Forex Community পোর্টালে অংশ নিন।

4
774
Forex Community | ফরেক্স কমিউনিটি পোর্টাল
Forex Community | ফরেক্স কমিউনিটি পোর্টাল

Forex Community – আমরা বেশ কিছুদিন ধরেই চিন্তা করছিলাম, ট্রেডিং সংক্রান্ত একটি বিশেষ কমিউনিটি তৈরি করার যেখানে সকল ধরনের ট্রেডারারা আরও সহজ এবং সাবলীল ভাষায় ট্রেড করা সম্পরকিত সকল তথ্য জানতে এবং শিখতে পারেন। মুলত আমাদের প্রত্যাশা ছিল, ট্রেডিং এর সকল বিষয় সম্পর্কে যাতে করে সকল ট্রেডাররা নিজেদের মধ্যে শেয়ার করতে পারেন অর্থাৎ, একে অন্যের কাজে আসা। চিন্তায় পড়ে গেলেন, কিভাবে? একজন মানুশ এর পক্ষে সকল বিষয়ে পারদর্শী হওয়া সম্ভব নয়।

আপনি কিংবা আমরা হয়তোবা যেকোনো একটি বিষয়ে খুব বেশী পরিমাণ ভালো বুঝি কিন্তু এমন আরও অনেক বিষয় থাকে যা আপনি কিংবা আমাদের থেকে অন্যান্যরা হয়তবা আরও ভালো করে বুঝতে পারে। আমাদের Forex Community এর সকল সদস্যগন আসলে এই কাজটিই করবেন।

রিয়েল ট্রেড, প্র্যাকটিস ট্রেড জনিত কোনও সমস্যা, মতামত, ভালো ট্রেডিং কৌশল, গাইডলাইন, এনালাইসসি, নিউজ, ইত্যাদি বিষয়গুলো কমিউনিটি এর সদস্যারা নিজেদের মধ্যে শেয়ার করবেন যাতে করে,ত্রেদ করতে কিংবা শিখতে নতুনদের জন্য আর বেশী পরিমাণ সহায়ক হয় এবং নিজদের ফরেক্স সম্পর্কিত জ্ঞান এর পরিধিকে আরও একধাপ বাড়িয়ে নেয়া যায়।

Forex Community এর সুবিধাসমুহ:

  • কমিউনিটি এর সদস্যগণ এক অন্যের সহায়ক হিসাবে কাজ করবেন। অর্থাৎ, বিশেষ কোনও বিষয় সম্পর্কে যদি আপনি জানতে চান, তাহলে অন্যরা আপনাকে তাৎক্ষনিক সে বিষয়ে সহায়তা করতে পারবেন।
  • ট্রেডিং সম্পর্কিত নিজস্ব মতামত প্রদানঃ আমরা সবাই জানি, এক এক ট্রেডার, ট্রেড ক্রয়ার পিছনে ভিন্ন ভিন্ন যুক্তি কিংবা ব্যাখ্যা প্রদান করে থাকনে। যেমন, আপনি হয়তোবা চিন্তা করছেন কোনও কারেন্সি পেয়ারে BUY এন্ট্রি গ্রহন করবেন। অন্যদিকে অন্য কেউ মনে করছেন, SELL থাকাটাই বুদ্ধিমানের কাজ হবে। অর্থাৎ, এই চিন্তাগুলো Forex Community এর সকল সদস্যগন একে অন্যের সাথে শেয়ার করবেন যার ফলাফল হিসাবে, মার্কেটকে বুঝতে পারার ক্ষমতা আরও বাড়বে।
  • সমস্যার সমাধানঃ ধরুন ট্রেড নিয়ে আপনি কোনও বিশেষ সমস্যার মধ্যে পরেছেন এবং বুঝতে পারছেন না ঠিক কি করলে সেটি ভালো হবে। আপনি যদি আমাদের কমিউনিটির সদস্যগণ এর সাথে বিষয় শেয়ার করেন, তাহলে হতে পারে খুব ভালো কোনও সমধান পেয়ে যাবেন কিংবা কি করলে সেই সমস্যার সমাধান করা সম্ভব হবে সেটার পরামর্শ পাবেন।
  • সেন্টিমেন্টাল দক্ষতা বৃদ্ধিঃ বেশীরভাগ ট্রেডারই সেন্টিমেন্টাল এনালাসিস সম্পর্কে ভালো করে বুঝতে পারেন না। কারন এটি কোনও নিউজ কিংবা টেকনিক্যাল চার্ট নয় যার মাধ্যমে কোনও ধরনের প্যাটার্ন কিংবা ট্রেন্ড ধরা যাবে। আমরা সবসময়ই বলি, একজন দক্ষ ট্রেডার হতে হলে নির্দিষ্ট কারেন্সি পেয়ার সম্পর্কে আপনি কি চিন্তা করছেন তার থেকেও বেশী গুরুত্বপূর্ণ হচ্ছে, অন্যান্য ট্রেডাররা কি ধরনের চিন্তা করছেন সেটা সম্পর্কে ধারনা নেয়া। যেটা একাকী থাকলে হয়তোবা কখনই সম্ভব নয়। আমাদের এই Forex Community আপনার মার্কেট সম্পর্কিত জ্ঞানকে আরও বেশী প্রসারিত করবে বলে আশা রাখি।

Forex Community এর রেজিস্ট্রেশন:

আমাদের এই কমিউনিটি পোর্টালে রেজিস্ট্রেশন করার জন্য তেমন বিশেষ কোনও যোগ্যতা কিংবা বিধিনিষেধ নেই। যারা ফরেক্স ট্রেড করছেন কিংবা ট্রেড করতে আগ্রহী তাদের জন্যই আমাদের এই পোর্টাল। FXBangladesh.com এর বিদ্যমান অন্যান্য সেবাগুলোর মতন এই কমিউনিটি পোর্টালও ফ্রি কিংবা কোনও ধরনের চার্জ ছাড়াই ব্যবহার করার সুবিধা পাবেন। তবে এর জন্য আপনাকে একটি একাউন্ট রেজিস্টার করে নিতে হবে। রেজিস্ট্রেশন করার জন্য অনুগ্রহ করে ক্লিক করুন –


https://member.fxbangladesh.com


একাউন্ট রেজিস্টার করার পর, সেটিকে আপডেট করে নিন এবং স্ক্রিনে প্রদত্ত নির্দেশনা অনুযায়ী কাজ করুন। আরও বেশকিছু অতিরিক্ত সুবিধা পাবেন তবে বিষয়গুলো উল্লেখ করার থেকে নিজ থেকে খুঁজে নেয়াই হবে চমক! আরও যদি কোনও সমস্যা হয়, তাহলে আমাদের সাপোর্ট টীম রয়েছেন আপনাকে সহায়তা করার।

বিঃদ্রঃ আমাদের এই Forex Community পোর্টালটি এখন পর্যন্ত স্বয়ংসম্পূর্ণ নয়। পোর্টালটি এখন পর্যন্ত পরীক্ষামূলক ভাবে পরিচালিত হচ্ছে। সুতরাং, বিদ্যমান এই সময়ে পোর্টাল ব্যবহারে যেকোনো ধরনের সমস্যা দেখা যেতে পারে। আশা করবো, বিষয়গুলোকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।


আশা করি আর্টিকেলটি আপনার ভালো লেগেছে। এই আর্টিকেল সম্পর্কিত বিশেষ কোনও প্রশ্ন থাকলে আমাদের জানাতে পারেন কিংবা নিচে কমেন্ট করতে পারেন। প্রতিদিনের আপডেট ইমেইল এর মাধ্যমে গ্রহনের জন্য, নিউজলেটার সাবস্ক্রাইব করে নিতে পারেন। গুরুত্বপূর্ণ বিষয়গুলো টিউটোরিয়াল দেখার জন্য অনুগ্রহ করে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এছাড়াও, যুক্ত হতে পারেন আমাদের ফেইসবুক এবং টেলিগ্রাম চ্যানেলে। এছারাও ট্রেড শিখার জন্য জন্য আমাদের রয়েছে বিশেষায়িত অনলাইন ট্রেনিং পোর্টাল।

কপি করুন আমাদের এক্সপার্টদের ট্রেড। জানুন বিস্তারিত

4 কমেন্ট

  1. ১ষ্ট্যানডার্ড লট কত ডলার? অর্থাত ১০০০ ডলার থাকলে কত লট ওপেন করা যাবে?

    • প্রশ্নের জন্য ধন্যবাদ।
      কারণ, আপনার কম্পিউটার এর টাইমজোন হচ্ছে GMT+6 আর টার্মিনাল এর টাইমজোন হচ্ছে, ব্রোকারের সার্ভারের টাইম অনুসারে। যার কারণে মিল থাকে না। ট্রেড করার সময় আপনাকে সেই টাইম মিলিয়ে নিতে হবে। আপনি যেই ব্রোকারে ট্রেড করছেন সেই ব্রোকারের সার্ভার টাইম জোন জেনে নিন তারপর সেটিকে বাংলাদেশ টাইম এর সাথে +- করে নিন। তাহলেই বুঝতে পারবেন।

কমেন্ট/প্রশ্ন করুন

Please enter your comment!
Please enter your name here