Gold নিম্নমুখী, রাতের Fed minutes এর অপেক্ষা

0
67
- বাংলাদেশের জনপ্রিয় ব্রোকার -

Bangla Forex News- বুধবার, European সেশনে প্রাইসের কিছুটা নিম্নমুখী প্রবনতা লক্ষ্য করা গেছে যেখানে বিনিয়োগকারীরা, পরবর্তী U.S. rate hike এর নির্দেশনার জন্য আজকের রাতের Federal Reserve’s meeting এর উপর নজর রাখছেন।

Comex gold futures, 0.5% বা $6.20 কমে প্রতি ট্রয় আউন্স $1,249.21 স্পর্শ করেছিল (12:05 GMT+6) যেখানে spot gold এর প্রাইস ছিল $1,249.52।

U.S. dollar গত ৬ মাসের নিম্ন অবস্থান থেকে বের হয়ে আশার কারণে, মঙ্গলবার গোল্ড প্রাইস প্রায় $6.00 নেমে যায়।

Fed আজকে রাতে তার সর্বশেষ পলিসি মিটিং (00:00 GMT+6) এ পরবর্তী rate hike এবং $4.5 trillion এর ব্যাল্যান্স শিট নিয়ে আলোচনা করবেন।

U.S. central bank তাদের গত মিটিং (May 3), interest rates অপরিবর্তিত রাখে এবং U.S. এর সার্বিক অর্থনৈতিক অবস্থার জন্য এবছরে আরও প্রায় ২ বার interest rates বাড়ানোর ধারনা প্রদান করে।

 

কমেন্ট/প্রশ্ন করুন

Please enter your comment!
Please enter your name here