটার্ন এর নির্দেশক হিসাবে কাজ করে। অনুগ্রহ করে নিচের চার্টটি একটু ভাল করে লক্ষ্য করুন –

EURUSD Technical Analysis For May 09, 2019 - Price Is inside a Symmetrical Triangle Chart Pattern According to H4 Time Frame

উপরের H4 টাইমফ্রেমের চার্টে, EUR/USD কারেন্সি পেয়ারের বর্তমান অবস্থান। চার্টে লক্ষ্য করুন, প্রাইস ক্রমশ একটি ত্রিভুজ এর মতন প্যাটার্ন তৈরি করেছে। ট্রেড এর ভাষায় এই প্যাটার্নকে বলা হয়, Symmetrical Chart Pattern । মার্কেট এর এই বিদ্যমান অবস্থা অনুযায়ী এখনই কোনও ধরনের এন্ট্রি গ্রহন করা থেকে বিরত থাকুন। প্রাইস এই চার্ট প্যাটার্ন এর যেদিকে ব্রেকআউট করতে সক্ষম হবে, আমাদের নতুন এন্ট্রিও হবে ঠিক সেদিকেই। সে পর্যন্ত অপেক্ষা করাই হবে বুদ্ধিমানের কাজ।

ট্রেডিং পরামর্শ – 

  • H4 টাইমফ্রেম এর জন্য প্রযোজ্য হবে।
  • এখনই নতুন কোনও BUY / SELL এন্ট্রি গ্রহন করা থেকে বিরত থাকুন।
  • চার্ট প্যাটার্ন এর যেদিকে প্রাইস ব্রেকআউট দিকে সেদিকেই নতুন এন্ট্রি গ্রহন করা যেতে পারে।
  • পসিবল বাই ব্রেকআউট লেভেল 1.1213 এর উপরে ক্যান্ডেল ক্লোজ এবং এর অবস্থান।
  • পসিবল সেল ব্রেকআউট লেভেল 1.1172 এর নিচে ক্যান্ডেল ক্লোজ এবং এর অবস্থান।

ঝুঁকি সতর্কতা 

ফরেক্স ট্রেডিং একটি ঝুঁকিপূর্ণ বিনিয়োগ মাধ্যম। প্রকাশিত এই এনালাইসিস শুধুমাত্র আপনাকে মার্কেটের বিদ্যমান একটি ধারণা প্রদানের জন্য দেয়া হয়েছে। শুধুমাত্র, এই এনালাইসিস এর উপর ভিত্তি করেই কোনও ধরনের ট্রেডে এন্ট্রি গ্রহন করা থেকে বিরত থাকুন। আপনার কোনও ধরনের লস/ক্ষতির দায়ভার FX Bangladesh গ্রহন করবে না। বিস্তারিত জানার জন্য অনুগ্রহ করে আমাদের Risk Warning আর্টিকেলটি পড়ে নিন।


নতুন সেবা: কমিউনিটি পোর্টাল

ফরেক্স ট্রেডিং, আর সহজ এবং নিজেদের জ্ঞান এর পরিধি আরও সম্প্রসারনের জন্য আমরা নিয়ে এসেছি “মেম্বারশিপ পোর্টাল” যেখানে সকল ধরনের নতুন এবং পুরাতন টেডার নিজদের মতামত, এনালাইসিস, বিভিন্ন বিষয় এর উপর আলোচনা করার মাধ্যমে একে অন্যের সাথে নিজ নিজ জ্ঞান শেয়ার করে নিতে পারবনে। অর্থাৎ, এই পোর্টাল এর মাধ্যমে আমরা চেয়েছি ফরেক্স ট্রেডিং সংক্রান্ত একটি দক্ষ ট্রেডিং কমিউনিটি তৈরি করতে যাতে করে ট্রেড সম্পর্কে জানতে এবং শিখতে আরও সহজতর হয়। ফ্রি একাউন্ট রেজিস্টার করে নিন এখনই। – ট্রেডিং কমিউনিটি


 

আশা করি এই আর্টিকেলটি আপনার ভালো লেগেছে।
সম্পূর্ণ নতুন করে তৈরি আমাদের অনলাইন ট্রেনিং প্রোগ্রামে এখনই রেজিস্ট্রেশন করুন। ফরেক্স মার্কেট সম্পর্কিত যেকোনো তথ্য আমাদের Facebook এবং Community থেকে জানুন।
গুরুত্বপূর্ণ সব আপডেট পেতে সাবস্ক্রাইব করুন।

 

পূর্বের আর্টিকেলEURUSD টেকনিক্যাল এনালাইসিস মে ৮
পরবর্তী আর্টিকেলকমিউনিটি পোর্টাল এর এপ্স
নতুনদের ফরেক্স ট্রেডিং সংক্রান্ত সকল ধরণের সহায়তা করার জন্য ,ফরেক্স বাংলাদেশ কাজ করে যাচ্ছে। ইতিমধ্যেই আমরা প্রায় ২২০০+ অধিক ট্রেডারকে, ফরেক্স ট্রেডিং সংক্রান্ত সঠিক দিক নির্দেশনা প্রদান করে আসছি এবং আমাদের এই অগ্রযাত্রা অব্যাহত থাকবে বলে আশা করি। ফরেক্স ট্রেডিং সংক্রান্ত আপনার যেকোনো সহায়তার জন্য আমাদের সাথে যোগাযোগ করুন। ধন্যবাদ ।

কমেন্ট/প্রশ্ন করুন

Please enter your comment!
Please enter your name here