Pivot Point | পিভট পয়েন্ট

0
192
পিভট পয়েন্ট
সর্বশেষ আপডেট: October 12, 2022
You are here:
প্রত্যাশিত পড়ার সময়: 2 মিনিট

পিভট পয়েন্ট

পিভট পয়েন্ট হচ্ছে ফরেক্স চার্টের সম্ভাব্য সাপোর্ট এবং রেসিসটেন্স লেভেল নির্দেশের একটি বহুল ব্যবহৃত মাধ্যম। আপনি যদি পিভট পয়েন্টকে আপনি আপনার চার্টে প্রবেশ করান এবং এটির সাপোর্ট এবং রেসিটেন্স লেভেল সম্ভাব্য মার্কেট প্রাইস একশনের পরিবর্তনকে নির্দেশ করবে।

মার্কেট প্রাইস একশন বুঝার জন্য পিভট, ফরেক্সে অনেক জনপ্রিয় একটি মাধ্যম। এটি ট্রেডারকে মার্কেট প্রাইসের সম্ভাব্য মুভমেন্ট সম্পর্কে ধারনা প্রদান করে থাকে। যেমন আপনি কোথায় BUY অথবা SELL এন্ট্রি গ্রহন করবেন, প্রাইসের রিভার্সাল পয়েন্ট (যেখানে গিয়ে প্রাইস বিপরীত দিকে ফিরে আসে) চিহ্নিত করার জন্য ট্রেডাররা পিভট পয়েন্ট ব্যাপকভাবে ব্যবহার করে থাকেন।

পিভট সম্পর্কে এখানে শুধুমাত্র আপনাদের ধারনা প্রদান করা হয়েছে। এই বিষয়টি গুরুত্বপূর্ণ হবার কারনে আমরা এটিকে কোর্স আকারে প্রকাশ করেছি। যদি আপনি আরও বিস্তারিত শিখতে চান এবং কিভাবে এটিকে ট্রেডে ব্যবহার করবেন সেটি শিখতে চান, তাহলে অনুগ্রহ করে “Middle School” ট্রেনিং কোর্সটিতে অংশ নিতে পারেন। এই কোর্সটিতে পিভট সম্পর্কে বিশদ আলোচনা করা হয়েছে।

শর্ট-টার্ম ট্রেডার যারা আছেন তারা প্রধানত ছোট প্রাইস মুভমেন্টের থেকে প্রফিট করার জন্য পিভট সবচেয়ে বেশী ব্যবহার করে থাকেন। সাধারণ ফরেক্স সাপোর্ট এবং রেসিসটেন্স এর মতই ফরেক্স ট্রেডাররা বাউন্স ট্রেড অথবা লেভেল ব্রেক করলে ট্রেড করে থাকেন।

রেঞ্জ-বাউন্ড ট্রেডাররা, রিভার্সাল পয়েন্ট নির্দেশ পাওয়ার জন্য পিভট লেভেলগুলো ব্যাবহার করে থাকেন। তারা চার্টে পিভট লেভেলগুলো খুজে Buy/Sell এন্ট্রি নিয়ে থাকেন।

ব্রেকআউট ট্রেডাররা, লেভেল ভাঙতে পারে এমন স্থান চিহ্নিত করার জন্য পিভট ব্যবহার করে থাকেন। এরা একটি নির্দিষ্ট লেভেল ভাঙার জন্য অপেক্ষা করে থাকেন।

পিভট, ফরেক্স চার্টটিকে কয়েকটি সেকশনে ভাগ করে থাকে। মাঝের পয়েন্টটি হল পিভট পয়েন্ট (PP)। পিভট পয়েন্টের উপরে প্রাইস থাকলে মার্কেট বুল্লিশ (মার্কেটের গতিবিধি ঊর্ধ্বমুখী) এবং পিভট লেভেলের নিচে প্রাইস থাকলে মার্কেট বিয়ারিশ (মার্কেটের গতিবিধি নিম্নমুখী)।

  • R1, R2 এবং R3 হল রেসিসটেন্স লেভেল এবং এটি পিভট লেভেলের (PP) উপরে থাকে।
  • S1, S2 এবং S3 হল সাপোর্ট লেভেল এবং এটি পিভট লেভেলের (PP) নিচে থাকে।

এখানে,

  • PP = Pivot point (পিভট পয়েন্ট)
  • S = Support (সাপোর্ট)
  • R = Resistance (রেসিসট্যান্স)

আজকের আলোচনায় আমারা জানতে পারলাম Forex Pivot Point কিভাবে বের করে, বিভিন্ন ধরনের পিভট পয়েন্ট এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কিভাবে আপনি ফরেক্স চার্টে পিভট পয়েন্ট ব্যবহার করবেন।

কিভাবে ক্যালকুলেট করবেন?

আপনার কোনও ধরনের গাণিতিক সূত্র ব্যাবহার করার দরকার নেই। মেটাট্রেডার চার্টে খুব সহজেই আপনি পিভট পয়েন্ট যোগ করে নিতে পারেন। অথবা, আপনার সুবিধার জন্য আমারা এখানে একটি পিভট-ক্যালকুলেটর দিয়েছি এটি ব্যাবহার করে সহজেই পিভট লেভেল গুলোকে বের করে নিতে পারেন।

The Pivot Calculator is powered by FXBangladesh.com affiliated with Investing.com

 

পিভট সম্পর্কে এখানে শুধুমাত্র আপনাদের ধারনা প্রদান করা হয়েছে। এই বিষয়টি গুরুত্বপূর্ণ হবার কারনে আমরা এটিকে কোর্স আকারে প্রকাশ করেছি। যদি আপনি আরও বিস্তারিত শিখতে চান এবং কিভাবে এটিকে ট্রেডে ব্যবহার করবেন সেটি শিখতে চান, তাহলে অনুগ্রহ করে “Middle School” ট্রেনিং কোর্সটিতে অংশ নিতে পারেন। এই কোর্সটিতে পিভট সম্পর্কে বিশদ আলোচনা করা হয়েছে।

আশা করি আর্টিকেলটি আপনার ভালো লেগেছে। এই আর্টিকেল সম্পর্কিত বিশেষ কোনও প্রশ্ন থাকলে আমাদের জানাতে পারেন কিংবা নিচে কমেন্ট করতে পারেন। প্রতিদিনের আপডেট ইমেইল এর মাধ্যমে গ্রহনের জন্য, নিউজলেটার সাবস্ক্রাইব করে নিতে পারেন। গুরুত্বপূর্ণ বিষয়গুলো টিউটোরিয়াল দেখার জন্য অনুগ্রহ করে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এছাড়াও, যুক্ত হতে পারেন আমাদের ফেইসবুক এবং টেলিগ্রাম চ্যানেলে। এছারাও ট্রেড শিখার জন্য জন্য আমাদের রয়েছে বিশেষায়িত অনলাইন ট্রেনিং পোর্টাল।

কপি করুন আমাদের এক্সপার্টদের ট্রেড। জানুন বিস্তারিত

আরটিকেল সম্পর্কে মতামত
খারাপ 0 4 of 4 found this article helpful.
Views: 201

আরও জানুন

পূর্ববর্তী: Elliott Wave – এলিয়ট ওয়েভ থিওরি
পরবর্তী: Reversal | রিভার্সাল কি?
পূর্বের আর্টিকেলExness VPS Offer
পরবর্তী আর্টিকেলMargin | মার্জিন কি?
নতুনদের ফরেক্স ট্রেডিং সংক্রান্ত সকল ধরণের সহায়তা করার জন্য ,ফরেক্স বাংলাদেশ কাজ করে যাচ্ছে। ইতিমধ্যেই আমরা প্রায় ২২০০+ অধিক ট্রেডারকে, ফরেক্স ট্রেডিং সংক্রান্ত সঠিক দিক নির্দেশনা প্রদান করে আসছি এবং আমাদের এই অগ্রযাত্রা অব্যাহত থাকবে বলে আশা করি। ফরেক্স ট্রেডিং সংক্রান্ত আপনার যেকোনো সহায়তার জন্য আমাদের সাথে যোগাযোগ করুন। ধন্যবাদ ।

কমেন্ট/প্রশ্ন করুন

Please enter your comment!
Please enter your name here