Oil প্রাইসের ঊর্ধ্বমুখী প্রভাব

0
113

Bangla Forex News- OPEC এবং অন্যান্য বড় তেল উৎপাদনকারীরা আগামী ৯ মাসের জন্য (July 2017-March 2018) পর্যন্ত তেলের উৎপাদন কমানোর একমত পোষণ করেন যার কারণে বুধবার, তেলের প্রাইস কিছুটা বেড়ে অবস্থান করে।

Brent crude oil (LCOc1, 25 cents বেড়ে প্রতি ব্যারেল $54.40 (15:40 GMT+6) অবস্থান করে এবং U.S. light crude oil (CLc1), 20 cents বেড়ে $51.67 অবস্থান করে।

গত নভেম্বরের সর্বশেষ OPEC এর সভায়, তেলের উৎপাদন ঠিক করা হয় June 2017 পর্যন্ত প্রতদিন 1.8 million barrels (bpd) যেটা March 2018 পর্যন্ত কার্যকর থাকবে বলে ধারনা করা হচ্ছে।

এদিকে গতকাল, White House এর বরাত দিয়ে জানা যায়, আসন্ন বাজেট এর জন্য U.S. তাদের প্রায় অর্ধেক তেলের মজুদ 688 million-barrel oil stockpile বিক্রির পরিকল্পনা করছে যেটা তাদের আসন্ন বাজেট এর জন্য প্রায় $16.5 billion এর আর্থিক সহায়তা প্রদান করবে। এই কারণে তেলের প্রাইস কিছুটা নিচে নেম যায়।

মার্কেট বিশ্লেষকদের Oystein Berentsen মতে, Donald Trump এর oil stockpile বিক্রির প্রস্তাবনা অনেকটা বিস্ময়ের সৃষ্টি করছে। তিনি আরও বলেন এটা তেমন বেশী কিছু না তবে এই প্রস্তাবনা Saudi Arabia এর তেলের প্রাইসকে গতিশীল করার চেষ্টাকে ব্যাহত করতে পারে।

কমেন্ট/প্রশ্ন করুন

Please enter your comment!
Please enter your name here