এই সপ্তাহের ফরেক্স নিউজ পর্যালোচনাঃ July 17 – 21

0
182

Forex Bangladesh- গত সপ্তাহের শুক্রবার দুর্বল U.S. inflation and retail sales ডেটা প্রকাশনার পর, Dollar অন্যান্য প্রধান প্রধান কারেন্সি এর বিপরীতে তার নিম্নমুখী অবস্থান ধরে রেখেছে। যেটা, গত বছরের অক্টোবরের মধ্যে সবচেয়ে কম ছিল। Dollar এর এই নিম্নমুখী প্রবণতা এবছরে আবার Federal Reserve এর interest Rate বাড়ানোর পক্রিয়াকে আরও বেশী সন্দিহান করে তুলেছে।

U.S. Dollar Index যা Dollar এর শক্তির নির্ণায়ক হিসাবে কাজ করে, শুক্রবার 0.69% নেমে 94.9 পয়েন্টে গত সপ্তাহের মার্কেট শেষ করে যা গত বছরের অক্টোবরের ৫ এর মধ্যে সর্বনিম্ন ছিল।

Labor Department এর তথ্য অনুযায়ী, U.S. consumer price inflation জুন মাসে 1.6% অবস্থান করে যা আগে ছিল 1.9%।
এদিকে, Consumer spending এর রিপোর্টের ফলাফল ছিল প্রত্যাশার থেকে অনেক কম। জুন মাসে, retail sales এর পরিমাণ 0.2% কমেছে যেটা ধারনা করা হয়েছিল 0.1% বৃদ্ধি পাবে।

জুন মাসে Fed এর সর্বশেষ মিটিং এ কর্মকর্তারা এবছরে আরও একবার rate hike করার সম্ভাবনার কথা বলেছিলেন কিন্তু গত কয়েকদিনের Dollar এর নিম্নমুখী প্রবণতা এবং দুর্বল inflation outlook এর কারনে এখন তাদের এই rate hike করার সম্ভাবনা কতটুকু বাস্তবায়ন হয় সেটা নিয়ে বিনিয়োগকারীরা সন্দেহের চোখে দেখছেন।

বুধবার Congress এ দেয়া বিবৃতির পূর্বে, Fed Chair Janet Yellen বলেছিলেন- সামগ্রিক অর্থনৈতিক অবস্থা অনেক বেশী শক্তিশালী যা Fed এর interest Rate বাড়ানোর পক্রিয়া বাস্তবায়নে আরও বেশী পরিমাণ শক্তি যোগাবে।

Dollar জাপানিজ Yen এর বিপরীতে দুর্বল হয়ে গত শুক্রবার, 0.65% কমে গিয়ে 112.53 অবস্থান করে যা গত ২ সপ্তাহের মধ্যে সর্বনিম্ন 112.28 এর থেকে কিছুটা বেশী ছিল।

এদিকে Euro আরও বেশি শক্তিশালী হয়ে গত সপ্তাহ শেষ করেছে। EUR/USD, 0.62% বেড়ে 1.1469 প্রাইসে সপ্তাহ শেষ করে যা গত বুধবারের 1.1488 মধ্যে বিগত 14 মাসের মধ্যে সর্বোচ্চ ছিল।

Sterling ও তার ঊর্ধ্বমুখী প্রবণতা ধরে মার্কেট শেষ করে। যেখানে GBP/USD, 1.24% বেড়ে 1.3099 প্রাইসে মার্কেট শেষ করে যা ওই সপ্তাহের সর্বোচ্চ ছিল 1.3114 এবং এই প্রাইস গত বছরের September, 2016 এর মধ্যে সর্বোচ্চ প্রাইসের রেকর্ড।

এদিকে Australian dollar, গত ১৫ মাসের মধ্যে সর্বোচ্চ প্রাইস স্পর্শ করে। AUD/USD, 1.28% বেড়ে 0.7829 প্রাইসে সপ্তাহ শেষ করে যা এই পর্যন্ত রেকর্ড dollar এর বিপরীতে রেকর্ড প্রাইস ছিল।
অন্যদিকে New Zealand dollar কিছুটা বেড়ে শুক্রবার তার অবস্থান শেষ করে। NZD/USD, 0.33% বেড়ে এর বিনিময় হার ছিল 0.7346।

এই সপ্তাহে- বিনিয়োগকারীরা, বৃহস্পতিবারের European Central Bank Meeting এর উপর লক্ষ্য রাখবেন যেখান থেকে central bank তাদের ultra-easy policy থেকে বের হয়ে আসবে কিনা এ সম্পর্কে কিছু সুত্র পেতে পারেন।

ফরেক্স বাংলাদেশ, এই সপ্তাহে ফরেক্স মার্কেটে যেসব গুরুত্বপূর্ণ নিউজ হবে তার একটি লিস্ট নিচে দেয়া হল। এখানকার বর্ণিত সময় বাংলাদেশের সময় অনুযায়ী দেয়া আছে।

Forex Weekly Update- Monday, July 17

  • Financial markets in Japan সরকারী ছুটির কারনে বন্ধ থাকবে।
  • China, তাদের gross domestic product, industrial production and business investment এর তথ্য প্রকাশ করবে।
  • Euro zone, consumer inflation এর পুনঃ বিশ্লেষিত তথ্য প্রকাশ করবে।
  • Canada, foreign securities purchases এর রিপোর্ট পাবলিশ করবে।
  • The U.S, New York রিজিওনের manufacturing activity এর তথ্য প্রকাশ করবে।

Forex Weekly Update- Tuesday, July 18

  • New Zealand তাদের inflation রিপোর্ট পাবলিশ করবে।
  • Reserve Bank of Australia, সর্বশেষ policy meeting এর ব্যাখ্যা প্রদান করবে।
  • UK, তাদের সর্বশেষ inflation figures এর প্রকশনা করবে।
  • ZEW Institute, German economic sentiment এর রিপোর্ট পাবলিশ করবে।
  • U.S. তাদের import price এর রিপোর্ট প্রকাশ করবে।
  • ank of England Governor Mark Carney, Hampshire একটি ইভেন্টে বক্তব্য রাখবেন।

Forex Weekly Update- Wednesday, July 19

  • Canada, manufacturing sales এর তথ্য প্রকাশ করবে।
  • U.S. এদের, building permits and housing starts এর রিপোর্ট প্রকাশ করবে।

Forex Weekly Update-Thursday, July 20

  • Australia তাদের employment report, private sector data প্রকাশ করবে।
  • The Bank of Japan, তাদের interest rate এবং monetary policy decision সম্পর্কে ব্রিফিং করবে।
  • UK, retail sales এর ডেটা প্রকাশ করবে।
  • ECB, monetary policy decision প্রকাশ করবে এবং President Mario Drahi এ নিয়ে ব্রিফিং করবেন।
  • U.S. তাদের initial jobless claims and manufacturing activity in the Philadelphia region এর তথ্য প্রকাশ করবে।

Forex Weekly Update- Friday, July 21

  • UK তাদের public sector net borrowing এর রিপোর্ট প্রকাশ করবে।
  • Canada তাদের inflation and retail sales এর সামগ্রিক অবস্থান নিয়ে পর্যালোচনা করবে।

 

পূর্বের আর্টিকেলWesternFX Broker পরিচিতি
পরবর্তী আর্টিকেলGold এর এই সপ্তাহের আপডেটঃ July 17 – 21
নতুনদের ফরেক্স ট্রেডিং সংক্রান্ত সকল ধরণের সহায়তা করার জন্য ,ফরেক্স বাংলাদেশ কাজ করে যাচ্ছে। ইতিমধ্যেই আমরা প্রায় ২২০০+ অধিক ট্রেডারকে, ফরেক্স ট্রেডিং সংক্রান্ত সঠিক দিক নির্দেশনা প্রদান করে আসছি এবং আমাদের এই অগ্রযাত্রা অব্যাহত থাকবে বলে আশা করি। ফরেক্স ট্রেডিং সংক্রান্ত আপনার যেকোনো সহায়তার জন্য আমাদের সাথে যোগাযোগ করুন। ধন্যবাদ ।

কমেন্ট/প্রশ্ন করুন

Please enter your comment!
Please enter your name here