Exness Trading Terminal

0
193
Exness Trading Terminal
সর্বশেষ আপডেট: October 19, 2021
You are here:
প্রত্যাশিত পড়ার সময়: 1 মিনিট

Exness Trading Terminal – যারা এক্সনেস ব্রোকারে প্র্যাকটিস কিংবা রিয়েল ট্রেড শুরু করতে চান তাদের জন্য এই ব্রোকারের বিভিন্ন ট্রেডিং টার্মিনাল ডাউনলোড করার এপ্লিকেশনগুলো আপনাদের সামনে উপস্থাপন করছি। অনুগ্রহ করে এই লিংক ক্লিক করে আপনার যেই ট্রেডিং টার্মিনাল প্রয়োজন সেটিকে ডাউনলোড করে ইন্সটল করে নিন।

Exness Trading Terminal ব্যবহার করার জন্য আপনাকে এই ব্রোকারে একটি রিয়েল কিংবা ডেমো ট্রেডিং একাউন্ট খুলে নিতে হবে। যদি আপনার কোনও ট্রেডিং একাউন্ট রেজিস্টার করা না থাকে তাহলে অনুগ্রহ করে ব্রোকারের অফিসিয়াল ওয়েবসাইটে দেখুন। লিংক – www.exness.com ভিজিট করুন। একাউন্ট রেজিস্ট্রেশন এর আরও বিস্তারিত প্রক্রিয়া জানার জন্য অনুগ্রহ করে আমাদের Exness Registartion আর্টিকেলটি পড়ে নিতে পারেন।

এছারাও এই ব্রোকার এর রিভিউভেরিফিকেশন, রেগুলেশন, ফান্ড ডিপোজিটফান্ড উত্তোলন প্রক্রিয়াগুলো সম্পর্কে বিস্তারিত জানার জন্য অনুগ্রহ করে লিংক ক্লিক করে দেখে নিন।

Exness Trading Terminal কোনটি ভালো? 

অনেকের মনেই প্রশ্ন থাকে রিয়েল ট্রেড করার জন্য কোন টার্মিনাল ব্যবহার করবেন কিংবা ব্যবহার করা উচিত। আসলে কম্পিউটারে ট্রেড করার জন্য আপনি চাইলে Exness MT4 কিংবা Exness MT5 টার্মিনাল ব্যবহার করে নিতে পারেন। এক্সনেস ব্রোকার দুইটি প্ল্যাটফর্মই ব্যবহার করার সুবিধা প্রদান করে থাকে।

তাবে আপনি যেটি ব্যবহার করতে চান, আপনাকে সেই ধরনের একাউন্ট খুলে নিতে হবে। অর্থাৎ, আপনি যদি MT4 ট্রেডিং প্ল্যাটফর্ম ব্যবহার করতে চান তাহলে আপনাকে MT4 এর রিয়েল ট্রেডিং একাউন্ট রেজিস্টার করে নিতে হবে।

একটি প্ল্যাটফর্ম এর একাউন্ট রেজিস্টার করে অন্যটিতে লগইন কিংবা ট্রেড করতে পারবেন না। তবে আপনি চাইলে একাধিক অর্থাৎ MT4 এবং MT5 দুই ধরনের ট্রেডিং একাউন্টেই রেজিস্ট্রেশন করে ব্যবহার করার সুবিধা পাবেন।

Exness Trading Terminal – মোবাইল

আমরা সবাইকে ফোন কিংবা ট্যাবলেট ব্যবহার করে ট্রেড করা থেকে নিরুৎসাহি করি।

কেননা, আপনি যদি ফোন থেকে ট্রেড করা শুরু করেন তাহলে ভালো করে মার্কেট চার্ট সম্পর্কে বুঝতে পারবেন না। যদি প্রফেশনাল এবং ভালো উপায়ে ট্রেড করতে হয় তাহলে সবসময় কম্পিউটার এর থেকে তারপর রিয়েল ট্রেড করবেন।

কেননা ছোট স্ক্রিনে চার্ট ভালো করে বোঝা যায় না, যার ফলে আপনি সঠিক নিয়মে এনালাইসিসও করতে পারবেন না। মোবাইল ট্রেডিং প্ল্যাটফর্ম হচ্ছে মুলত মার্কেট আপডেট গ্রহন করার জন্য। ট্রেড করার জন্য নয়।

আশা করছি Exness Trading Terminal এর বিস্তারিত তথ্যাদি আপনাদের সামনে উপস্থাপন করতে পেরেছি। আপনার সুবিধা মতন যেকোনো প্ল্যাটফর্ম ব্যবহার করে রিয়েল কিংবা প্র্যাকটিস ট্রেড শুরু করতে পারবেন। যদি এই ব্রোকার এবং এ সংক্রান্ত কোনও বিশেষ তথ্য আপনার জানার থাকে তাহলে নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। আমরা চেষ্টা করবো আপনাকে সর্বাত্মক সহায়তা করার।


আশা করি আর্টিকেলটি আপনার ভালো লেগেছে। এই আর্টিকেল সম্পর্কিত বিশেষ কোনও প্রশ্ন থাকলে আমাদের জানাতে পারেন কিংবা নিচে কমেন্ট করতে পারেন। প্রতিদিনের আপডেট ইমেইল এর মাধ্যমে গ্রহনের জন্য, নিউজলেটার সাবস্ক্রাইব করে নিতে পারেন। গুরুত্বপূর্ণ বিষয়গুলো টিউটোরিয়াল দেখার জন্য অনুগ্রহ করে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এছাড়াও, যুক্ত হতে পারেন আমাদের ফেইসবুক এবং টেলিগ্রাম চ্যানেলে। এছারাও ট্রেড শিখার জন্য জন্য আমাদের রয়েছে বিশেষায়িত অনলাইন ট্রেনিং পোর্টাল।

কপি করুন আমাদের এক্সপার্টদের ট্রেড। জানুন বিস্তারিত

আরটিকেল সম্পর্কে মতামত
খারাপ 0 0 of 0 found this article helpful.
Views: 237

আরও জানুন

পূর্ববর্তী: Exness Verification
পরবর্তী: Exness Review 2021
পূর্বের আর্টিকেলExness Verification
পরবর্তী আর্টিকেলExness Review 2021
নতুনদের ফরেক্স ট্রেডিং সংক্রান্ত সকল ধরণের সহায়তা করার জন্য ,ফরেক্স বাংলাদেশ কাজ করে যাচ্ছে। ইতিমধ্যেই আমরা প্রায় ২২০০+ অধিক ট্রেডারকে, ফরেক্স ট্রেডিং সংক্রান্ত সঠিক দিক নির্দেশনা প্রদান করে আসছি এবং আমাদের এই অগ্রযাত্রা অব্যাহত থাকবে বলে আশা করি। ফরেক্স ট্রেডিং সংক্রান্ত আপনার যেকোনো সহায়তার জন্য আমাদের সাথে যোগাযোগ করুন। ধন্যবাদ ।

কমেন্ট/প্রশ্ন করুন

Please enter your comment!
Please enter your name here