Exness Review 2021

0
220
Exness Review
সর্বশেষ আপডেট: May 8, 2022
You are here:
প্রত্যাশিত পড়ার সময়: 8 মিনিট

Exness Review – ফরেক্স ট্রেডিং করতে হলে অবশ্যই যেকোনো একটি ব্রোকার এর সাথে আমাদের একাউন্ট খুলে নিতে হয়। বিশয়টি আমরা সবাই জানি। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, ট্রেডিং এর জন্য আমরা কোন ব্রোকারে ট্রেড করবো? পুরাতন ট্রেডার বিষয়টি জানলেও যারা নতুন করে ট্রেড শুরু করেন তাদের পক্ষে একটি ভালো ব্রোকার খুঁজে নেয় এক কথায় অসম্ভব।

যেহেতু আমরা ফরেক্স ট্রেডিং বিষয়ে আমাদের সহায়তা করে আসছি সুতরাং, আমাদের দায়িত্ব হচ্ছে আপনাদের সামনে এই ব্রোকার সম্পর্কে বিভিন্ন তথ্য সঠিকভাবে উপস্থাপন করা। এই জন্য আমরা বিভিন্ন ব্রোকার সম্পর্কে আমাদের বাস্তবিক কিছু অভিজ্ঞতা আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করছি। আজকের আর্টিকেলে আমরা Exness Broker Review নিয়ে আপনাদের সাথে আলোচনা করবো।

প্রথমেই বলে রাখি, ব্রোকারের এই রিভিউ সম্পর্কে আমাদের কোনও ধরনের কাল্পনিক কিংবা প্রমোশনাল কোনও বিশেষ উদ্দেশ্য নেই। আমাদের প্রতিটি রিভিউ, সম্পূর্ণভাবে আমাদের নিজের এই নির্দিষ্ট ব্রোকার সম্পর্কে ট্রেডিং অভিজ্ঞতা এবং আমাদের সাথে সম্পৃক্ত বিভিন্ন ট্রেডারদের থেকে তাদের নিজস্ব মতামতের উপর নির্ভর করে এই রিভিউ প্রদান করা হয়ে থাকে।

কোনও ধরনের বিজ্ঞাপন কিংবা ব্যাক্তিগত উদ্দেশ্য হাসিল এর জন্য এই রিভিউ প্রদান করা হয়নি। সুতরাং, আমাদের প্রকাশিত এই রিভিউ রিপোর্ট শতভাগ সঠিক এবং বিশ্বাসযোগ্য।

Exness Review সম্পর্কে –

যেকোনো ব্রোকার এর ভালো কিংবা মন্দ দিক খুঁজে পাওয়ার সবচেয়ে সহজ উপায় হচ্ছে ব্রোকারের সাপোর্ট এবং আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে খোঁজ খবর নেয়া। ব্রোকার সম্পর্কে রিভিউ প্রদান করার জন্য আমরা কিছু বিষয় সম্পর্কে যাচাই-বাছাই করেছি এবং এর ভিত্তিতেই রিভিউ প্রদান করেছি। এই রিভিউ সেকশনে আমরা মূলত ব্রোকারের রেগুলেশন থেকে শুরু করে গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় সম্পর্কে আলোচনা করবো যাতে করে আপনি বিষয়গুলো স্পষ্ট করে বুঝতে পারেন।

Exness Review – রেগুলেশন

ভালো ব্রোকার নির্বাচন করার সবথেকে প্রথম এবং সহজ মাধ্যম হচ্ছে সেই ব্রোকার রেগুলেটেড কিনা সেটি সম্পর্কে খোঁজ-খবর নেয়া। রেগুলেশন হচ্ছে একটি মাধ্যম যেটির মাধ্যমে ব্রোকার তার গ্রাহকের সেবা প্রদান করে থাকে।

যেমন ধরুন, আমাদের দেশের ব্যাংকগুলো মূলত কেন্দ্রীয় ব্যাংকের মাধ্যমে নিয়ন্ত্রিত এবং নিবন্ধিত হয়ে থাকে। অর্থাৎ, সকল লোকাল ব্যাংকগুলো কেন্দ্রীয় ব্যাংকের মাধ্যমে রেগুলেশন প্রাপ্ত। রিটেইল ফরেক্স ব্রোকারের জন্য রেগুলেশন খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় কেননা অনলাইনের এই দুনিয়ায় কাউকেই সঠিকভাবে বিশ্বাস করা সম্ভব নয়। এই কারনে ব্রোকারকে অবশ্যই রেগুলেটেড হতে হবে। ধরে নিন, এটি ব্রোকারের জন্য বাধ্যতামূলক।

যেসকল ব্রোকার রেগুলেটেড নয় সেই ব্রোকার যত ভালোই হোক না কেন তাদের সাথে রিয়েল ট্রেডিং একাউন্ট এবং ট্রেড করা থেকে বিরত থাকুন। কেননা অতীতে অসংখ্যবার ব্রোকারের স্কামিং এর অনেক উধাহরন রয়েছে।

এক্সনেস ব্রোকার সম্পূর্ণরূপে ট্রান্সপারেন্ট এবং এর রয়েছে শক্তিশালী রেগুলেশন যার তথ্যগুলো আপনার সুবিধা জন্য নিচে উপস্থাপন করছি।

 

এখানে এক্সিকিউশন টাইম হচ্ছে, আপনি যখন রিয়েল ট্রেড করেন সেটা ঠিক কি পরিমাণ সময়ের মধ্যে হয়। আরও সহজ করে যদি বলি তাহলে, এন্ট্রি নেয়ার জন্য কি পরিমাণ সময়ে লাগে সেটাকে বোঝাতে চেয়েছি। বিষয়টি গুরুত্বপূর্ণ কারণ, যদি আপনার কোনও এন্ট্রি গ্রহন করতে বেশী পরিমাণ সময় লাগে তাহলে আপনার টার্গেট পিপ্স লস হয়ে যেতে পারে।

এই ব্রোকারের এক্সিকিউশন টাইম হচ্ছে এভারেজ। অর্থাৎ, তাৎক্ষণিক যে এন্ট্রি হয়ে যাবে সেটা নয়। যার কারনে যারা খুব বেশী পরিমাণ মুভমেন্ট এর সময় ট্রেড করতে পছন্দ করেন যেমন, নিউজ ট্রেডিং এর সময় কিছুটা সমস্যা হতে পারে।

আমাদের অভিজ্ঞতা অনুসারে, নিউজ ট্রেডিং এর সময় কিছূটা বিলম্ব হওয়াটা স্বাভাবিক। অন্যান্য ব্রোকারে অতিরিক্ত মুভমেন্ট এর কারনে এন্ট্রি গ্রহন করার সময় “Re-Quote” হতে দেখা যায় যার কারনে আপনি যেই প্রাইসে এন্ট্রি নিয়েছেন সেখানে এন্ট্রি নাও হতে পারে। তবে আপনি যদি এই ব্রোকারে এটি হয়না। প্রায় তাৎক্ষণিকভাবেই এন্ট্রি গ্রহন এবং ক্লোজ করতে পারবেন।

অন্যদিকে, ব্রোকারের আরও কিছু স্পেশাল ট্রেডিং একাউন্ট রয়েছে যেমন, Zero Account, RAW Account এবং Pro Account যদি ট্রেড করেন তাহলে এই ধরনের কোনও সমস্যা হবেনা। কেননা এই একাউন্টগুলোতে মার্কেট প্রাইসগুলো সরাসরি লিকুইডিটি প্রোভাইডার এর কাছ থেকে প্রদান করে। যার কারনে, নতুন এন্ট্রি গ্রহন এবং ক্লোজিং এর সময় কোনও অতিরিক্ত সময় এর প্রয়োজন হবেনা।

Exness Review – ফান্ড প্রসেসিং

এক্সনেস ব্রোকারের জনপ্রিয়তার পিছনে সবচেয়ে বড় কারণ হচ্ছে ফান্ড প্রসেসিং টাইম। অর্থাৎ, এই ব্রোকারে ফান্ড ডিপোজিট কিংবা উত্তোলন করতে সেকেন্ড এর বেশী সময় লাগে না, যার কারনে বেশীরভাগ ট্রেডারই এই ব্রোকারে ট্রেড করে থাকেন।

আমাদের অভিজ্ঞতা অনুসারে, এই ব্রোকারে ফান্ড ডিপোজিট কিংবা উত্তোলন করার জন্য সেকেন্ড এর বেশী সময় লাগে নি।

ব্রোকারে ফান্ড ডিপোজিট এবং উত্তোলন করার জন্য Neteller এবং Skrill এর মাধ্যম আমরা ব্যবহার করেছিলাম এবং এর মাধ্যমে ফান্ড ট্র্যান্সফার করতে কোনও ধরনের সময় লাগেনি। এবং নিশ্চয়তা প্রদান করতে পারি, এক্সনেস এর মতন অন্য আর কোনও ব্রোকার তাৎক্ষণিক পেমেন্ট সম্পন্ন করে না।

বেশীরভাগ ব্রোকারই যেটি করে, ফান্ড ডিপোজিট করার সময় সেটি তাৎক্ষণিকভাব প্রসেস করে কিন্তু যখন আপনি ট্রেডিং একাউন্ট থেকে ফান্ড উত্তোলন করতে যাবেন, তখন বোকার সেটিকে তাৎক্ষণিকভাবে উত্তোলন করতে দিবেনা। বরং, অনেক নামি-দামি ব্রোকার ফান্ড উত্তোলন করার জন্য ২৪-৪৮ ঘণ্টা পর্যন্ত সময় নেয় যেটি এক্সনেস ব্রোকার করেনা।

এমনকি যেসময় ট্রেডিং বন্ধ থাকে তখনও আপনি চাইলে ফান্ড উত্তোলন করে নিতে পারবেন। এটি সবচেয়ে বড় সুবিধা যেটি অন্যান্য ব্রোকারগুলোতে নেই। সুতরাং, ফান্ড প্রসেসিং টাইম নিয়ে নিজ ব্রোকারের উপরে বিরক্ত তাদের জন্য আমাদের পরামর্শ হচ্ছে, এখনই তাহলে এক্সনেস ব্রোকারে চলে আসতে পারেন। এছাড়াও, এই ব্রোকার বিভিন্ন মাধ্যম ব্যবহার করে ফান্ড ডিপোজিট করার সুবিধা প্রদান করে। আপনাদের সুবিধার জন্য Exness Deposit আর্টিকেলে বিস্তারিত প্রক্রিয়া উপস্থাপন করেছি। চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। ফান্ড উত্তোলন করার বিস্তারিত প্রক্রিয়া জানতে পারবেন, Exness Withdrawal আর্টিকেল থেকে।

Exness Review – ফান্ড সিকিউরিটি

সব ট্রেডারই, ব্রোকারে ফান্ড ডিপোজিট করে কিছুটা চিন্তার মধ্যে থাকেন। কেননা এই অর্থ হারিয়ে যাবে কিনা কিংবা ব্রোকার টাকা মেরে দেবে কিনা? আমরা জানি, এই চিন্তা করাই স্বাভাবিক। কেননা, ভাই এগুলো আমাদের কষ্টের টাকা। ট্রেড করে যদি টাকা লস করে ফেলি তাও কষ্ট লাগবে না যতটা লাগবে যদি ব্রোকার ফান্ড উত্তোলন করতে না দেয় কিংবা আমাদের বিনিয়োগকৃত অর্থের সুরক্ষা প্রদান না করে।

আপনাদের মধ্যে অনেকই আছেন যারা surrogate Account এর নাম শুনেছেন। এখন প্রশ্ন হচ্ছে, ফান্ড সিকিউরিটি এর সাথে এর সম্পর্ক কি? আপনাদের সুবিধার জন্য বলি, ব্রোকার নিজে কিন্তু কোনও ব্যাংক নয় যার কারনে আপনার বিনিয়োগকৃত ফান্ড ব্রোকারের একাউন্টে জমা থাকে।

যেসব ব্রোকার Surrogate Account এর সুবিধা দেয় তারা নিজ ক্লায়েন্ট এর ডিপোজিটকৃত অর্থ, নিজেদের একাউন্টে জমা রাখার বিপরীতে সরাসরি একটি তালিকাভুক্ত এবং বিশ্বস্ত ব্যাংক এর কাছে ক্লায়েন্ট এর নামে জমা করে রেখে দেয়। এখন তাহলে প্রশ্ন হচ্ছে, এর সুবিধা কি? একটি সহজ উধাহরন এর মাধ্যমে বুঝিয়ে বলছি।

ধরুন আপনি “ক” নামক একটি ব্রোকারে ফান্ড ডিপোজিট করলেন যার Surrogate Account এর সুবিধা নেই। যদি এমন কোনও সময় হয়, আপনার ব্রোকার দেউলিয়া হয়ে যায় তাহলে আপনার বিনিয়োগকৃত সকল ফান্ড জলে যাবে। অর্থাৎ, আপনি সেই অর্থ আর ফেরত পাবেন না।

অন্যদিকে “খ” নামক একটি ব্রোকারে ফান্ড ডিপোজিট করলেন যার Surrogate Account এর সুবিধা আছে। যদি এমন কোনও সময় হয়, আপনার ব্রোকার দেউলিয়া হয়ে যায় তাহলে আপনার বিনিয়োগকৃত সকল ফান্ড ওই ব্যাংক ফেরত দিতে বাধ্য থাকবে। আশা করছি বুঝতে পেরেছেন। এক্সনেস এর সিকিউরিটি সিস্টেম যথেষ্ট শক্তিশালী।

আপনি যখনই ব্রোকার থেকে কোনও পরিমাণ ফান্ড ডিপোজিট কিংবা উত্তোলন করতে যাবেন তখন আপনার রেজিস্টারকৃত ফোন নাম্বারে একটি সিকিউরিটি কোড মেসেজ করে দেয়া হবে। এবং আপনাকে সেই কোড প্রদান করার মাধ্যমে তারপর ব্রোকার থেকে ফান্ড উত্তোলন করতে পারবেন।

অর্থাৎ, কেউ যদি আপনার একাউন্ট এর আইডি-পাসওয়ার্ডও জানতে তাহলেও সে টাকা উত্তোলন করতে পারবেনা। কেননা, ট্রেডিং একাউন্ট থেকে ফান্ড উত্তোলন করার সময় প্রতিবার নতুন করে কোড আপনার ফোনে মেসেজ এর মাধ্যমে পাঠিয়ে দেয়া হবে। সেই কোড না থাকলে আপনি কোনওভাবে ফান্ড উত্তোলন করতে পারবেননা। অর্থাৎ, এইদিকে থেকে ফান্ড এর সিকিউরিটি নিয়ে বিশেষ কোনও চিন্তা করারও কিছু নেই।

Exness Review – ব্রোকার সাপোর্ট

গ্রাহক সহায়তার দিকে থেকেও এই ব্রোকার অনেকবেশী নির্ভরযোগ্য। প্রায় ১৭টি দেশের ভাষায় এই ব্রোকার সাপোর্ট প্রদান করে থাকে। বাংলাদেশী ট্রেডারদের জন্য রয়েছে সরাসরি বাংলাতে সাপোর্ট এর সুবিধা। অর্থাৎ, আপনি যদি বাংলা ভাষায় সাপোর্ট গ্রহন করতে চান তাহলে ব্রোকার এর সাপোর্ট টীম বাংলা ভাষায় আপনাকে পর্যাপ্ত সহায়তা প্রদান করবে।

এছাড়াও, এই ব্রোকারের রয়েছে লাইভ চ্যাট এর সুবিধা যেটি সপ্তাহের ৫ দিন ২৪ ঘণ্টা খোলা থাকবে যার মাধ্যমে আপনি তাৎক্ষণিক চ্যাট করার মাধ্যমে ব্রোকার এর থেকে প্রয়োজনীয় সহায়তা গ্রহন করতে পারবেন। এছাড়াও, ইমেইল কিংবা ফোন করেও আপনি ব্রোকারের সাপোর্ট টীম এর সাথে প্রয়োজনীয় সহায়তা গ্রহন করতে পারবেন।

তবে বাংলা ভাষায় সাপোর্ট এর জন্য কিছু নির্ধারিত সময় রয়েছে। সেই সময়েই কেবল আপনি বাংলা ভাষায় ইমেইল কিংবা চ্যাট কিংবা ফোনে সাপোর্ট গ্রহনের সুবিধা পাবেন। এছাড়া, বাকি সময় ইংরেজি ভাষায় সেবা গ্রহন করতে পারবেন।

সাপোর্ট গ্রহনের জন্য সবথেকে সুবিধাজনক মাধ্যম হচ্ছে, ব্রোকারের মোবাইল এপ্স। অনুগ্রহ করে Exness Mobile Apps টি আপনার স্মার্টফোনে ডাউনলোড করে ইন্সটল করে নিন এবং তারপর সেখান থেকে লাইভ চ্যাট করার সুবিধা পাবেন। যেকোনো ভাষায় যেকোনো সময়। সপ্তাহের ৫ দিন, ২৪ ঘন্টা।

Exness Review – লিভারেজ

যেসব ট্রেডার লিভারেজ এর মাধ্যমে ট্রেড করতে পছন্দ করেন তাদের জন্য এই ব্রোকার এক কথায় আদর্শ। কোনও ধরনের বিধিনিষেধ ছাড়াই, ব্রোকার আপনাকে 1:Unlimited পর্যন্ত লিভারেজ এর সুবিধা প্রদান করবে এবং এর জন্য আপনাকে কোনও নির্দিষ্ট পরিমাণ এমাউন্ট ডিপোজিট করতে হবে না।

তবে একটি বিষয় আপনাদের জানিয়ে রাখা প্রয়োজন, বিভিন্ন গুরুত্বপূর্ণ নিউজ কিংবা ইভেন্ট এর সময় এই লিভারেজ এর পরিমাণ স্বয়ংক্রিয়ভাবে কমিয়ে দেয়া হয়। বিষয়টি স্বাভাবিক কিন্তু এটি আপনার ট্রেডিং কৌশল এর উপরে ক্ষতিকর প্রভাব ফেলতে পারে।

নিউজ এর সময় শেষ হয়ে গেলেই, আবার পুনরায় আপনার লিভারেজ সেট করে দেয়া হবে। যখন ব্রোকার লিভারেজ পরিবর্তন করে দিবে, তখন আপনাকে ইমেইল এর মাধ্যমে জানিয়ে দেয়া হবে। আপনি যেই টার্মিনালে ট্রেড করছেন, সেখান থেকে ইমেইল নোটিফিকেশন এর মাধ্যমে সেটি জানতে পারবেন।

বি:দ্র: লিভারেজ এবং মার্জিনাল ট্রেডিং সবার জন্য, বিশেষ করে নতুনদের জন্য নয়। অতিরিক্ত লিভারেজ, আপনার বিনিয়োগ এর ক্ষতির কারণ হয়ে উঠতে পারে। সুতরাং, অতিরিক্ত লিভারেজ এর মাধ্যমে ট্রেড করার পূর্বে অনুগ্রহ করে আমাদের লিভারেজ এবং মার্জিন আর্টিকেলটি গুরুত্তের সহকারে পড়ে নিবেন।

এছাড়াও, নিজের ট্রেডিং কৌশল সেট করার জন্য, কোনও ধরনের ট্রেডিং একাউন্ট এর জন্য কি পরিমাণ লিভারেজ এবং মার্জিন চার্জ করা হবে সেটি বিস্তারিত জানতে পারবেন ব্রোকারের ওয়েবসাইট এর মাজিন অংশ থেকে। রেফারেন্স – www.exness.com

এছাড়াও, ব্রোকারের প্রদত্ত বিভিন্ন একাউন্টে বিভিন্ন কারেন্সি পেয়ারসসমুহে, বিভিন্ন লিভারেজে এন্ট্রি গ্রহন করলে কি পরিমাণ প্রফিট/লস হবে কিংবা সোয়াপ কাটবে কিনা সেটি জানার জন্য এক্সনেস ব্রোকার একটি ক্যালকুলেটর ব্যবহার করার সুবিধা প্রদান করে। এই ক্যালকুলেটরটি ব্যবহার করে আপনি ট্রেডিং এর ক্যালকুলেশন বিস্তারিত জানতে এবং বুঝতে পারবেন। রেফারেন্স – Exness Calculator

Exness Review – স্প্রেড

সহজ কথায় স্প্রেড হচ্ছে, আপনি যেই এন্ট্রি নিবেন সেটার প্রদত্ত বাই প্রাইস এবং সেল প্রাইস এর মধ্যবর্তী গ্যাপ। এই গ্যাপকেই বলা হয় স্প্রেড যা ব্রোকারের প্রফিট হিসাবে বিবেচিত থাকে। স্প্রেড হচ্ছে ট্রেডারদের জন্য লস, কেননা আপনি কারেন্সি পেয়ারে যেখানে এন্ট্রি নিবেন স্প্রেড এর পরিমাণ বেশী হলে সেটি বেশী লসে ওপেন হবে।

এখন স্প্রেড ছাড়া ট্রেড করা সম্ভব নয়। তাই, যেই ব্রোকারে স্প্রেড এর পরিমাণ কম সেই ব্রোকারকেই ট্রেডাররা পছন্দ করে থাকেন। এক্সনেস ব্রোকারে স্প্রেড এর পরিমাণ সহনীয়। অর্থাৎ, অতিরিক্ত স্প্রেড এই ব্রোকার চার্জ করে না।

মার্কেট এর মুভমেন্ট এর উপর ভিত্তি করে, ব্রোকার তার স্প্রেড এর পরিবর্তন করতে থাকে। অর্থাৎ, এই ব্রোকারে স্প্রেড হচ্ছে “পরিবর্তনশীল” যা মার্কেট প্রাইসের মুভমেন্ট এর উপরে ক্রমাগত পরিবর্তিত হতে থাকে।

মার্কেট এর মুভমেন্ট এর উপর ভিত্তি করে সর্বনিম্ন ১ থেকে ১৬ পিপ্স পর্যন্ত মেজর সকল কারেন্সি পেয়ারে এই স্প্রেড লক্ষ্য করা যায়। যা তুলনামূলক ভাবে অন্যান্য ব্রোকার থেকে অনেক কম। আপনি যদি কম স্প্রেড এর ব্রোকার খোঁজার চেষ্টা করেন তাহলে এক্সনেস হতে পারে আপনার অন্যতম অপশন।

এছাড়াও ট্রেডারদের সুবিধার জন এই ব্রোকার “0” স্প্রেড এর ট্রেডিং এর সুবিধা প্রদান করে থাকে। এর জন্য ব্রোকারের ৩ ধরনের ট্রেডিং একাউন্ট রয়েছে যেমন Zero Account, RAW Account এবং Pro Account এই একাউন্টগুলোতে মেজর কারেন্সি পেয়ারগুলোতে স্প্রেড এর পরিমাণ থাকে “0” এর কাছাকাছি।

Exness Review – ট্রেডিং একাউন্ট

Standard Account: সর্বনিম্ন ১ ডলার ডিপোজিট এর মাধ্যমে এই ট্রেডিং একাউন্টে এন্ট্রি গ্রহন করার সুবিধা পাবেন। এছাড়াও সুবিধা হিসাবে সর্বাধিক লিভারেজ, তাৎক্ষণিক ফান্ড প্রসেসিং, সোয়াপ এবং কমিশন ফ্রি ট্রেডিং এর কারনে এই স্ট্যান্ডার্ড একাউন্ট সবাই পছন্দ করেন। যারা মুলত অন্য ব্রোকারে ট্রেড করছেন এবং বর্তমানে ব্রোকার পরিবর্তন করতে চাচ্ছেন তাদের জন্য এই ট্রেডিং একাউন্ট আদর্শ। এই ট্রেডিং একাউন্ট সম্পর্কে বিস্তারিত জানতে অনুগ্রহ করে Exness Standard Account আর্টিকেলটি পড়ে নিন।

Standard Cent Account: অনেকেই আছেন যারা ভালো ব্রোকারে ট্রেড শুরু করতে চান, কিন্তু ডিপোজিট এর আকার থাকে অনেক কম কিংবা একদম নতুন অবস্থান রিয়েল ট্রেড করতে আগ্রহী কিন্তু বড় আকারের ফান্ড ডিপোজিট করতে চাননা, তাদের জন্যই মুলত এই সেন্ট ট্রেডিং একাউন্ট। অন্যান্য ট্রেডিং একাউন্ট এর সাথে এই ট্রেডিং একাউন্ট এর পার্থক্য হচ্ছে, এটির লেনদেন এর হিসাব হয় ডলার এর পরিবর্তে সেন্ট এর মাধ্যমে।

যেমন ধরুন, আপনি যদি ১ ডলার এর একাউন্টে ডিপোজিট করেন তাহলে ক্যাবেনেটে সেটি দেখতে পাবেন 100 USC হিসাবে। কেননা আমরা জানি, ১ ডলার = ১০০ সেন্ট। অর্থাৎ, যদি ১০ ডলার ডিপোজিট করেন তাহলে সেটি জমা হবে ১০০০ সেন্ট হিসাবে। অর্থাৎ, প্রাথমিক অবস্থায় ট্রেড শিখে রিয়েল ট্রেড শুরু করার জন্য আদর্শ একটি ট্রেডিং একাউন্ট। আরও বিস্তারিত জানতে পারবেন Exness Cent Account আর্টিকেল থেকে।

RAW Spread Account: যারা কম স্প্রেড এর একাউন্টে ট্রেড করতে আগ্রহী তাদের জন্য এই ব্রোকার সর্বনিম্ন স্প্রেডে ট্রেড করার সুবিধা প্রদান করে থাকে। বেশীরভা সময়ই যারা স্ক্লাপিং ট্রেডিং করতে পছন্দ করেন তাদের জন্যই মুলত এই ট্রেডিং একাউন্ট। সবনিম্ন ৫০০ ডলার ডিপোজিট করার মাধ্যমে এই একাউণ্টে ট্রেড শুরু করা যায়। আরও বিস্তারিত জানুন Exness Raw Account এই আর্টিকেল থেকে।

Zero Spread Account: উপরের ট্রেডিং একাউন্ট এর মতন এটির স্প্রেডও শুরু হয় “0” থেকে। শুধুমাত্র পার্থক্য হচ্ছে, এই ট্রেডিং একাউন্টে নিচের ৯০ ভাগ সময়ই বেশীরভাগ মেজর কারেন্সি পেয়ারে স্প্রেড থাকেনা। যারা দিনে অনেক বেশী পরিমাণ এন্ট্রি নেন এবং ক্লোজ করেন তাদের জন্য এই ট্রেডিং একাউন্টটি পারফেক্ট। সর্বনিম্ন ৫০০ ডলার ডিপোজিট এর মাধ্যমে এই ট্রেডিং একাউণ্টে ট্রেড শুরু করতে পারেন। বিস্তারিত আরও জানুন Exness Zero Spread Account থেকে।

Exness Social Trading: অনেকেই আছেন যারা ফরেক্স ট্রেড করতে চান কিংবা বিনিয়োগ করতে আগ্রহী কিন্তু নিজে ট্রেডিং কম বুঝেন কিংবা ট্রেড করার সময় পান না, তাদের জন্য এই ব্রোকার সোশ্যাল ট্রেডিং কিংবা কপি ট্রেডিং এর সুবিধা প্রদান করে থাকে। এর মাধ্যমে আপনি ব্রোকারের থেকে সবচেয়ে বেষ্ট ট্রেডারদের ট্রেড সরাসরি কপি করার সুবিধা পাবেন।

অর্থাৎ, আপনার নিজ থেকে ট্রেড করতে হবে না, যেই ট্রেডার এর ট্রেড কপি করবেন, স্বয়ংক্রিয় সিস্টেমে এই ট্রেড আপনার ট্রেডিং একাউন্টে কপি হতে থাকবে। এটি আপনার জন্য একটি ভালো সুযোগ হতে পারে। এ সম্পর্কে বিস্তারিত তথ্য জানার জন্য অনুগ্রহ করে Exness Social Trading আর্টিকেলটি ভালো করে পড়ে নিন।

একজন ট্রেডার হিসাবে, আপনি নিজ পছন্দের যেকোনো ব্রোকারে ট্রেড শুরু করতে পারেন। তবে যেহেতু আপনি সম্পূর্ণ নতুন হিসাবে ট্রেড শুরু করছেন কিংবা নিজ ব্রোকার পরিবর্তন করতে চাচ্ছেন সেক্ষেত্রে এই রিভিউ প্রদানের মাধ্যমে আমরা শুধুমাত্র সহায়তা করার চেষ্টা করেছি।

আমাদের এই Exness Review আর্টিকেলে যে সকল তথ্য উপস্থাপন করেছি সেটি সম্পূর্ণরূপে আমাদের নিজেদের ট্রেডিং থেকে প্রাপ্ত অভিজ্ঞতা অনুসারে প্রকাশিত হয়েছে। উপরে উপস্থাপিত সকল তথ্য শতভাগ সঠিক এবং এটি কোনও ধরনের বিজ্ঞাপন কিংবা প্রচারণা করার উদ্দেশে প্রকাশিত হয়নি। যদি আমাদের এই রিভিউ সম্পর্কে কোনও ধরনের মতামত, প্রশ্ন, নিজ অভিজ্ঞতা জানাতে চান তাহলে আমাদের ইমেইল কিংবা নিচের কমেন্ট সেকশনে লিখে জানাতে পারেন।


আশা করি আর্টিকেলটি আপনার ভালো লেগেছে। এই আর্টিকেল সম্পর্কিত বিশেষ কোনও প্রশ্ন থাকলে আমাদের জানাতে পারেন কিংবা নিচে কমেন্ট করতে পারেন। প্রতিদিনের আপডেট ইমেইল এর মাধ্যমে গ্রহনের জন্য, নিউজলেটার সাবস্ক্রাইব করে নিতে পারেন। গুরুত্বপূর্ণ বিষয়গুলো টিউটোরিয়াল দেখার জন্য অনুগ্রহ করে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এছাড়াও, যুক্ত হতে পারেন আমাদের ফেইসবুক এবং টেলিগ্রাম চ্যানেলে। এছারাও ট্রেড শিখার জন্য জন্য আমাদের রয়েছে বিশেষায়িত অনলাইন ট্রেনিং পোর্টাল।

কপি করুন আমাদের এক্সপার্টদের ট্রেড। জানুন বিস্তারিত

আরটিকেল সম্পর্কে মতামত
খারাপ 0 0 of 0 found this article helpful.
Views: 232

আরও জানুন

পরবর্তী: FBS Review 2022
পূর্বের আর্টিকেলExness Trading Terminal
পরবর্তী আর্টিকেলExness Account Types
নতুনদের ফরেক্স ট্রেডিং সংক্রান্ত সকল ধরণের সহায়তা করার জন্য ,ফরেক্স বাংলাদেশ কাজ করে যাচ্ছে। ইতিমধ্যেই আমরা প্রায় ২২০০+ অধিক ট্রেডারকে, ফরেক্স ট্রেডিং সংক্রান্ত সঠিক দিক নির্দেশনা প্রদান করে আসছি এবং আমাদের এই অগ্রযাত্রা অব্যাহত থাকবে বলে আশা করি। ফরেক্স ট্রেডিং সংক্রান্ত আপনার যেকোনো সহায়তার জন্য আমাদের সাথে যোগাযোগ করুন। ধন্যবাদ ।

কমেন্ট/প্রশ্ন করুন

Please enter your comment!
Please enter your name here