Speculators এর অর্থ কি?

0
144
Speculators
সর্বশেষ আপডেট: April 28, 2022
You are here:
প্রত্যাশিত পড়ার সময়: 2 মিনিট

Speculators” এই শব্দটির সাথে শতকরা ৯৫ ভাগ ট্রেডারই পরিচিত নন। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, এই ক্যাটাগরির ব্যাক্তিবর্গ কিংবা প্রতিষ্ঠান সমুহ, ফরেক্স ট্রেডিং এর সকল কারেন্সি পেয়ারের মুভমেন্ট এর জন্য সিংহভাগ দায়ী।

আভিধানিক অর্থ অনুসারে, “Speculators” হচ্ছে, “ফটকা”, “ফড়িয়া” দের বোঝায়। যেমন ধরুন, আমাদের দেশে, ঈদ-উল-আযহা এর সময় অনেকেই আছেন যারা শুধুমাত্র ১০-১৫ দিনের জন্য কোরবানির পশুর ব্যবসা করেন। ঈদের এই মৌসুম ছাড়া তারা বছরের অন্যান্য সময়ে এসে, ভিন্নধর্মী পেশায় নিয়োজিত থাকেন।

সহজ বাংলায় এদের “মৌসুমি ব্যবসায়ী” নামে ডাকা হয়। ফরেক্স ট্রেডিং এও এমন কিছু ব্যক্তি কিংবা প্রতিষ্ঠান আছে যারা একটি নির্দিষ্ট সময়ে হঠাৎ করে মার্কেটে এন্ট্রি নেয় তারপর কিছু সময় পর সেটিকে ক্লোজ করে মার্কেট থেকে বের হয়ে যায়। এদেরকে ট্রেডিং এর ভাষায় বলা হয় Speculators.

কারেন্সি স্পেকুলেশন হচ্ছে, যখন কতিপয় ট্রেডাররা ভবিষ্যতে কোনও কারেন্সি পেয়ার এর ভ্যালু বৃদ্ধি পাবে সেই চিন্তা করে বর্তমানে সেই কারেন্সির পজিশন ধরে রাখাকে বোঝায়। অর্থাৎ, কারেন্সির ভবিষ্যতে প্রাইস বৃদ্ধি পেলে সেটিকে বেশী দামে বিক্রয় করে প্রফিট করাকে বোঝায়।

এখন লক্ষ্য করুন, উপরের প্রথম থেকে যেই তিন ধরনের প্রতিষ্ঠান এর কার্যপ্রণালী সম্পর্কে আলোচনা করেছি সেগুলোর সাথে এই স্পেকুলেটরস দের ট্রেডিং এর কৌশল কিংবা প্রক্রিয়া সম্পূর্ণ ভিন্ন। উপরের প্রতিষ্ঠানগুলোর কোনটি নিজ ব্যবসার প্রয়োজনে ট্রেডিং করে, কেউ মুদ্রার মান নিয়ন্ত্রণ করার জন্য ট্রেডিং করে কিন্তু স্পেকুলেটইরসরা কম দামে কারেন্সি কিনে রেখে বেশীর দামে ভবিষ্যতে বিক্রয় করার জন্য ট্রেড করে থাকে।

ট্রেডিং এর ভাষায় এদের মূলমন্ত্র হচ্ছে “In it to win it!”

যেহেতু প্রাইসের এর পরিবর্তন এর মাধ্যমে এরা প্রফিট করে থাকে, এর জন্য প্রাইস মুভমেন্ট এর উপর এরা তীক্ষ্ণ দৃষ্টি রাখে।

এই ক্যাটাগরির ট্রেডারই হচ্ছি মুলত “আমরা”! কি বলেন? আমরা ফটকা? ভাই এটা দুর্নাম এর কোনও বিষয়না। কেননা, আমরা যারা রিটেইল ট্রেডার আছি এদের কাজই হচ্ছে, কম প্রাইসে কারেন্সি পেয়ার ক্রয় করে বেশী দাম হলে সেটি বিক্রয় করে প্রফিট করা।

ফরেক্স ট্রেডিং এর প্রতিদিন যে পরিমাণ ভলিউম কিংবা লট এর ট্রেড সংগঠিত হয় এর প্রায় ৯০% হয় এই স্পেকুলেশন এর মাধ্যমে। অর্থাৎ, মার্কেট প্রাইসের উপর আমাদের মতন ট্রেডারদের পজিশনও কিন্তু প্রাইস মুভমেন্ট এর প্রভাবক হিসাবে কাজ করে।

বাংলায় একটি প্রবাদ আছে “দশে মিলে করি কাজ, হারি-জিতি নাহি লাজ” আপনি, আমি কিংবা আমাদের ছোট ছোট লট কিংবা ভলিউম এর এন্ট্রি গুলোকে যদি একত্রিত করা হয় তাহলে এগুলো গড় পরিমাণ, হয়তোবা “flow monsters“ লেনদেন এর পরিমাণ এর থেকেও বেশী হবে।

আপনি যখন, ট্রেনিং পোর্টাল এর সবগুলো কোর্স শেষ করে রিয়েল ট্রেডিং এর যাত্রা শুরু করবেন তখন আপনিও এই দলে যুক্ত হয়ে যাবেন।

এরা হচ্ছেন, কাঠামোগত দিকে থেকে ফরেক্স ট্রেডিং এর সর্বনিম্ন স্তরের ট্রেডার। এছাড়াও, আরও বড় বড় কিছু রাঘব-বোয়াল রয়েছে ফরেক্স মার্কেটে, যাদের বিস্তারিত তথ্য জানতে পারবেন, আমাদের ট্রেনিং পোর্টাল এর “ফরেক্স বেসিক” কোর্সটি থেকে। এটি সম্পূর্ণ ফ্রি। সুতরাং, রেজিস্ট্রেশন করে শুরু করতে পারেন চাইলে।


আশা করি আর্টিকেলটি আপনার ভালো লেগেছে। এই আর্টিকেল সম্পর্কিত বিশেষ কোনও প্রশ্ন থাকলে আমাদের জানাতে পারেন কিংবা নিচে কমেন্ট করতে পারেন। প্রতিদিনের আপডেট ইমেইল এর মাধ্যমে গ্রহনের জন্য, নিউজলেটার সাবস্ক্রাইব করে নিতে পারেন। গুরুত্বপূর্ণ বিষয়গুলো টিউটোরিয়াল দেখার জন্য অনুগ্রহ করে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এছাড়াও, যুক্ত হতে পারেন আমাদের ফেইসবুক এবং টেলিগ্রাম চ্যানেলে। এছারাও ট্রেড শিখার জন্য জন্য আমাদের রয়েছে বিশেষায়িত অনলাইন ট্রেনিং পোর্টাল।

কপি করুন আমাদের এক্সপার্টদের ট্রেড। জানুন বিস্তারিত

আরটিকেল সম্পর্কে মতামত
খারাপ 0 3 of 3 found this article helpful.
Views: 154

আরও জানুন

পূর্ববর্তী: Scalping | স্কাল্পিং ট্রেড কি?
পূর্বের আর্টিকেলMoving Average | মুভিং এভারেজ
পরবর্তী আর্টিকেলStop Loss Order | স্টপলস অর্ডার | SL
নতুনদের ফরেক্স ট্রেডিং সংক্রান্ত সকল ধরণের সহায়তা করার জন্য ,ফরেক্স বাংলাদেশ কাজ করে যাচ্ছে। ইতিমধ্যেই আমরা প্রায় ২২০০+ অধিক ট্রেডারকে, ফরেক্স ট্রেডিং সংক্রান্ত সঠিক দিক নির্দেশনা প্রদান করে আসছি এবং আমাদের এই অগ্রযাত্রা অব্যাহত থাকবে বলে আশা করি। ফরেক্স ট্রেডিং সংক্রান্ত আপনার যেকোনো সহায়তার জন্য আমাদের সাথে যোগাযোগ করুন। ধন্যবাদ ।

কমেন্ট/প্রশ্ন করুন

Please enter your comment!
Please enter your name here