GOLD টেকনিক্যাল এনালাইসিস, 16 অক্টোবর, ২০২০

4
156
GOLD Technical Analysis For October 16, 2020

FXBangladesh.com – এই বছরের শুরু থেকেই মূল্যবান ধাতু হিসাবে পরিচিত GOLD এর প্রাইস ঊর্ধ্বমুখী ট্রেন্ডে রয়েছে। যার কারনে এই মূল্যবান ধাতু বিগত কয়েক বছরের প্রাইস এর সকল রেকর্ড ব্রেক করে। এই বছরে 1518 থেকে প্রাইস শুরু হয়ে সর্বোচ্চ 2076 প্রাইস লেভেল স্পর্শ করে যা ২০১১ এর পর এটিই সর্বাধিক। এখন প্রশ্ন হচ্ছে, কেন?

আপনারা সবাই নিশ্চয় জানেন, গোল্ডকে বলা হয় –

“Safe Heaven Investment”

কিন্তু কেন?

সহজ কথায় যদি বলি, এটি এমন একটি বিনিয়োগ এর উৎস যা ব্যবহার করে যেকোনো ধরনের আপদকালীন কিংবা খারাপ সময় মোকাবেলা করা যায়। যার কারনে, পৃথিবীর ৯৫ ভাগ কেন্দ্রীয় ব্যাংক গুলো গোল্ড মজুদ করে রাখে এবং যদি দেশে কোনও ধরনের বাজে অবস্থার সৃষ্টি হয় তাহলে পরবর্তীতে এই মজুদকৃত গোল্ড ব্যবহার করে সেই খারাপ সময়কে কাটিয়ে উঠে যায়। যার কারনে, পৃথিবী জুড়ে গোল্ড এর চাহিদাও থাকে অনেক বেশী।

যারা গোল্ড এর ট্রেডিং করেন তাদের জন্য একটি উপদেশ দিয়ে রাখছিঃ যেকোনো ধরনের বৈশ্বিক অস্থিরতা, প্রাকৃতিক দুর্যোগ, রাজনৈতিক টানাপড়েন এর কারনে বিনিয়োগকারীরা সবচেয়ে বেশী পরিমাণ ঝুঁকেন গোল্ড এর উপরে যার কারনে বাস্তবিক অর্থে এর মূল্য বৃদ্ধি পায় কয়েকগুন। এই বছরটিও এর ব্যাতিক্রম নয়।

বছরের শুরুতে ইরান এর সাথে আমেরিকার যুদ্ধ পরিস্থিতি, চিন এর সাথে আমেরিকার বাণিজ্যিক অস্থিরতা এবং সবশেষে, বৈশ্বিক মাহামারি “Covid 19” এর সংক্রমণ, গোল্ড এর প্রাইস বৃদ্ধির মুল কারন এবং এখন পর্যন্ত সেটি বিদ্যমান রয়েছে। ইতিমধ্যেই এটি বিগত ৯ বছরের প্রাইস এর সকল রেকর্ড ভেঙে ফেলছে এবং এখন পর্যন্ত ঊর্ধ্বমুখী অবস্থানেই রয়েছে। তবে আমরা কিছু ট্রেডিং পজিশন আন্দাজ করতে পারছি। এর জন্য প্রথমে চলুন চার্ট দেখে নেয়া যাক।

GOLD Technical Analysis For Octobor 16, 2020 - Ascending Channel Found

এটি XAU/USD এর H4 টাইমফ্রেম এর একটি রিয়েল টাইম চার্ট। চার্টে ভালো করে যদি লক্ষ্য কর হয় তাহলে বেশকিছু গুরুত্বপূর্ণ জোন দেখতে পাওয়া যায়। এই বছরের সেপ্টেম্বর মাস থেকে শুরু করে প্রাইস এখন পর্যন্ত একটি ঊর্ধ্বমুখী চ্যানেল এর মধ্যেই অবস্থান করছে এবং যার কারনে ধরে নিতে পারি প্রাইস এর আপট্রেন্ড অনেকবেশী শক্তিশালী।

প্রাইস ইতিমধ্যেই বেশকিছু বার বিদ্যমান চ্যানেল এর সাপোর্ট লেভেল (নিচের লাইন) স্পর্শ করলেও সেটিকে সফলভাবে ব্রেকআউট করতে সক্ষম হয়নি। সুতরাং, এখন পর্যন্ত ডাউনট্রেন্ডের কোনও সম্ভবনা নেই এবং নতুন করে SELL এন্ট্রির কোনও পজিশনও নেই।

চ্যানেল এর সুত্র অনুসারে আমরা জানি, প্রাইস ক্রমশ চ্যানেল এর সাপোর্ট লেভেল থেকে রেসিস্টেন্স লেভেল এর মধ্যে ঘুরতে থাকে।

যার কারনে ধরে নিতে পারি, প্রাইস এর পরবর্তী গন্তব্য স্থল হচ্ছে 1940-45 লেভেল এর কাছাকাছি। তবে যদি ক্যান্ডেল এর সার্বিক অবস্থান বিবেচনা করা হয়, তাহলে বলতে হবে আপট্রেন্ড এর মোমেন্টাম এর শক্তি কমে আসছে। এমতাবস্থায়, প্রাইস যতক্ষণ এই রেঞ্জ এর মধ্যে থাকবে ততক্ষণ পর্যন্ত নতুন কোনও এন্ট্রি গ্রহন না করে অপেক্ষা করার পরামর্শ দিচ্ছি।

প্রাইস যদি কোনওভাবে 1890 এর নিচে ক্যান্ডেল অবস্থান করতে সক্ষম হয় তাহলে ধরে নিতে পারবো বিদ্যমান রেঞ্জ ব্রেকআউট হয়েছে এবং সে হিসাবে নতুন করে SELL এন্ট্রি গ্রহন করা যেতে পারে সেটির সম্ভাব্য টার্গেট হতে পারে 1830-50 এর কছাকাছি।

ট্রেডিং পরামর্শ –

  • H4 টাইমফ্রেম এর জন্য এনালাইসিসটি প্রদান করা হয়েছে।
  • এই মুহূর্তে কোনও BUY/SELL এন্ট্রি গ্রহন করা থেকে বিরত থাকুন।
  • নতুন করে SELL এন্টির জন্য পসিবল লেভেল হচ্ছে চ্যানেল এর ব্রেকআউট এরিয়া, 1885-90 এর নিচে প্রাইস এর অবস্থান।

US নির্বাচন

আসছে নম্ভেবর এর ০৩ তারিখে যুক্তরাষ্ট্রের জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে যার প্রভাব সরাসরি পরবে সকল USD কারেন্সি পেয়ার, স্টক ট্রেডিং, গোল্ড সহ, OIL এবং বিভিন্ন ইন্ডিসিস ট্রেডিং ইন্সট্রুমেন্ট এর উপর। বিদ্যমান এই সময়ে প্রাইস এর মুভমেন্ট হতে পারে অস্বাভাবিক। পূর্বের ট্রেডিং অভিজ্ঞতা অনুসারে আগামী ২৭ অক্টোবর থেকে ৬ নভেম্বর পর্যন্ত নতুন এই সকল কারেন্সি পেয়ারে এন্ট্রি গ্রহন করা থেকে বিরত থাকবেন। বিশেষ করে যেসকল ট্রেডার এর ট্রেডিং ব্যালেন্স কম, নতুন ট্রেড করছেন এই সময়ে ট্রেড না করার পরামর্শ দিচ্ছি।

ঝুঁকি সতর্কতা 

ফরেক্স ট্রেডিং একটি ঝুঁকিপূর্ণ বিনিয়োগ মাধ্যম। প্রকাশিত এই এনালাইসিস শুধুমাত্র আপনাকে মার্কেটের বিদ্যমান একটি ধারণা প্রদানের জন্য দেয়া হয়েছে। শুধুমাত্র, এই এনালাইসিস এর উপর ভিত্তি করেই কোনও ধরনের ট্রেডে এন্ট্রি গ্রহন করা থেকে বিরত থাকুন। আপনার কোনও ধরনের লস/ক্ষতির দায়ভার FX Bangladesh গ্রহন করবে না। বিস্তারিত জানার জন্য অনুগ্রহ করে আমাদের Risk Warning আর্টিকেলটি পড়ে নিন।


আশা করি আর্টিকেলটি আপনার ভালো লেগেছে। এই আর্টিকেল সম্পর্কিত বিশেষ কোনও প্রশ্ন থাকলে আমাদের জানতে পারেন কিংবা নিচে কমেন্ট করতে পারেন। প্রতিদিনের আপডেট ইমেইল এর মাধ্যমে গ্রহনের জন্য, নিউজলেটার সাবস্ক্রাইব করে নিতে পারেন। এছারাও যুক্ত হতে পারেন আমাদের ফেইসবুক এবং কমিউনিটি পোর্টালে। সেই সাথে রয়েছে আমাদের ভিডিও ট্রেনিং লাইব্রেরী। এছারাও ট্রেড শিখার জন্য জন্য আমাদের রয়েছে অনলাইন ট্রেনিং পোর্টাল।

4 কমেন্ট

  1. আসসালামুয়ালাইকুম। আমি আপনারদের এনালাইসিস ওপশনে ঢুকতে পারছিনা। আমি আপনাদের analysis option ঢুকতে চাই। প্লীজ ভাই

    • কমেন্ট এর জন্য ধন্যবাদ।
      এনালাইসিসগুলো নিয়মিত কমিউনিটি পোর্টালে প্রকাশ করা হয়ে থাকে। অনুগ্রহ করে কমিউনিটি পোর্টালে রেজিস্ট্রেশন করে দেখে নিতে পারেন। লিংক – https://fxbd.co/community

    • কমেন্ট এর জন্য ধন্যবাদ।
      এনালাইসিসগুলো নিয়মিত কমিউনিটি পোর্টালে প্রকাশ করা হয়ে থাকে। অনুগ্রহ করে কমিউনিটি পোর্টালে রেজিস্ট্রেশন করে দেখে নিতে পারেন। লিংক – https://fxbd.co/community

কমেন্ট/প্রশ্ন করুন

Please enter your comment!
Please enter your name here