Exness – এক্সনেস কি বাংলাদেশ সাপোর্ট করে?

0
78

এক্সনেস কি বাংলাদেশ সাপোর্ট করে?

যদিও বাংলাদেশে এক্সনেস ব্রোকার বৈধ নয় তারপর, বাংলাদেশী হিসাবে আপনি চাইলে এই ব্রোকারে ট্রেডিং একাউন্ট রেজিস্টার করার সাথে সাথে লেনদেন করার মাধ্যমে ট্রেডিং করতে পারবেন। অর্থাৎ, আপনি বাংলাদেশ থেকে একাউন্ট রেজিস্ট্রেশন করতে পারবেন এবং ট্রেডও করতে পারবেন।

ব্রোকার হিসাবে এটি নিরাপদ এবং বিশ্বস্ততার সাথে ব্যবসা পরিচালনা করে আসছে। ব্রোকার বাংলাদেশে বৈধ না হলেও আপনি অনলাইনে ব্রোকারের সকল ধরনের সেবা গ্রহন করতে পারবেন। এক্সনেস ব্রোকার সম্পর্কে আরও বিস্তারিত তথ্য জানতে পারবেন ব্রোকারের অফিসিয়াল ওয়েবসাইট www.exness.com থেকে।

বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন দেশে এই ব্রোকার ট্রেডিং সুবিধা প্রদান করেলও নির্দিষ্ট কিছু দেশের নাগরিক এবং বাসিন্দারা এই ব্রোকারে একাউন্ট রেজিস্টার করতে পারবেন না। তাদের বিস্তারিত তথ্যগুলো নিচে প্রদান করছি।

  • North America: Canada
  • Oceania: Australia, New Zealand, and Vanuatu
  • Asia: North Korea, Malaysia, Russia
  • Europe: Andorra, Austria, Belgium, Bulgaria, Croatia, Cyprus, Czech Republic, Denmark, Estonia, Finland, France, Germany, Greece, Hungary, Iceland, Italy, Ireland, Latvia, Liechtenstein, Lithuania, Luxembourg, Malta, Monaco, Norway, Netherlands, Poland, Portugal, Romania, San Marino, Slovakia, Slovenia, Spain, Sweden, Switzerland, and the United Kingdom
  • Africa: Seychelles
  • Middle East: Iraq, Iran, Syria, Yemen, Israel, and Palestinian Territory
  • British Overseas Territories: Gibraltar
  • Netherlands territories: Curaçao
উপরের উল্লেখিত দেশের নাগরিক এবং বসবাসকারীরা এই ব্রোকারের ট্রেডিং সুবিধা ব্যবহার করতে পারবেন না।
এই ব্রোকার সম্পর্কে যদি বিশেষ কিছু জানার থাকে তাহলে অনুগ্রহ করে ওয়েবসাইটের Exness অংশে দেখে নিতে পারেন। এছাড়াও, এই ব্রোকার সম্পর্কিত বিভিন্ন প্রশ্নের উত্তর জানার জন্য অনুগ্রহ করে Exness FAQ অংশটি দেখে নিতে পারেন।