Moving Average | মুভিং এভারেজ

0
1135
সর্বশেষ আপডেট: February 12, 2024
You are here:
প্রত্যাশিত পড়ার সময়: 3 মিনিট

Moving average হচ্ছে, ট্রেডিং চার্টে পূর্বের প্রাইস মুভমেন্ট অনুসারে বর্তমান দিক নির্দেশনা বোঝার একটি সহজ মাধ্যম। সহজ হবার কারনে বেশীরভাগ ট্রেডারই এই টেকনিক্যাল টুলটি ট্রেডে ব্যবহার করে থাকেন। এই আর্টিকেল এর বিষয়গুলোকে বেশ কয়েকটি ভাগে উপস্থাপন করা হবে যার কারনে, নিচের টপিক গুলোকে ক্লিক করে নিতে পারেন। তাহলে চলুন শুরু করা যাক।

পরিচিতি

Moving Average হচ্ছে ফরেক্স ট্রেডারদের কাছে খুবই জনপ্রিয় একটি টেকনিক্যাল টুল। একটি নির্দিষ্ট সময়ের মধ্যে মার্কেটের এভারেজ প্রাইজ ভ্যালু কেমন ছিল সেটা বোঝার জন্য মুভিং এভারেজ ব্যবহার করা হয়। মুভিং এভারেজ সম্পর্কে ভাল ধারনা আছে এমন যেকোনো ট্রেডার মুভিং এভারেজ এর সাহায্যে খুব সহজেই মার্কেটের ভবিষ্যৎ অবস্থান সম্পর্কে ধারনা করতে পারে। মুভিং এভারেজ টুলসটি মেটাট্রেডার ইন্ডিকেটর সেকশনে ডিফল্ট হিসেবে দেয়া থাকে।

এই টুলটি মুলত মার্কেট প্রাইস এর মুভমেন্ট এর উপরে ভিত্তি করে প্রাইস এর ভবিষ্যৎ মুভমেন্ট সম্পর্কে ধারনা পেতে একজন ট্রেডারকে সহায়তা করে থাকে। মুভিং এভারেজ নির্ণয়ের অর্থ হচ্ছে, আপনি একটি নির্দিষ্ট কারেন্সি পেয়ার এর সংখ্যক “X” পিরিয়ড এর ক্লোজিং প্রাইসের এভারেজ নির্ণয়। প্রাথমিক অবস্থায় বুঝতে আপনার জন্য কিছুটা কষ্টের হলেও আমরা চেষ্টা করছি সহজ করে আপনাদের সামনে এটির বিস্তারিত তথ্য উপস্থাপন করার।

– ভিডিও টিউটোরিয়াল –

এই টেকনিক্যাল টুলটি মুলত মার্কেট প্রাইস এর সাথে সাথে মুভ করতে থাকেন এবং এটি প্রাইস এর সার্বিক অবস্থান আপনার সামনে উপস্থাপন করে। যেমন ধরুন, কারেন্সি পেয়ার এর মুভমেন্ট আপ্ট্রেন্ড, ডাউনট্রেন্ড নাকি নিউট্রাল পজিশনে রয়েছে।

ফরেক্স ট্রেডিং এর ভাষায় মুভিং এভারেজ হচ্ছে “Trend Following Indicator” অর্থাৎ, প্রাইস ট্রেন্ড এর সাথে সাথে এই মুভিং এভারেজ এর মুভমেন্ট এর পরিবর্তন হয়ে থাকে। ট্রেডাররা এটি চার্টে ব্যবহার করে থাকে মুলত যদি নতুন কোনও ট্রেন্ড গঠিত হয় সেটি দেখার জন্য কিংবা প্রাইস যদি রিভার্স পজিশনে চলে আসে সেটি দেখার জন্য।

অন্যান্য আরও যেসকল টেকনিক্যাল ইন্ডিকেটর রয়েছে সেটির সাথে এই মুভিং এভারেজ এর প্রধান পার্থক্য হচ্ছে, এটি সরাসরি কোনও ট্রেন্ড শুরু হয়েছে কিংবা শেষ হয়েছে কিনা, সরাসরি সেটির নির্দেশ করেনা। যদি প্রাইস তার নিজস্ব ট্রেন্ড পরিবর্তন করে কিংবা নতুন ট্রেন্ড গঠন করে তারও বেশ কিছু সময় পর এটি সিগন্যাল প্রদান করে থাকে।

এর মুল কারন হচ্ছে, এই ইন্ডিকেটর এর গঠন প্রক্রিয়া। কেননা এই ইন্ডিকেওটর মুলত পূর্বের প্রাইস এর অবস্থান নির্ণয় করে তার উপর ভিত্তি করে চার্টে অবস্থান করে। যার কারনে এটি ধীরগতির একটি টেকনিক্যাল টুল।

যেমন ধরুন, আপনি যদি ১ ঘণ্টার টাইমফ্রেমে ১০ ক্যান্ডেল কিংবা পরিয়ড এর মুভিং এভারেজ সেট করেন তাহলে সেটি ১ দিন টাইমফ্রেমে ১০ ক্যান্ডেল কিংবা পরিয়ড এর মুভিং এভারেজ থেকে অপেক্ষাকৃত দ্রুত সময়ে সিগন্যাল প্রদান করবে।

মুভিং এভারেজ এর নির্বাচন

আর্টিকেল এর শুরুতে একটি শব্দ ব্যবহার করেছিলাম “X পরিয়ড” । আশা করছি ধরতে পেরেছেন। এটি মুলত আপনি কতটি ক্যান্ডেল এর উপর মুভিং এভারেজ নির্ণয় করতে চাচ্ছেন সেটিকে বোঝায়। মনে রাখবেন, এই পিরিয়ড এর উপর ভিত্তি করেই আপনার চার্টে মুভিং এভারেজ এর লাইন দেখতে পাবেন।

যদি মুভিং এভারেজ এর এই পরিয়ড কিংবা ক্যান্ডেল এর সংখ্যা কম হয়ে থাকে তাহলে চার্টের বিদ্যমান মার্কেট প্রাইস এর খুব কাছেই হবে এই লাইন এর অবস্থান।

অন্যদিকে, যদি মুভিং এভারেজ এর এই পিরিয়ড এর সংখ্যা যদি বেশী হয় তাহলে চার্টের বিদ্যমান মার্কেট প্রাইস থেকে দূরে হবে এই লাইন এর অবস্থান।

আশা করছি বুঝতেই পারছেন, এক এক ধরনের পিরিয়ড এর কারনে মুভিং এভারেজ এর লাইন এর পরিবর্তনও হবে এক এক রকমের যার কারনে, অনেক ট্রেডারই প্রথম দিকে বুঝতেই পারেন না, কনটি ব্যবহার করবেন?

হয়ত চিন্তা করছেন, আরে ভাই রাখেন, কিভাবে মুভিং এভারেজ ট্রেডে ব্যবহার করবো সেটি বলেন!

ভাই সবই বলব আপনাকে কিন্তু একটু সময় নিয়ে যাতে করে আপনাকে এই Moving Average নিয়ে কোনও সমস্যায় পড়তে না হয়।

মুভিং এভারেজ বিভিন্ন ধরনের হয়ে থাকে।

তবে এদের মধ্যে Simple Moving Avearges, Exponential Moving Averages এবং Weighted Moving Averages বেশী ব্যবহৃত হয়ে থাকে।

Simple Moving Averages যা সংক্ষেপে SMA নামেই ট্রেডারদের কাছে সবথেকে বেশী পরিচিত। এটির ক্যালকুলেশন প্রক্রিয়া সবথেকে সহজ। আপনি যে কয়টি পরিয়ড এর মুভিং এভারেজ বের করতে চান তাদের প্রাইস এর সমষ্টিগত যোগফলকে, পিরিয়ড এর সংখ্যা দ্বারা ভাগ করলে যেটি হবে সেটিই হচ্ছে SMA এর মান।

অর্থাৎ, আপনি যদি ২০ ক্যান্ডেল এর এভারেজ বের করতে চান তাহলে পূর্বের ২০টি ক্যান্ডেল এর ভিন্ন ভিন্ন ক্লোজিং প্রাইস এর যোগফলকে ২০ দ্বারা ভাগ করলেই হবে। এক কথায় সহজ হিসাব।

আমাদের এই সেকশনে আমরা গুরুত্বপূর্ণ দুই ধরনের মুভিং এভারেজ নিয়ে আলচনা করবো এবং কিভাবে এগুলো ব্যবহার করতে হয় সেটি আপনাদের দেখানর চেষ্টা করবো। মুভমেন্ট এর গতির উপর ভিত্তি করে মুভিং এভারেজকে কয়েকটি ভাগে ভাগ করা হয়ে থাকে।

এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে

  1. Simple মুভিং এভারেজ
  2. Exponential মুভিং এভারেজ

এছারাও, আমরা জানবো কিভাবে এই মুভিং এভারেজ ক্যালকুলেট করতে হয় এবং এদের বিভিন্ন সুবিধা এবং অসুবিধা সমুহ। আপনি হয়তো ইতিমধ্যেই বুঝতে পেরেছেন, নির্দিষ্ট বিষয় সম্পর্কে জানানোর আগে আমাদের প্রধান কাজ হচ্ছে, আপনাদের ভালো করে বেসিক বিষয় সম্পর্কে জানানো!

আমরা প্রথমে বিভিন্ন ধরনের মুভিং এভারেজ এর গঠন প্রণালী, কিভাবে কাজ করে ইত্যাদি বিষয় সম্পর্কে জেনে নিব তারপর কিভাবে আপনি মুভিং এভারেজ ব্যবহার করে ট্রেডে এন্ট্রি নিবেন সে বিষয়েও আমরা আলোচনা করবো।

এছাড়াও, মুভিং এভারেজ এর বিস্তারিত নিয়ে আমাদের একটি সম্পূর্ণ ট্রেনিং কোর্স রয়েছে। সুতরাং আপনি যদি আরও বিস্তারিত তথ্য জানতে চান তাহলে অনুগ্রহ করে আমাদের ট্রেনিং পোর্টালে দেখুন।


আশা করি আর্টিকেলটি আপনার ভালো লেগেছে। এই আর্টিকেল সম্পর্কিত বিশেষ কোনও প্রশ্ন থাকলে আমাদের জানাতে পারেন কিংবা নিচে কমেন্ট করতে পারেন। প্রতিদিনের আপডেট ইমেইল এর মাধ্যমে গ্রহনের জন্য, নিউজলেটার সাবস্ক্রাইব করে নিতে পারেন। গুরুত্বপূর্ণ বিষয়গুলো টিউটোরিয়াল দেখার জন্য অনুগ্রহ করে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এছাড়াও, যুক্ত হতে পারেন আমাদের ফেইসবুক এবং টেলিগ্রাম চ্যানেলে। এছারাও ট্রেড শিখার জন্য জন্য আমাদের রয়েছে বিশেষায়িত অনলাইন ট্রেনিং পোর্টাল।

কপি করুন আমাদের এক্সপার্টদের ট্রেড। জানুন বিস্তারিত

আরটিকেল সম্পর্কে মতামত
খারাপ 0 6 of 6 found this article helpful.
Views: 1179

আরও জানুন

পূর্ববর্তী: Bollinger Bands
পরবর্তী: MACD Indicator
পূর্বের আর্টিকেলTake Profit (TP)
পরবর্তী আর্টিকেলSpeculators এর অর্থ কি?
নতুনদের ফরেক্স ট্রেডিং সংক্রান্ত সকল ধরণের সহায়তা করার জন্য ,ফরেক্স বাংলাদেশ কাজ করে যাচ্ছে। ইতিমধ্যেই আমরা প্রায় ২২০০+ অধিক ট্রেডারকে, ফরেক্স ট্রেডিং সংক্রান্ত সঠিক দিক নির্দেশনা প্রদান করে আসছি এবং আমাদের এই অগ্রযাত্রা অব্যাহত থাকবে বলে আশা করি। ফরেক্স ট্রেডিং সংক্রান্ত আপনার যেকোনো সহায়তার জন্য আমাদের সাথে যোগাযোগ করুন। ধন্যবাদ ।

কমেন্ট/প্রশ্ন করুন

Please enter your comment!
Please enter your name here